Breaking



Tuesday 1 October 2019

WBPSC Clerkship Practice Set in Bengali PDF Part-7 | PSC Clerkship Suggestive Practice Set | পি.এস.সি. ক্লার্কশিপ পরীক্ষার প্র্যাকটিস সেট

WBPSC Clerkship Practice Set in Bengali PDF Part-7 | PSC Clerkship Suggestive Practice Set | পি.এস.সি. ক্লার্কশিপ পরীক্ষার প্র্যাকটিস সেট 

WBPSC Clerkship Practice Set in Bengali PDF Part-7 | PSC Clerkship Suggestive Practice Set | পি.এস.সি. ক্লার্কশিপ পরীক্ষার প্র্যাকটিস সেট
WBPSC Clerkship Practice Set in Bengali PDF Part-7 

হ্যালো বন্ধুরা,         
             আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো, WBPSC Clerkship Practice Set in Bengali PDF, যেটির মধ্যে তোমরা সম্পূর্ণ সিলেবাসভিত্তিক ১০০টি প্রশ্ন এবং নীচের পেজে সব প্রশ্নগুলির উত্তর পেয়ে যাবে। যেটি তোমাদের ক্লার্কশিপ পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে তুলতে ভীষণভাবে সাহায্য করবে। 


কিছু নমুনা ঃ 

➪ দুটি ধারাবাহিক ধনাত্মক যুগ্ম সংখ্যার গ.সা.গু. এবং ল.সা.গু. হল যথাক্রমে ২ এবং ৮৪। তাহলে সংখ্যা দুটির সমষ্টি কত ?
ক. ৩০ 
খ. ২৬ 
গ. ১৪ 
ঘ. ৩৪ 

➪ কোন দ্রব্য ৫২৪ টাকায় বিক্রয় করলে জত লাভ হয়, ৪৫২ টাকায় বিক্রয় করলে তত ক্ষতি হয়। দ্রব্যটির ক্রয়মূল্য কত ?
ক. ৪৮০ টাকা 
খ. ৫০০ টাকা 
গ. ৪৮৮ টাকা 
ঘ. ৪৮৫ টাকা 

➪ নিকুঞ্জের বয়স, ইন্দুজের বয়সের দ্বিগুণ। দুজনের বয়সের সমষ্টি ২৪ বছর হলে, নিকুঞ্জের বয়স কত ?
ক. ১৬ বছর 
খ. ২৪ বছর 
গ. ২০ বছর 
ঘ. ১৪ বছর 

➪ রামমোহন রায়কে 'রাজা' উপাধি দিয়েছিলেন ঃ
ক. লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক  
খ. দ্বিতীয় আকবর শাহ 
গ. ব্রাহ্মসমাজের সদস্যরা 
ঘ. সতী প্রথার বিরোধী বিশিষ্ট ব্যক্তিরা 

➪ তুলসীদাস 'রামচরিত মানস' রচনা করেছিলেন কার রাজত্বকালে ?
ক. বাবর 
খ. আকবর 
গ. আওরঙ্গজেব 
ঘ. বাহাদুর শাহ জাফর 

➪ বিশ্ব বানিজ্য সংস্থা কবে স্থাপিত হয় ?
ক. ১৯৯১ সালে 
খ. ১৯৯৫ সালে 
গ. ১৯৯৭ সালে 
ঘ. ১৯৯৯ সালে 

           সুতরাং সময় নষ্ট না করে নীচের দেওয়া লিঙ্ক থেকে WBPSC Clerkship Practice Set in Bengali PDF Part-7 -টি ডাউনলোড করে নাও। 

File Details:
PDF Name : WBPSC Clerkship Practice Set in Bengali PDF Part-7
Language : Bengali
Size : 3 mb 
No. of Pages : 5
Download Link : Click Here To Download

No comments:

Post a Comment