Breaking



Tuesday 19 October 2021

জিকে প্রশ্নোত্তর | GK Album Part-177

জিকে প্রশ্নোত্তর | GK Album Part-177

জিকে প্রশ্নোত্তর | GK Album Part-177
জিকে প্রশ্নোত্তর | GK Album Part-177
কলম ✏  
নমস্কার বন্ধুরা,
আজকের পর্বেও থাকছে কয়েকটি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই দেরী না করে প্রশ্নোত্তরগুলি দেখে নাও -

GK Album Part-177

 ‘শিলাদার’ নামক সেনাবাহিনী কার তৈরি ?
উত্তরঃ শিবাজী। 

 ‘সাচ্চা বাদশাহ’ উপাধী কে গ্রহণ করেছিলেন ?
উত্তরঃ গুরু হরগোবিন্দ। 

 মারাঠা শাসকদের প্রধানমন্ত্রীদের কি বলা হত ?
উত্তরঃ পেশোয়া। 

 মাম্পস রোগে কোন অঙ্গের স্ফীতি ঘটে ?
উত্তরঃ প্যারোটিড গ্রন্থি। 

 SI পদ্ধতিতে লীন তাপের একক কী ?
উত্তরঃ জুল/কেজি। 

 বিশ্ব রেডক্রস দিবস কত তারিখে পালিত হয় ?
উত্তরঃ ৮ই মে। 

 টুথব্রাশ কোন শ্রেণীর লিভার ?
উত্তরঃ প্রথম। 

 ১ জুল = কত ক্যালোরি ?
উত্তরঃ ০.২৪ ক্যালরি। 

 কোন পদার্থের আপেক্ষিক তাপ সবচেয়ে কম ?
উত্তরঃ পারদ। 

 সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত ?
উত্তরঃ ০ ডিগ্রী সেলসিয়াস।

আগের পর্বঃ

No comments:

Post a Comment