Breaking



Sunday 19 January 2020

PSC Clerkship Practice Set in Bengali Free PDF Download - PSC ক্লার্কশিপ প্র্যাকটিস সেট PDF

PSC Clerkship Practice Set in Bengali Free PDF Download - PSC ক্লার্কশিপ প্র্যাকটিস সেট PDF 

PSC Clerkship Practice Set in Bengali Free PDF Download - PSC ক্লার্কশিপ প্র্যাকটিস সেট PDF
PSC Clerkship Practice Set in Bengali Free PDF Download - PSC ক্লার্কশিপ প্র্যাকটিস সেট PDF 

কলমঃ হ্যালো বন্ধুরা, আজ অমাদের সঙ্গে শেয়ার করবো, PSC Clerkship Practice Set in Bengali PDF Part-8; যেটির মধ্যে তোমরা সম্পূর্ণ সিলেবাসভিত্তিক ১০০টি প্রশ্ন এম.সি.কিউ. ফরম্যাটে পাবে, যেগুলি তোমরা প্র্যাকটিসের মাধ্যমে ক্লার্কশিপ পরীক্ষার প্রস্তুতিকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবে। 

           আর হ্যাঁ এই প্র্যাকটিস সেটটি তোমাদের জন্য সম্পূর্ণ ফ্রি। অনেকেই আছে, যারা অর্থের অভাবে স্টাডি মেটিরিয়ালস বা বই কিনতে না পারার জন্য পরীক্ষার প্রস্তুতি ঠিকমতো নিতে পারেনা, তো তাদের কথা ভেবেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। 



কিছু নমুনা প্রশ্নঃ 

❒ জাহাঙ্গির কোন শিখ গুরুকে হত্যা করেন ?
ক) তেগবাহাদুর 
খ) অর্জুন 
গ) নানক 
ঘ) গুরু গোবিন্দ 

 ‘আন্তর্জাতিক জাদুঘর দিবস’ কবে পালিত হয় ?
ক) ১৫ই মার্চ 
খ) ১৮ই মে 
গ) ৬ই আগস্ট 
ঘ) ২২শে সেপ্টেম্বর 

 ‘কিরীটি’ চরিত্রের স্রষ্টা হলেনঃ
ক) বিমল কর 
খ) নীহাররঞ্জন গুপ্ত 
গ) সমরেস বসু 
ঘ) সুনীল গঙ্গোপাধ্যায় 

 কোনটি জলবাহিত রোগ নয় ?
ক) ডায়ারিয়া 
খ) টাইফয়েড 
গ) ম্যালেরিয়া 
ঘ) কলেরা 

 ‘Indian Divided’ গ্রন্থের রচয়িতা কে ?
ক) সুভাষচন্দ্র বসু 
খ) জওহরলাল নেহেরু 
গ) লালবাহাদুর শাস্ত্রী 
ঘ) ডঃ রাজেন্দ্রপ্রসাদ 

 সম্প্রতি ৩৩তম ফেডারেশন কাপ বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ ২০১৯ ভারতের কোন রাজ্যে অনুষ্ঠিত হলঃ 
ক) নিউ দিল্লি 
খ) কেরালা 
গ) উত্তরপ্রদেশ 
ঘ) তামিলনাড়ু 

❒ আইসিসি ২০১৯ ক্রিকেট বিশ্বকাপে ৫টি শতরান করে নজির গড়লেন কোন ক্রিকেটর ?
ক) রোহিত শর্মা 
খ) বিরাট কোহলি 
গ) ডেভিড ওয়ারনার 
ঘ) স্টিভ স্মিথ 

 কেন্দ্রীয় সরকার কবে থেকে ওয়ান নেশন ওয়ান রেশন কার্ড চালু করার কথা ঘোষণা করলো ?
ক) ১লা মার্চ ২০২০ 
খ) ১লা এপ্রিল ২০২০ 
গ) ১লা জুলাই ২০২০ 
ঘ) ১লা আগস্ট ২০২০ 

 ‘তোপ সিগম্যান অ্যান্ড কো ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট’ কোন খেলার সঙ্গে যুক্ত ?
ক) দাবা 
খ) ব্রিজ 
গ) টেবিল টেনিস 
ঘ) স্কোয়াশ 

 কোনো পরিবাহীর রোধ কিসের সমানুপাতিক ?
ক) বিভব 
খ) পরিবাহীর দৈর্ঘ্য 
গ) পরিবাহীর আয়তন 
ঘ) তড়িৎ প্রবাহ

•  Directions : in the following questions, choose the word in meaning to the given word. 

  Fictitious :
A)  real 
B)  ambitious 
C)  unbelievable 
D)  imaginary 

 Exhaustive :
A)  interesting 
B)  short 
C)  incomplete 
D)  complete 

❒ Gradual : 
A)  unscrupulous 
B)  dynamic 
C)  rapid 
D)  enthusiastic 

 Diminish :
A)  increase 
B)  improve 
C)  introduce 
D)  decrease 

 Treacherous :
A)  tactful 
B)  violent 
C)  faithful 
D)  false 

•  Out of four alternatives, select the appropriate “one word” which can be substituted for the given sentence :

 Women trained to help other women in child birth :
A)  Virgin 
B)  Midwife 
C)  Matron
D)  Nurse 

❒ One who lends money at high rate of interest :
A)  Solvent 
B)  Uxorious 
C)  Usurer 
D)  Shylock 

❒ A post without remuneration :
A)  Voluntary 
B)  Sinecure 
C)  Honorary 
D)  Involuntary 

❒ One who despises persons of lower social Position :
A)  Prim
B)  Snob 
C)  Prig
D)  Aristocrat 

❒ Worlds different in meaning but similar in sound :
A)  Homonym 
B)  Acronym 
C)  Synonym
D)  Paronym

 42, 63, 140 এর গ.সা.গু. কত ?
ক) 14
খ) 9
গ) 21
ঘ) 7 

 0.05 ও .02 এর ল.সা.গু. কত ?
ক) 1
খ) 0.01
গ) 0.1
ঘ) 0.001

❒ দুই অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 3 যোগ করলে যোগফল 4, 6 ও 8 দ্বারা বিভাজ্য হবে ?
ক) 21
খ) 24
গ) 42
ঘ) 48 

❒ এক ব্যক্তি তার 160 কিমি গন্তব্যের মধ্যে 120  কিমি যায় 80 কিমি/ঘণ্টা বেগে। বাকি পথ যায় 40 কিমি/ঘণ্টা বেগে।  ব্যক্তিটির গড় গতিবেগ কত ?
ক) 64 কিমি/ ঘণ্টা 
খ) 65 কিমি/ ঘণ্টা 
গ) 66 কিমি/ ঘণ্টা 
ঘ) 67 কিমি/ ঘণ্টা 

 160 এর 15% এর সঙ্গে কত যোগ করলে যোগফল 240 এর 25% এর সমান হবে ?
ক) 60
খ) 36
গ) 30
ঘ) 24

❒ ক্রয়মূল্য ও বিক্রয়মুল্যের অনুপাত 10:11 হলে লাভের শতকরা হার কত ?
ক) 9% 
খ) 10% 
গ) 11% 
ঘ) 12% 

❒ 8 জন লোক যে কাজ 10 দিনে করে, 8 জন লোক সেই কাজের দ্বিগুণ কাজ করতে কতদিন লাগবে ?
ক) 16 দিন 
খ) 20 দিন 
গ) 30 দিন 
ঘ) 32 দিন 

❒ বার্ষিক 5% হারে সরল সুদে 500 টাকার 5 বছরের সুদ কত হবে ?
ক) 115 টাকা 
খ) 120 টাকা 
গ) 125 টাকা 
ঘ) 130 টাকা 

❒ 60 লিটার দুধে দুধ ও জলের অনুপাত 3:2, তাহলে মিশ্রণে দুধের পরিমাণ কত ?
ক) 12 লিটার 
খ) 24 লিটার 
গ) 36 লিটার 
ঘ) 48 লিটার 

❒ একটি বর্গাকার মাঠের একটি বাহুর দৈর্ঘ্য 15 মিটার হলে উহার ক্ষেত্রফল কত ?
ক) 60 বর্গমিটার
খ) 65 বর্গমিটার
গ) 125 বর্গমিটার
ঘ) 225 বর্গমিটার

সুতরাং সময় অপচয় না করে, নীচের দেওয়া লিঙ্ক থেকে বিনামূল্যে সম্পূর্ণ প্র্যাকটিস সেটটি ডাউনলোড করে নাও। 


No comments:

Post a Comment