Breaking



Friday 17 January 2020

Bengali General Knowledge 2020 PDF for WBCS | PSC | WB Police | Rail | Bank and All Competitive Exam

Bengali General Knowledge 2020 PDF for WBCS | PSC | WB Police | Rail | Bank and All Competitive Exam|বাংলা জিকে PDF

Bengali General Knowledge 2020 PDF for WBCS | PSC | WB Police | Bank and All Competitive Exam
Bengali General Knowledge 2020 PDF for WBCS | PSC | WB Police | Bank and All Competitive Exam

কলমঃ আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, Bengali General Knowledge 2020 PDF - বাংলা জিকে PDF; যেটির মধ্যে তোমরা গুরুত্বপূর্ণ ১০৫টি প্রশ্ন ও উত্তর পাবে, যেগুলির দ্বারা তোমরা সমস্ত রকম Competitive Exam যেমন- WBCS | PSC | WB Police | Rail | Bank - ইত্যাদি পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে তুলতে পারবে। 



কিছু নমুনা প্রশ্নোত্তরঃ 

 আরব সাগরের রানি বলা হয় - কোচি শহরকে। 

✎ রাষ্ট্র সংঘের প্রথম মহাসচিব ছিলেন - ট্রিকভি লি। 

 ‘বিশ্ব হিন্দু দিবস’ পালিত হয় - ১০ই জানুয়ারি।  

 ‘উদ্যান নগরী’ বলা হয় - ব্যাঙ্গালুরুকে। 

 পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সদর দপ্তর অবস্থিত - নিউ দিল্লিতে। 

 নাগিন হ্রদ অবস্থিত - শ্রীনগর রাজ্যে। 

 ফিরোজাবাদ বিখ্যাত - কাঁচের চুরির জন্য।  

 ভারতের ধান গবেষণাগার অবস্থিত - কটকে। 

 ভারতের ‘দ্বিতীয় রাজধানী’ বলে পরিচিত - দেরাদুন শহর। 

✎ পিঙ্গল বিপ্লব যুক্ত - চামড়ার সঙ্গে। 

✎ পেরুর রাজধানীর নাম - লিমা। 

✎ আহার নদী অবস্থিত - রাজস্থান রাজ্যে । 

সালাল জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত - জম্মু ও কাশ্মীর  রাজ্যে।  

✎ ন্যাশনাল প্ল্যানিং কমিটি প্রথম গঠিত হয় - ১৯৩৮ সালে। 

✎ রাষ্ট্রপতি রাজ্যের গভর্নর নিযুক্ত করেন - প্রধানমন্ত্রীর পরামর্শে। 

✎ বহুতল বিশিষ্ট গুহা - গ্যালারি গুহা নামে পরিচিত। 

 সমুদ্রে জলরাশির উলম্ব সঞ্চালনকে বলে - সমুদ্রতরঙ্গ। 

 পি এন ঠাকুর - রাসবিহারী বসুর ছদ্মনাম। 

 ভারতের জাতীয় সংগীতটি প্রথম প্রকাশিত হয় - আনন্দমঠ উপন্যাসটিতে। 

সুতরাং সময় অপচয় না করে, নীচের দেওয়া লিঙ্ক থেকে সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফটি ডাউনলোড করে নাও। 


File Details -
PDF Name : 100+ Bengali General Knowledge 2020
Language : Bengali
Size : 4 mb
No. of Pages : 8
Download Link : Click Here To Download


No comments:

Post a Comment