Breaking



Saturday 27 April 2024

April 27, 2024

পশ্চিমবঙ্গ জিকে প্রশ্ন উত্তর PDF | West Bengal GK in Bengali

পশ্চিমবঙ্গ জিকে প্রশ্ন উত্তর PDF | West Bengal GK in Bengali PDF

পশ্চিমবঙ্গ জিকে প্রশ্ন উত্তর PDF | West Bengal GK in Bengali
পশ্চিমবঙ্গ জিকে প্রশ্ন উত্তর PDF | West Bengal GK in Bengali
কলম 
নমস্কার বন্ধুরা,
আজকের পোস্টে পশ্চিমবঙ্গ জিকে প্রশ্ন উত্তর PDF টি শেয়ার করলাম। যেটিতে পশ্চিমবঙ্গ সম্পর্কিত যাবতীয় প্রশ্ন উত্তর দেওয়া আছে। বিভিন্ন পরীক্ষায় পশ্চিমবঙ্গ জিকে বিষয়টি থেকে প্রায়শই প্রশ্ন আসতে দেখা যায়।

আমরা আশা রাখছি আমাদের দেওয়া এই প্রশ্নোত্তরগুলি থেকেই তোমরা কমন পেয়ে যাবে। সুতরাং সময় নষ্ট না করে পশ্চিমবঙ্গ জেনারেল নলেজ প্রশ্নোত্তরগুলি দেখে নাও এবং প্রয়োজনে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।

পশ্চিমবঙ্গ জিকে প্রশ্ন উত্তর

০১. পশ্চিমবঙ্গ রাজ্য সৃষ্টি হয় কত সালে?
উত্তরঃ ১৯৪৭ সালে।

০২. পশ্চিমবঙ্গের মোট আয়তন কত?
উত্তরঃ প্রায় ৮৮,৭৫২ বর্গকিমি।

০৩. পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত?
উত্তরঃ পূর্বদিকে।

০৪. পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকে কোন সাগর অবস্থিত?
উত্তরঃ বঙ্গোপসাগর।

০৫. ২০১১ সালের জনগণনা অনুযায়ী ভারতের মোট জনসংখ্যার বিচারে পশ্চিমবঙ্গের স্থান কত?
উত্তরঃ চতুর্থ।

০৬. আয়তনের দিকে দিয়ে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম কি?
উত্তরঃ দক্ষিণ চব্বিশ পরগনা।

০৭. জনঘনত্বের দিকে দিয়ে পশ্চিমবঙ্গের বৃহত্তম জেলার নাম কি?
উত্তরঃ উত্তর চব্বিশ পরগনা। 

০৮. বর্তমানে পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা কোনটি? 
উত্তরঃ কলকাতা (আয়তন অনুসারে)।  

০৯. পশ্চিমবঙ্গের সবচেয়ে কম জনঘনত্ব বিশিষ্ট জেলা কোনটি?
উত্তরঃ পুরুলিয়া। 

১০. পশ্চিমবঙ্গের তিনদিক কি দ্বারা বেষ্টিত?
উত্তরঃ স্থলভাগ।

১১. পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি?
উত্তরঃ কলকাতা।

১২. পশ্চিমবঙ্গের প্রধান ভাষার নাম কি?
উত্তরঃ বাংলা। 

১৩. পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম কি?
উত্তরঃ মেছো বিড়াল।

১৪. পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি?
উত্তরঃ শ্বেত কণ্ঠ মাছরাঙা।

১৫. পশ্চিমবঙ্গের রাজ্য ফুলের নাম কি?
উত্তরঃ শিউলি।

১৬. পশ্চিমবঙ্গের রাজ্য গাছের নাম কি?
উত্তরঃ ছাতিম। 

১৭. পশ্চিমবঙ্গের রাজ্য নৃত্যের নাম কি?
উত্তরঃ গৌড়ীয় নৃত্য।

১৮. পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি?
উত্তরঃ ডঃ প্রফুল্লচন্দ্র ঘোষ। 

১৯. পশ্চিমবঙ্গের দ্বিতীয় মুখ্যমন্ত্রীর নাম কি?
উত্তরঃ ডঃ বিধানচন্দ্র রায়। 

২০. পশ্চিমবঙ্গের প্রথম রাজ্যপালের নাম কি?
উত্তরঃ চক্রবর্তী রাজাগোপালাচারী। 

২১. পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা কয়টি? 
উত্তরঃ ২৩টি।

২২. পশ্চিমবঙ্গের প্রশাসনিক বিভাগের সংখ্যা কয়টি?
উত্তরঃ ৫টি। 

২৩. পশ্চিমবঙ্গের রাজ্যসভার আসন সংখ্যা কত?
উত্তরঃ ১৬টি।

২৪. পশ্চিমবঙ্গের লোকসভার আসন সংখ্যা কত?
উত্তরঃ ৪২টি। 

২৫. পশ্চিমবঙ্গের বিধানসভার আসন সংখ্যা কত?
উত্তরঃ ২৯৪টি। 

২৬. পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশের নাম কি?
উত্তরঃ বাংলাদেশ।

২৭. পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশের নাম কি?
উত্তরঃ ভুটান।

২৮. পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্যের নাম কি?
উত্তরঃ ওড়িশা।

২৯. ‘পশ্চিমবঙ্গের দোসর’ বলা হয় কোন রাজ্যকে?
উত্তরঃ ত্রিপুরা রাজ্যকে।

৩০. ভূ-প্রকৃতি অনুসারে পশ্চিমবঙ্গের ভূমিরূপকে ভাগ করা যায়?
উত্তরঃ তিনভাগে। 

৩১. পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি?
উত্তরঃ সান্দাকফু।

৩২. বক্সা কি?
উত্তরঃ পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের একটি গিরিপথ। 

৩৩. পশ্চিমবঙ্গের ব-দ্বীপ অঞ্চল কি দ্বারা গঠিত?
উত্তরঃ গঙ্গা ও তার উপনদীসমূহের পলি দ্বারা।

৩৪. পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম কি?
উত্তরঃ গঙ্গা।

৩৫. পশ্চিমবঙ্গের একটি বর্ষার জলে পুষ্ট একটি নদীর নাম লেখো।
উত্তরঃ দামোদর।

৩৬. ‘বাংলার দুঃখ’ বলা হয় কোন নদীকে?
উত্তরঃ দামোদর।

৩৭. গন্ধেশ্বরী নদী কার উপনদী?
উত্তরঃ দ্বারকেশ্বর। 

৩৮. দামোদর নদীর প্রধান শাখা নদী কোনটি?
উত্তরঃ মুণ্ডেশ্বরী।

৩৯. পশ্চিমবঙ্গের অধিকাংশ নদী কোন দিকে প্রবাহিত? 
উত্তরঃ উত্তর ও পশ্চিম দিক থেকে।

৪০. পশ্চিমবঙ্গের জলবায়ু কোন জলবায়ুর অন্তর্গত?
উত্তরঃ মৌসুমী জলবায়ু।

৪১. পশ্চিমবঙ্গের একটি শৈল নিবাসের নাম লেখো।  
উত্তরঃ দার্জিলিং।

৪২. পশ্চিমবঙ্গের খনিজ ভান্ডার কোনটি?
উত্তরঃ পশ্চিমবঙ্গের মালভূমি।

৪৩. পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের প্রধান খনিজ কোনটি?
উত্তরঃ কয়লা।
  
৪৪. পশ্চিমবঙ্গের সর্বাধিক কয়লা কোথায় পাওয়া যায়?
উত্তরঃ রানীগঞ্জে।
   
৪৫. পশ্চিমবঙ্গের কোথায় রাবারের চাষ হয়? 
উত্তরঃ জলপাইগুড়িতে।

৪৬. কোথায় সরকারি দুধ তৈরির কারখানা আছে? 
উত্তরঃ হরিণঘাটায়।
   
৪৭. গঙ্গা নদীর বদ্বীপ অঞ্চলের  অপর নাম কি? 
উত্তরঃ সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ।
    
৪৮. বদ্বীপ অঞ্চলে কি প্রকার হ্রদ দেখা যায়?
উত্তরঃ অশ্বক্ষুরাকৃতি।

৪৯. পশ্চিমবঙ্গের সবচেয়ে সংকীর্ণতম অঞ্চলের নাম কি?
উত্তরঃ উত্তর দিনাজপুর জেলার চোপড়া।

৫০. পশ্চিমবঙ্গে শীতকালে প্রবাহিত ঝড়কে কি বলা হয়? 
উত্তরঃ পশ্চিমী ঝঞ্ঝা। 

৫১. পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ শিল্পের নাম কি?
উত্তরঃ পাট শিল্প।

৫২. পশ্চিমবঙ্গের প্রথম মহিলা শহীদ কে?
উত্তরঃ মাতঙ্গিনী হাজরা।

৫৩. পশ্চিমবঙ্গের প্রথম মহিলা ডাক্তার কে?
উত্তরঃ কাদম্বিনী গাঙ্গুলী। 

৫৪. আলিপুর চিড়িয়াখানা কোথায় অবস্থিত?
উত্তরঃ কলকাতা, পশ্চিমবঙ্গ। 

৫৫. পশ্চিমবঙ্গ রাজ্যের সবচেয়ে শিল্পোন্নত জেলা কোনটি?
উত্তরঃ উত্তর চব্বিশ পরগনা।

৫৬. কলকাতায় কবে মেট্রোরেল চালু হয়?
উত্তরঃ ১৯৮৪ সালে।

৫৭. উত্তর দিনাজপুর জেলার সদর শহরের নাম কি?
উত্তরঃ রায়গঞ্জ।

৫৮. সুন্দরবনকে রামসার সাইট হিসেবে ঘোষণা করা হয় কত সালে?
উত্তরঃ ২০১৯ সালে।

৫৯. নদীয়া জেলার সদর শহর কোনটি?
উত্তরঃ কৃষ্ণনগর।

৬০. পশ্চিমবঙ্গের কোন জেলাকে ‘রাঙামাটির দেশ’ বলা হয়?
উত্তরঃ বীরভূম জেলাকে। 

৬১. হুগলী জেলার সদর শহরের নাম কি?
উত্তরঃ চুঁচুড়া। 

৬২. পশ্চিমবঙ্গের রূপকার কাকে বলা হয়?
উত্তরঃ বিধান চন্দ্র রায়।

প্রশ্নোত্তরগুলির পিডিএফ লিংক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : West Bengal GK in Bengali
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 03
Download Link : Click Here To Download


April 27, 2024

West Bengal ANM GNM Previous Year Question Papers PDF

ANM GNM বিগত বছরের প্রশ্নপত্র PDF | West Bengal ANM GNM Previous Year Question Papers PDF

ANM GNM বিগত বছরের প্রশ্নপত্র PDF | West Bengal ANM GNM Previous Year Question Papers PDF
West Bengal ANM GNM Previous Year Question Papers PDF
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে ANM GNM বিগত বছরের প্রশ্নপত্র PDF | West Bengal ANM GNM Previous Year Question Papers PDF টি শেয়ার করলাম। যেটিতে পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড দ্বারা অনুষ্ঠিত এএনএম এবং জিএনএম পরীক্ষার বিগত তিন বছরের প্রশ্নপত্র দেওয়া আছে। যেগুলি তোমাদের আগত এএনএম জিএনএম পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। নীচে সাল অনুযায়ী প্রশ্নপত্রগুলির পিডিএফ লিংক দেওয়া আছে।

ANM GNM Previous Year Question Papers

QUESTION PAPER LINK
2021 Download
2022 Download
2023 Download

Friday 26 April 2024

April 26, 2024

English Quiz for Competitive Exams

English Quiz for Competitive Exams Part 23

English Quiz for Competitive Exams
English Quiz for Competitive Exams
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে ইংরেজি কুইজ পর্ব-২৩ শেয়ার করলাম। যার মধ্যে ইংরেজি গ্রামার থেকে বাছাই করা ২৫টি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে। এটি তোমাদের বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।

Kolom Quiz
পর্ব ২৩
বিষয় ইংলিশ
প্রশ্ন সংখ্যা২৫
সময় ৯০ সেকেন্ড/প্রশ্ন


English Quiz Part-23
Quiz Application

কুইজটিতে অংশ নিতে নীচের লেখায় ক্লিক করো

Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage:

April 26, 2024

বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া PDF | রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ

বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া PDF | রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ | রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ | Chemical Reaction

বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া PDF | রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ | রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ | Chemical Reaction
বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া PDF | রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া PDF টি শেয়ার করলাম। যেটিতে রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ এবং রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ দেওয়া আছে। চাকরির পরীক্ষায় এখান থেকে প্রশ্ন এসে থাকে। সুতরাং পোস্টটি ভালো করে দেখে নাও এবং প্রয়োজনে পিডিএফটি সংগ্রহ করে নাও। 

বিভিন্ন ধরনের রাসায়নিক বিক্রিয়া

■ সংযোজন বিক্রিয়াঃ
যে রাসায়নিক বিক্রিয়ায় দুই বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থ পরস্পর বিক্রিয়া করে একটি মাত্র যৌগ উৎপন্ন করে, তাকে সংযোজন বিক্রিয়া বলে। 
উদাহরণঃ NH3 (অ্যামোনিয়া) + HCl (হাইড্রোক্লোরিক অ্যাসিড) = NH4Cl অ্যামোনিয়াম ক্লোরাইড

■ সংশ্লেষণ বিক্রিয়াঃ
যে রাসায়নিক বিক্রিয়ায় দুই বা ততোধিক মৌলিক পদার্থ বিক্রিয়া করে একটি মাত্র যৌগ উৎপন্ন করে, তাকে সংশ্লেষণ বিক্রিয়া বলে।
উদাহরণঃ C (কার্বন) + O2 (অক্সিজেন) = CO2 (কার্বন ডাই অক্সাইড)

■ বিযোজন বিক্রিয়াঃ
যে বিক্রিয়ায় একটি যৌগ বিভক্ত হয়ে দুই বা ততোধিক মৌল বা যৌগে পরিণত হয়, তাকে বিযোজন বিক্রিয়া বলে।
উদাহরণঃ CaCO3 (ক্যালসিয়াম কার্বনেট) = CaO (ক্যালসিয়াম অক্সাইড) + CO2 (কার্বন ডাই অক্সাইড) 

■ দ্বিবিযোজন বিক্রিয়াঃ
যে রাসায়নিক বিক্রিয়ায় দুটি ভিন্ন যৌগের অণুর মৌল পরস্পর স্থান বিনিময় করে একাধিক নতুন যৌগ তৈরি করে, তাকে দ্বিবিযোজন বা বিনিময় বিক্রিয়া বলে।
উদাহরণঃ AgNO3 (সিলভার নাইট্রেট) + NaCl (সোডিয়াম ক্লোরাইড) = AgCl (সিলভার ক্লোরাইড) + NaNO3 (সোডিয়াম নাইট্রেট)

■ প্রতিস্থাপন বিক্রিয়াঃ
যে রাসায়নিক বিক্রিয়ায় একটি মৌল অন্য একটি যৌগের অণুর এক বা একাধিক পরমাণুকে সরিয়ে নিজেই তার স্থান দখল করে, তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। 
উদাহরণঃ Zn (জিঙ্ক) + H2SO4 (সালফিউরিক অ্যাসিড) = ZnSO4 (জিঙ্ক সালফেট) + H2 (হাইড্রোজেন)

■ প্রশমন বিক্রিয়াঃ
যে রাসায়নিক বিক্রিয়ায় একটি অ্যাসিড বা একটি ক্ষারকের সংযোগে লবণ ও জল উৎপন্ন হয়, তাকে প্রশমন বিক্রিয়া বলে।
উদাহরণঃ HCl (হাইড্রোক্লোরিক অ্যাসিড) + MgO (ম্যাগনেসিয়াম অক্সাইড) = MgCl2 (ম্যাগনেসিয়াম ক্লোরাইড) + H2O (জল)

■ দহন বিক্রিয়াঃ
যে রাসায়নিক বিক্রিয়ায় বায়ু বা অক্সিজেনের উপস্থিতিতে কোনো পদার্থে অগ্নি সংযোগ করলে তা ভিন্ন কোনো পদার্থে পরিণত হয়, তাকে দহন বিক্রিয়া বলে।
উদাহরণঃ C (কার্বন) + O2 (অক্সিজেন) = CO2 (কার্বন ডাই অক্সাইড)

পোস্টটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Chemical Reaction
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 02
Download Link : Click Here To Download


Thursday 25 April 2024

April 25, 2024

ভারতের ভূগোল MCQ PDF | Indian Geography MCQ in Bengali

ভারতের ভূগোল MCQ PDF | Indian Geography MCQ in Bengali

ভারতের ভূগোল MCQ PDF | Indian Geography MCQ in Bengali
ভারতের ভূগোল MCQ PDF
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে ভারতের ভূগোল MCQ PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ ৫০টি ভূগোল প্রশ্ন উত্তর MCQ ফরম্যাটে দেওয়া আছে। যেগুলি তোমাদের আগত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে সাহায্য করবে। সুতরাং প্রশ্নোত্তরগুলি দেখে নাও এবং প্রয়োজনে পিডিএফটি সংগ্রহ করে নাও।

ভারতের ভূগোল MCQ প্রশ্ন উত্তর

➤ নিম্নের কোনটি ভারতের দীর্ঘতম হিমবাহ ?
সিয়াচেন
জেমু
কোলহাই
পিণ্ডারি


➤ দাক্ষিণাত্যের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?
মাউন্ট আবু
পাঞ্জাব
আনাইমুদি
বিহার


➤ কোন নদীর তীরে কোটা শহরটি অবস্থিত ?
শোন
যমুনা
চম্বল
লুনি


➤ কোন রাজ্যে বসবাসকারী তপশিলী জাতির জনসংখ্যা সবচেয়ে বেশী ?
কর্ণাটক
ওড়িশা
ঝাড়খণ্ড
মধ্যপ্রদেশ


➤ ইম্ফল কোন রাজ্যের রাজধানী ?
মণিপুর
নাগাল্যান্ড
মেঘালয়
অরুণাচল প্রদেশ


➤ কোন নদীর উপরে পং বাঁধ গড়া হয়েছে ?
নর্মদা
বিপাশা
সোন
ইরাবতী


➤ কোন নদীতে নাগার্জুন সাগর প্রোজেক্ট অবস্থিত ?
তাপ্তি নদী, গুজরাট
মাহী নদী, মহারাষ্ট্র
কৃষ্ণা নদী, কর্ণাটক
কৃষ্ণা নদী, অন্ধ্রপ্রদেশ


➤ কোন রাজ্য ভেঙে ছত্তিশগড় রাজ্য গঠিত হয়েছে ?
বিহার
মধ্যপ্রদেশ
উত্তরপ্রদেশ
মহারাষ্ট্র


➤ ভারতের সবচেয়ে পুরাতন তৈলক্ষেত্র কোনটি ?
মোরান
ডিগবয়
বোম্বে হাই
আংকেশ্বর


➤ ভারতের প্রথম পারমাণবিক কেন্দ্র কোনটি ?
ট্রম্বে
কলপক্কম
নারোরা
তারাপুর


➤ আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম জেলা কোনটি ?
বর্ধমান
কচ্ছ
বাস্তার
লে-লাডাক


➤ ভারতে অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত ?
ব্যাঙ্গালোর
দেরাদুন
এলাহাবাদ
জোড়হাট


➤ লাক্ষাদ্বীপের প্রচলিত ভাষা কোনটি ?
কন্নড়
মালয়ালম
তামিল
মারাঠি


➤ ভারতের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র কোনটি ?
চীন
শ্রীলঙ্কা
বাংলাদেশ
নেপাল


➤ কোন শহরকে এশিয়ার রোম বলা হয় ?
মুম্বাই
কানপুর
দিল্লী
আগ্রা


➤ ‘বমডিলা পাস’ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
মণিপুর
অরুণাচল প্রদেশ
ঝাড়খণ্ড
তামিলনাড়ু


➤ কোন শহরকে ‘গোপালী শহর’ বলা হয় ?
জয়পুরকে   
নাগপুরকে       
কানপুরকে       
কোচিনকে


➤ ভিতরকণিকা অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত ?
পশ্চিমবঙ্গ
আসাম
ঝাড়খণ্ড
ওড়িশা


➤ ম্যানগ্রোভ বনভূমির অপর নাম কি ?
খেদাবন
কাদাবন
বাদাবন
চাঁদাবন


➤ ‘নাথুলা পাস’ কোথায় অবস্থিত ?
নাগাল্যান্ড
কাশ্মীর
অরুণাচল প্রদেশ
সিকিম


➤ ‘খাসি’ ও ‘গারো’ উপজাতি ভারতের কোন রাজ্যে দেখা যায় ?
কেরালা
মেঘালয়
তামিলনাড়ু
মিজোরাম


➤ শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত ?
কৃষ্ণা
গোদাবরী
সুতলেজ
কাবেরী


➤ অসমের ব্যাঘ্র সংরক্ষণ স্থানের নাম কি ?
মানস
বন্দীপুর
পেরিয়ার
দাচিগ্রাম


➤ রোহিয়া ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত ?
রাজস্থান
মধ্যপ্রদেশ
উত্তরপ্রদেশ
হিমাচল প্রদেশ


➤ ভারতের সর্ববৃহৎ মসজিদটির নাম কি ?
আদিনা মসজিদ
জামা মদজিদ
নাখোদা মসজিদ
জুনাগড় মসজিদ


➤ রাজস্থানের বিখ্যাত জাওয়ার খনি থেকে কোন ধাতু পাওয়া যায় ?
বক্সাইট
লোহা
জিঙ্ক
রুপা


➤ কোনটি ভারতের ‘বাগিচা নগরী’ নামে পরিচিত ?
বেঙ্গালুরু
ইম্ফল
সিমলা
তিরুবানন্তপুরম


➤ ভারতে প্রথম বৈদ্যুতিক রেল ইঞ্জিন কোথায় তৈরি হয় ?
বারাণসিতে
চিত্তরঞ্জনে
কলকাতায়
ভূপালে


➤ আলমাটি বাঁধ কোন নদীর উপর অবস্থিত ?
গোদাবরী
কাবেরী
কৃষ্ণা
মহানদী


 পূর্বদিকে প্রবাহিত ভারতের দ্বিতীয় বৃহত্তম নদীর নাম কি ?
গঙ্গা
মহানদী
গোদাবরী
কাবেরী


➤ কচ্ছের রণ কোথায় অবস্থিত ?
রাজস্থান
মহারাষ্ট্র
গুজরাট
পাঞ্জাব


➤ কোন রাজ্যের উপকূল কে করমন্ডল বলা হয়?
কর্ণাটক
তামিলনাড়ু
কেরালা
ওড়িশা


➤ সাইলেন্ট ভ্যালি কোথায় অবস্থিত?
কর্ণাটক
হিমাচলপ্রদেশ
উত্তরাখণ্ড
কেরালা


➤ সরিস্কা জাতীয় উদ্যান ভারতের অবস্থিত ?
আসাম
কর্ণাটক
পশ্চিমবঙ্গ
রাজস্থান


➤ কান্ডালা বন্দরটি কোন রাজ্যে অবস্থিত ?
মহারাষ্ট্র
গুজরাট
অন্ধ্রপ্রদেশ
তামিলনাড়ু


➤ দুধওয়া জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
মধ্য প্রদেশ
কেরালা
পশ্চিমবঙ্গ
উত্তর প্রদেশ


➤ সুন্দরবনকে নিম্নলিখিত কোন বৈশিষ্ট্যের জন্য ‘World Heritage Site’ নামে নথিভূক্ত করা হয়েছে ?
বাঘ সংরক্ষণের জন্য
সুন্দরী গাছের জন্য
ম্যানগ্রোভ বনভূমির জন্য
জীববৈচিত্র্যের জন্য


➤ উত্তর ভারতের প্রবেশদ্বার কোন শহরকে বলা হয় ?
দার্জিলিং
শিলিগুড়ি
গুয়াহাটি
শিলং


➤ ফারাক্কা ব্যারেজ কোন নদীতে অবস্থিত ?
দামোদর
রূপনারায়ণ
হুগলি
গঙ্গা


➤ ম্যানগ্রোভ অরণ্য কোথায় দেখা যায় ?
নীলগিরি
সুন্দরবন
ভাবিটা অরণ্য
কামাখ্যা অরণ্য


➤ ভারতবর্ষের প্রথম বহুমুখী নদী উপত্যকা প্রকল্প কোন নদীতে গড়ে ওঠে ?
গঙ্গা
গোদাবরী
দামোদর
সুবর্ণরেখা


➤ ভুটানের দীর্ঘতম নদী কোনটি ?
কালীগণ্ডক
মানস
তোর্সা
রাইডাক


➤ সবচেয়ে বেশি লোহা উৎপাদিত হয় কোন রাজ্যে ?
ওড়িশা
ছত্রিশগড়
মধ্যপ্রদেশ
কর্ণাটক


➤ পশ্চিমবঙ্গের উচ্চতম পর্বত শৃঙ্গ কোনটি ?
টাইগার হিল
সান্দাকফু
কাঞ্চনজঙ্ঘা
K2


➤ তালচের তাপবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত ?
ওড়িশা
কর্ণাটক
মহারাষ্ট্র
তামিলনাড়ু


 ভারতবর্ষের সবচেয়ে বড় উপজাতি কোনটি ?
সাঁওতাল
থারু
গোন্ড
ভিল


➤ দশম জলপ্রপাতটি কোন রাজ্যে অবস্থিত ?
গোয়া
ঝাড়খণ্ড
মধ্যপ্রদেশ
আন্দামান ও নিকবোর দ্বীপপুঞ্জ


➤ নিম্নলিখিত কোন রাজ্যে স্থানান্তরিত কৃষি দেখা যায় না ?
পশ্চিমবঙ্গ
আসাম
ওড়িশা
অন্ধ্রপ্রদেশ


➤ কোন রাজ্যের জনঘনত্ব সবচেয়ে কম ?
সিকিম
উত্তরাখণ্ড
অরুণাচল প্রদেশ
নাগাল্যান্ড


➤ কয়ালি তৈল শোধনাগার কোন রাজ্যে অবস্থিত ?
গুজরাট
আসাম
মহারাষ্ট্র
উত্তরপ্রদেশ



প্রশ্নোত্তরগুলির পিডিএফ লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Indian Geography MCQ
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 05
Download Link : Click Here To Download


Wednesday 24 April 2024

April 24, 2024

জিকে অনলাইন মক টেস্ট | GK Online Mock Test in Bengali

জিকে অনলাইন মক টেস্ট | GK Online Mock Test in Bengali Part 315

জিকে অনলাইন মক টেস্ট | GK Online Mock Test in Bengali
জিকে অনলাইন মক টেস্ট
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে জিকে অনলাইন মক টেস্ট পর্ব-৩১৫ টি শেয়ার করলাম, যেটি তোমাদের সমস্ত রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে। সুতরাং সময় নষ্ট না করে নীচে দেওয়া স্টার্ট দ্য কুইজ বাটনে ক্লিক করে কুইজটিতে অংশ গ্রহণ করে নাও।

Kolom Quiz
পর্ব ৩১৫
বিষয় জিকে
প্রশ্ন সংখ্যা ৩০
সময় ৬০ সেকেন্ড/প্রশ্ন

Quiz Application

কুইজটিতে অংশ নিতে নীচের লেখায় ক্লিক করো

Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage: