Breaking



Monday 25 October 2021

জিকে প্রশ্নোত্তর | GK Album Part-179

জিকে প্রশ্নোত্তর | GK Album Part-179

জিকে প্রশ্নোত্তর | GK Album Part-179
জিকে প্রশ্নোত্তর | GK Album Part-179
কলম ✏  
নমস্কার বন্ধুরা,
আজকের পর্বেও থাকছে কয়েকটি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই দেরী না করে প্রশ্নোত্তরগুলি দেখে নাও -

GK Album Part-179

 বিখ্যাত স্থান "হাইড পার্ক" কোথায় অবস্থিত ?
উত্তরঃ লন্ডন। 

 বাদখাল হ্রদটি কোথায় অবস্থিত ?
উত্তরঃ হরিয়ানা। 

 জহর সাগর বাঁধ কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ রাজস্থান। 

 কোন বিপ্লবীর ছদ্মনাম ছিল ফাদার মার্টিন ?
উত্তরঃ নরেন্দ্রনাথ ভট্টাচার্য। 

 বান্নি তৃণভূমি কোথায় অবস্থিত ?
উত্তরঃ গুজরাট। 

 সত্যজিৎ রায় কবে ভারতরত্ন পুরস্কার পান ?
উত্তরঃ ১৯৯২ সালে। 

 কাকে ফরাসি বিপ্লবের সন্তান বলা হয় ?
উত্তরঃ নেপোলিয়ন বোনাপার্ট। 

 সূর্য সেনের ফাঁসি কবে হয় ?
উত্তরঃ ১৯৩৪ সালে। 

 ডটার অব দ্য ইস্ট কার আত্মজীবনী ?
উত্তরঃ বেনজির ভুট্রো। 

 ফুসফুসের আবরণীর নাম কী ?
উত্তরঃ প্লুরা।

আগের পর্বঃ

No comments:

Post a Comment