Breaking



Saturday 23 October 2021

জিকে প্রশ্নোত্তর | GK Album Part-178

জিকে প্রশ্নোত্তর | GK Album Part-178

জিকে প্রশ্নোত্তর | GK Album Part-178
জিকে প্রশ্নোত্তর | GK Album Part-178
কলম ✏  
নমস্কার বন্ধুরা,
আজকের পর্বেও থাকছে কয়েকটি সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর, যা তোমাদের পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাই দেরী না করে প্রশ্নোত্তরগুলি দেখে নাও -

GK Album Part-178

 ফেরিক অক্সাইডে লোহার যোজ্যতা কত ?
উত্তরঃ +৩। 

 পরমাণুর ব্যাস মাপা হয় কোন এককে ?
উত্তরঃ ফার্মি। 

 আধুনিক ভারতের মনু কাকে বলা হয় ?
উত্তরঃ বি. আর. আম্বেদকর। 

 ভারতীয় সংবিধানের দ্বিতীয় খসড়া কবে প্রকাশিত হয়েছিল ?
উত্তরঃ অক্টোবর ১৯৪৮। 

 কবে প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেওয়া হয় ?
উত্তরঃ ১৬ই আগস্ট। 

 লাল বাহাদুর শাস্ত্রীর সমাধি কোথায় অবস্থিত ?
উত্তরঃ বিজয় ঘাট।

 ভগৎ সিং কত সালে মারা যান ?
উত্তরঃ ১৯৩১ সালে। 

 ডাবের জলে কোন হরমোন থাকে ?
উত্তরঃ কাইনিন। 

 কালো গান্ধী কাকে বলা হয় ?
উত্তরঃ নেলসন ম্যান্ডেলা। 

 ব্রজাঙ্গনা কাব্যটি কার লেখা ?
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত।

আগের পর্বঃ

No comments:

Post a Comment