Breaking



Saturday 4 December 2021

জিকে প্রশ্নোত্তর | GK Album Part-183

জিকে প্রশ্নোত্তর | GK Album Part-183

জিকে প্রশ্নোত্তর | GK Album Part-183
জিকে প্রশ্নোত্তর | GK Album Part-183
কলম ✏  
নমস্কার বন্ধুরা,
আজকের পর্বেও থাকছে কয়েকটি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই দেরী না করে প্রশ্নোত্তরগুলি দেখে নাও -

GK Album Part-183

প্রশ্নঃ ভূমিকম্পের প্রাবাল্য পরিমাপ করার জন্য কোন স্কেলটি ব্যবহার করা হয় ? 
উত্তরঃ রিখটার স্কেল।

প্রশ্নঃ ইবন বতুতা কোন শাসকের রাজত্বকালে ভারতে আসেন ?
উত্তরঃ মহম্মদ বিন তুঘলক। 

প্রশ্নঃ নাদির শাহ কত সালে ভারত আক্রমণ করেছিলেন ?
উত্তরঃ ১৭৩৯ সালে। 

প্রশ্নঃ "স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়" -কে রচনা করেন ?
উত্তরঃ রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়। 

প্রশ্নঃ কোন সালে তিলক "কর দেব না" অভিযান করেছিলেন ?
উত্তরঃ ১৮৯৯ সালে। 

প্রশ্নঃ "দ্য লাস্ট সাপার" কে অঙ্কন করেছিলেন ?
উত্তরঃ লিওনার্দো দ্য ভিঞ্চি। 

প্রশ্নঃ ভারতে সর্বোচ্চ সাহিত্যের পুরস্কার -
উত্তরঃ জ্ঞানপীঠ। 

প্রশ্নঃ ভাকরা-নাঙ্গাল বাঁধ কোন নদীর ওপর নির্মিত -
উত্তরঃ শতদ্রু। 

প্রশ্নঃ পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ হলো -
উত্তরঃ গঙ্গা ব-দ্বীপ। 

প্রশ্নঃ রাষ্ট্রপতি কত বছর অন্তর অর্থ কমিশন গঠন করে ?
উত্তরঃ ৫ বছর। 

প্রশ্নঃ বিশ্ব বাণিজ্য সংস্থার আর এক নাম কি ?
উত্তরঃ GATT.

আগের পর্বঃ

No comments:

Post a Comment