Breaking



Wednesday 24 November 2021

জিকে প্রশ্নোত্তর | GK Album Part-181

জিকে প্রশ্নোত্তর | GK Album Part-181

জিকে প্রশ্নোত্তর | GK Album Part-181
জিকে প্রশ্নোত্তর | GK Album Part-181
কলম ✏  
নমস্কার বন্ধুরা,
আজকের পর্বেও থাকছে কয়েকটি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই দেরী না করে প্রশ্নোত্তরগুলি দেখে নাও -

GK Album Part-181

প্রশ্নঃ "তারিখ-ই-ফিরোজশাহী" গ্রন্থটির রচয়িতা কে ?
উত্তরঃ জিয়াউদ্দিন বরানী। 

প্রশ্নঃ জালালউদ্দিন মঙ্গরবানি কে ছিলেন ?
উত্তরঃ খোয়ারিজম ও খিবার শাসক। 

প্রশ্নঃ ভারতে বিপ্লবী আন্দোলনের সূচনা প্রথম কোথায় হয়েছিল ?
উত্তরঃ মহারাষ্ট্র। 

প্রশ্নঃ ১৯৪৬ সালে তেভাগা আন্দোলন কোথায় ঘটেছিল ?
উত্তরঃ বাংলা। 

প্রশ্নঃ মুদ্রার ওপর সিংহের মুখ আবিষ্কৃত হয়েছিল -
উত্তরঃ সাঁচি। 

প্রশ্নঃ জাহাঙ্গীরের সমাধি কোথায় অবস্থিত ?
উত্তরঃ লাহোর। 

প্রশ্নঃ লোকটাক হ্রদ কোন রাজ্যে অবস্থিত ?
উত্তরঃ মণিপুর। 

প্রশ্নঃ আরাবল্লী হল প্রাচীন -
উত্তরঃ ভঙ্গিল পর্বত। 

প্রশ্নঃ পোলাভরম প্রোজেক্ট যে নদীর সঙ্গে যুক্ত তা হল -
উত্তরঃ গোদাবরী। 

প্রশ্নঃ ভারতের উচ্চতম গ্র্যাভিটি বাঁধ হল -
উত্তরঃ ভাকরা।

আগের পর্বঃ

No comments:

Post a Comment