Breaking







Showing posts with label Bengali GK Album. Show all posts
Showing posts with label Bengali GK Album. Show all posts

Saturday, 4 December 2021

December 04, 2021

জিকে প্রশ্নোত্তর | GK Album Part-183

জিকে প্রশ্নোত্তর | GK Album Part-183

জিকে প্রশ্নোত্তর | GK Album Part-183
জিকে প্রশ্নোত্তর | GK Album Part-183
কলম ✏  
নমস্কার বন্ধুরা,
আজকের পর্বেও থাকছে কয়েকটি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই দেরী না করে প্রশ্নোত্তরগুলি দেখে নাও -

GK Album Part-183

প্রশ্নঃ ভূমিকম্পের প্রাবাল্য পরিমাপ করার জন্য কোন স্কেলটি ব্যবহার করা হয় ? 
উত্তরঃ রিখটার স্কেল।

প্রশ্নঃ ইবন বতুতা কোন শাসকের রাজত্বকালে ভারতে আসেন ?
উত্তরঃ মহম্মদ বিন তুঘলক। 

প্রশ্নঃ নাদির শাহ কত সালে ভারত আক্রমণ করেছিলেন ?
উত্তরঃ ১৭৩৯ সালে। 

প্রশ্নঃ "স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়" -কে রচনা করেন ?
উত্তরঃ রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। 

প্রশ্নঃ কোন সালে তিলক "কর দেব না" অভিযান করেছিলেন ?
উত্তরঃ ১৮৯৯ সালে। 

প্রশ্নঃ "দ্য লাস্ট সাপার" কে অঙ্কন করেছিলেন ?
উত্তরঃ লিওনার্দো দ্য ভিঞ্চি। 

প্রশ্নঃ ভারতে সর্বোচ্চ সাহিত্যের পুরস্কার -
উত্তরঃ জ্ঞানপীঠ। 

প্রশ্নঃ ভাকরা-নাঙ্গাল বাঁধ কোন নদীর ওপর নির্মিত -
উত্তরঃ শতদ্রু। 

প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ হলো -
উত্তরঃ গঙ্গা ব-দ্বীপ। 

প্রশ্নঃ রাষ্ট্রপতি কত বছর অন্তর অর্থ কমিশন গঠন করে ?
উত্তরঃ ৫ বছর। 

প্রশ্নঃ বিশ্ব বাণিজ্য সংস্থার আর এক নাম কি ?
উত্তরঃ GATT.

আগের পর্বঃ

Sunday, 28 November 2021

November 28, 2021

জিকে প্রশ্নোত্তর | GK Album Part-182

জিকে প্রশ্নোত্তর | GK Album Part-182

জিকে প্রশ্নোত্তর | GK Album Part-182
জিকে প্রশ্নোত্তর | GK Album Part-182
কলম ✏  
নমস্কার বন্ধুরা,
আজকের পর্বেও থাকছে কয়েকটি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই দেরী না করে প্রশ্নোত্তরগুলি দেখে নাও -

GK Album Part-182

প্রশ্নঃ ভূমিকম্পের প্রাবাল্য পরিমাপ করার জন্য কোন স্কেলটি ব্যবহার করা হয় ? 
উত্তরঃ রিখটার স্কেল। 

প্রশ্নঃ কোন বস্তুর তাপমাত্রা বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপকে বলা হয় 
উত্তরঃ তাপগ্রহিতা। 

প্রশ্নঃ কোন রশ্মিটি সবচেয়ে বিপজ্জনক ?
উত্তরঃ উত্তরঃ গামা রশ্মি। 

প্রশ্নঃ পানীয় জলে অতিরিক্ত ফ্লুয়োরিড ঘটায় -
উত্তরঃ ফ্লুয়োরোসিস। 

প্রশ্নঃ ক্লোরোফিলে কোন ধাতু বর্তমান থাকে ?
উত্তরঃ ম্যাগনেসিয়াম। 

প্রশ্নঃ ভারতে নতুন কৃষি কৌশল গৃহীত হয় কোন দশকে ?
উত্তরঃ ১৯৬০। 

প্রশ্নঃ টার্শিয়ারি ক্ষেত্রের অর্থ - 
উত্তরঃ পরিকাঠামো। 

প্রশ্নঃ পশ্চিমবঙ্গে "Dry Port" অবস্থিত -
উত্তরঃ কলকাতা। 

প্রশ্নঃ পশ্চিমবঙ্গের পূর্বতম নদী হল -
উত্তরঃ রায়ডাক। 

প্রশ্নঃ ভারতের "সংবিধান দিবস" পালিত হয় -
উত্তরঃ ২৬শে নভেম্বর।

আগের পর্বঃ

Wednesday, 24 November 2021

November 24, 2021

জিকে প্রশ্নোত্তর | GK Album Part-181

জিকে প্রশ্নোত্তর | GK Album Part-181

জিকে প্রশ্নোত্তর | GK Album Part-181
জিকে প্রশ্নোত্তর | GK Album Part-181
কলম ✏  
নমস্কার বন্ধুরা,
আজকের পর্বেও থাকছে কয়েকটি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই দেরী না করে প্রশ্নোত্তরগুলি দেখে নাও -

GK Album Part-181

প্রশ্নঃ "তারিখ-ই-ফিরোজশাহী" গ্রন্থটির রচয়িতা কে ?
উত্তরঃ জিয়াউদ্দিন বরানী। 

প্রশ্নঃ জালালউদ্দিন মঙ্গরবানি কে ছিলেন ?
উত্তরঃ খোয়ারিজম ও খিবার শাসক। 

প্রশ্নঃ ভারতে বিপ্লবী আন্দোলনের সূচনা প্রথম কোথায় হয়েছিল ?
উত্তরঃ মহারাষ্ট্র। 

প্রশ্নঃ ১৯৪৬ সালে তেভাগা আন্দোলন কোথায় ঘটেছিল ?
উত্তরঃ বাংলা। 

প্রশ্নঃ মুদ্রার ওপর সিংহের মুখ আবিষ্কৃত হয়েছিল -
উত্তরঃ সাঁচি। 

প্রশ্নঃ জাহাঙ্গীরের সমাধি কোথায় অবস্থিত ?
উত্তরঃ লাহোর। 

প্রশ্নঃ লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ মণিপুর। 

প্রশ্নঃ আরাবল্লী হল প্রাচীন -
উত্তরঃ ভঙ্গিল পর্বত। 

প্রশ্নঃ পোলাভরম প্রোজেক্ট যে নদীর সঙ্গে যুক্ত তা হল -
উত্তরঃ গোদাবরী। 

প্রশ্নঃ ভারতের উচ্চতম গ্র্যাভিটি বাঁধ হল -
উত্তরঃ ভাকরা।

আগের পর্বঃ

Friday, 29 October 2021

October 29, 2021

জিকে প্রশ্নোত্তর | GK Album Part-180

জিকে প্রশ্নোত্তর | GK Album Part-180

জিকে প্রশ্নোত্তর | GK Album Part-180
জিকে প্রশ্নোত্তর | GK Album Part-180
কলম ✏  
নমস্কার বন্ধুরা,
আজকের পর্বেও থাকছে কয়েকটি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই দেরী না করে প্রশ্নোত্তরগুলি দেখে নাও -

GK Album Part-180

 “ভানুসিংহ” কার ছদ্মনাম ?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর। 

 ক্ষরিত পদার্থের ভাণ্ডার বলা হয় - 
উত্তরঃ গলগিবডিকে। 

 অরনিথিন চক্রের মাধ্যমে কোথায় ইউরিয়া উৎপন্ন হয় ?
উত্তরঃ যকৃৎ। 

 পিত্তরস কোথায় তৈরি হয় ?
উত্তরঃ যকৃৎ। 

 মানুষের কয় জোড়া লালাগ্রন্থি থাকে ?
উত্তরঃ ৩ জোড়া। 

 গবলেট কোষ কোথায় থাকে ?
উত্তরঃ ক্ষুদ্রান্ত্রে। 

 পশ্চিমবঙ্গের সঙ্গে কয়টি দেশের আন্তর্জাতিক সীমান্ত রয়েছে ?
উত্তরঃ তিনটি। 

 তথ্যের অধিকার আইন কবে কার্যকর হয় ?
উত্তরঃ ২০০৫ সালে। 

 সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ?
উত্তরঃ এম ফাতিমা বিবি। 

 ভারতের দ্বিতীয় রাষ্ট্রপতি কে ছিলেন ?
উত্তরঃ ডঃ এস. রাধাকৃষ্ণণ।

আগের পর্বঃ

Monday, 25 October 2021

October 25, 2021

জিকে প্রশ্নোত্তর | GK Album Part-179

জিকে প্রশ্নোত্তর | GK Album Part-179

জিকে প্রশ্নোত্তর | GK Album Part-179
জিকে প্রশ্নোত্তর | GK Album Part-179
কলম ✏  
নমস্কার বন্ধুরা,
আজকের পর্বেও থাকছে কয়েকটি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই দেরী না করে প্রশ্নোত্তরগুলি দেখে নাও -

GK Album Part-179

 বিখ্যাত স্থান "হাইড পার্ক" কোথায় অবস্থিত ?
উত্তরঃ লন্ডন। 

 বাদখাল হ্রদটি কোথায় অবস্থিত ?
উত্তরঃ হরিয়ানা। 

 জহর সাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ রাজস্থান। 

 কোন বিপ্লবীর ছদ্মনাম ছিল ফাদার মার্টিন ?
উত্তরঃ নরেন্দ্রনাথ ভট্টাচার্য। 

 বান্নি তৃণভূমি কোথায় অবস্থিত ?
উত্তরঃ গুজরাট। 

 সত্যজিৎ রায় কবে ভারতরত্ন পুরস্কার পান ?
উত্তরঃ ১৯৯২ সালে। 

 কাকে ফরাসি বিপ্লবের সন্তান বলা হয় ?
উত্তরঃ নেপোলিয়ন বোনাপার্ট। 

 সূর্য সেনের ফাঁসি কবে হয় ?
উত্তরঃ ১৯৩৪ সালে। 

 ডটার অব দ্য ইস্ট কার আত্মজীবনী ?
উত্তরঃ বেনজির ভুট্রো। 

 ফুসফুসের আবরণীর নাম কী ?
উত্তরঃ প্লুরা।

আগের পর্বঃ

Saturday, 23 October 2021

October 23, 2021

জিকে প্রশ্নোত্তর | GK Album Part-178

জিকে প্রশ্নোত্তর | GK Album Part-178

জিকে প্রশ্নোত্তর | GK Album Part-178
জিকে প্রশ্নোত্তর | GK Album Part-178
কলম ✏  
নমস্কার বন্ধুরা,
আজকের পর্বেও থাকছে কয়েকটি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই দেরী না করে প্রশ্নোত্তরগুলি দেখে নাও -

GK Album Part-178

 ফেরিক অক্সাইডে লোহার যোজ্যতা কত ?
উত্তরঃ +৩। 

 পরমাণুর ব্যাস মাপা হয় কোন এককে ?
উত্তরঃ ফার্মি। 

 আধুনিক ভারতের মনু কাকে বলা হয় ?
উত্তরঃ বি. আর. আম্বেদকর। 

 ভারতীয় সংবিধানের দ্বিতীয় খসড়া কবে প্রকাশিত হয়েছিল ?
উত্তরঃ অক্টোবর ১৯৪৮। 

 কবে প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেওয়া হয় ?
উত্তরঃ ১৬ই আগস্ট। 

 লাল বাহাদুর শাস্ত্রীর সমাধি কোথায় অবস্থিত ?
উত্তরঃ বিজয় ঘাট।

 ভগৎ সিং কত সালে মারা যান ?
উত্তরঃ ১৯৩১ সালে। 

 ডাবের জলে কোন হরমোন থাকে ?
উত্তরঃ কাইনিন। 

 কালো গান্ধী কাকে বলা হয় ?
উত্তরঃ নেলসন ম্যান্ডেলা। 

 ব্রজাঙ্গনা কাব্যটি কার লেখা ?
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত।

আগের পর্বঃ

Tuesday, 19 October 2021

October 19, 2021

জিকে প্রশ্নোত্তর | GK Album Part-177

জিকে প্রশ্নোত্তর | GK Album Part-177

জিকে প্রশ্নোত্তর | GK Album Part-177
জিকে প্রশ্নোত্তর | GK Album Part-177
কলম ✏  
নমস্কার বন্ধুরা,
আজকের পর্বেও থাকছে কয়েকটি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই দেরী না করে প্রশ্নোত্তরগুলি দেখে নাও -

GK Album Part-177

 ‘শিলাদার’ নামক সেনাবাহিনী কার তৈরি ?
উত্তরঃ শিবাজী। 

 ‘সাচ্চা বাদশাহ’ উপাধী কে গ্রহণ করেছিলেন ?
উত্তরঃ গুরু হরগোবিন্দ। 

 মারাঠা শাসকদের প্রধানমন্ত্রীদের কি বলা হত ?
উত্তরঃ পেশোয়া। 

 মাম্পস রোগে কোন অঙ্গের স্ফীতি ঘটে ?
উত্তরঃ প্যারোটিড গ্রন্থি। 

 SI পদ্ধতিতে লীন তাপের একক কী ?
উত্তরঃ জুল/কেজি। 

 বিশ্ব রেডক্রস দিবস কত তারিখে পালিত হয় ?
উত্তরঃ ৮ই মে। 

 টুথব্রাশ কোন শ্রেণীর লিভার ?
উত্তরঃ প্রথম। 

 ১ জুল = কত ক্যালোরি ?
উত্তরঃ ০.২৪ ক্যালরি। 

 কোন পদার্থের আপেক্ষিক তাপ সবচেয়ে কম ?
উত্তরঃ পারদ। 

 সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত ?
উত্তরঃ ০ ডিগ্রী সেলসিয়াস।

আগের পর্বঃ

Friday, 1 October 2021

October 01, 2021

জিকে প্রশ্নোত্তর | GK Album Part-176

জিকে প্রশ্নোত্তর | GK Album Part-176

জিকে প্রশ্নোত্তর | GK Album Part-176
জিকে প্রশ্নোত্তর | GK Album Part-176
কলম ✏  
নমস্কার বন্ধুরা,
আজকের পর্বেও থাকছে কয়েকটি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই দেরী না করে প্রশ্নোত্তরগুলি দেখে নাও -

GK Album Part-176

 লর্ড ডালহৌসি কবে অযোধ্যা অধিগ্রহণ করেছিলেন ?
উত্তরঃ ১৮৫৬ সালে। 

 মিরাট ষড়যন্ত্র মামলা কবে শুরু হয়েছিল ?
উত্তরঃ ১৯২৯ থেকে। 

 তারা মাছের গমন অঙ্গের নাম কি ?
উত্তরঃ নালিপদ। 

 কোষের কোন অঙ্গাণু প্রোটিন সংশ্লেষে সাহায্য করে ?
উত্তরঃ রাইবোজোম। 

 কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয় ?
উত্তরঃ রাইবোজোম। 

 সংবিধানের অষ্টম তফসিলে আলোচ্য বিষয় কী ?
উত্তরঃ আঞ্চলিক ভাষা সমূহ। 

 গ্র্যামি পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয় ?
উত্তরঃ সঙ্গীত। 

 কোন গাছের কাঠকে সজারু কাঠ বলা হয় ?
উত্তরঃ নারকেল গাছ। 

 ভদ্রা পরিকল্পনা কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ কর্ণাটক। 

 ব্রাজিলের রাজধানী নাম কি ?
উত্তরঃ ব্রাসিলিয়া।

আগের পর্বঃ