জিকে প্রশ্নোত্তর | GK Album Part-175
![]() |
জিকে প্রশ্নোত্তর | GK Album Part-175 |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
আজকের পর্বেও থাকছে কয়েকটি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই দেরী না করে প্রশ্নোত্তরগুলি দেখে নাও -
GK Album Part-175
■ মহাপ্রভু নামে পরিচিত ছিলেন কে ?
উত্তরঃ চৈতন্যদেব।
■ অরণ্যের দিনরাত্রি উপন্যাসটির রচয়িতা কে ?
উত্তরঃ সুনীল গঙ্গোপাধ্যায়।
■ চতুর্থ বৌদ্ধ সম্মেলন কোথায় সংঘটিত হয়েছিল ?
উত্তরঃ কাশ্মীরে।
■ কার রাজত্বকালে ইবনে বতুতা ভারতে এসেছিলেন ?
উত্তরঃ মুহম্মদ বিন তুঘলক।
■ সুলতান মামুদের পিতার নাম কী ?
উত্তরঃ সবুক্তগীন।
■ নিউট্রন কে আবিষ্কার করেন ?
উত্তরঃ জেমস চ্যাডউইক।
■ ব্রাহ্মসমাজ প্রতিষ্ঠা করেন কে ?
উত্তরঃ রাজা রামমোহন রায়।
■ দিলওয়ারা মন্দির কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ রাজস্থান।
■ কোন দেশ রেইনবো নেশন নামে পরিচিত ?
উত্তরঃ দক্ষিণ আফ্রিকা।
■ তহকিক-ই-হিন্দ বইটি কার লেখা ?
উত্তরঃ অলবিরুনী।
আগের পর্বঃ
No comments:
Post a Comment