Breaking



Friday 1 October 2021

জিকে প্রশ্নোত্তর | GK Album Part-176

জিকে প্রশ্নোত্তর | GK Album Part-176

জিকে প্রশ্নোত্তর | GK Album Part-176
জিকে প্রশ্নোত্তর | GK Album Part-176
কলম ✏  
নমস্কার বন্ধুরা,
আজকের পর্বেও থাকছে কয়েকটি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই দেরী না করে প্রশ্নোত্তরগুলি দেখে নাও -

GK Album Part-176

 লর্ড ডালহৌসি কবে অযোধ্যা অধিগ্রহণ করেছিলেন ?
উত্তরঃ ১৮৫৬ সালে। 

 মিরাট ষড়যন্ত্র মামলা কবে শুরু হয়েছিল ?
উত্তরঃ ১৯২৯ থেকে। 

 তারা মাছের গমন অঙ্গের নাম কি ?
উত্তরঃ নালিপদ। 

 কোষের কোন অঙ্গাণু প্রোটিন সংশ্লেষে সাহায্য করে ?
উত্তরঃ রাইবোজোম। 

 কোষের প্রোটিন ফ্যাক্টরি কাকে বলা হয় ?
উত্তরঃ রাইবোজোম। 

 সংবিধানের অষ্টম তফসিলে আলোচ্য বিষয় কী ?
উত্তরঃ আঞ্চলিক ভাষা সমূহ। 

 গ্র্যামি পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয় ?
উত্তরঃ সঙ্গীত। 

 কোন গাছের কাঠকে সজারু কাঠ বলা হয় ?
উত্তরঃ নারকেল গাছ। 

 ভদ্রা পরিকল্পনা কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ কর্ণাটক। 

 ব্রাজিলের রাজধানী নাম কি ?
উত্তরঃ ব্রাসিলিয়া।

আগের পর্বঃ

No comments:

Post a Comment