Breaking



Wednesday 15 January 2020

WBPSC Clerkship Free Mock Test in Bengali Part-3 | PSC ক্লার্কশিপ প্রশ্ন ও উত্তর

WBPSC Clerkship Free Mock Test in Bengali Part-3 | PSC ক্লার্কশিপ প্রশ্ন ও উত্তর 

WBPSC Clerkship Free Mock Test in Bengali Part-3 | PSC ক্লার্কশিপ প্রশ্ন ও উত্তর
WBPSC Clerkship Free Mock Test in Bengali Part-3 

কলমঃ হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই, নিশ্চয়ই খুব ভালো। আর আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো,  WBPSC Clerkship Free Mock Test in Bengali Part-3; যেটির মাধ্যমে তোমরা নিজেরাই নিজেদেরকে যাচাই করে নিতে পারবে, আর তার সঙ্গে সঙ্গে পরীক্ষার প্রস্তুতিকেও অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবে। 


PSC Clerkship Mock Test 3


  1. সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ কোনটি ?

  2. বুধ
    বৃহস্পতি
    শুক্র
    শনি

  3. কোন গভর্নর জেনারেল শাসনকালেই মারা যান ?

  4. লর্ড ডালহৌসি
    লর্ড ক্যানিং
    লর্ড লিটন
    লর্ড মেয়ো

  5. শুভঙ্কর শর্মা কোন খেলার সঙ্গে যুক্ত ?

  6. গলফ
    কবাডি
    তিরন্দাজি
    টেনিস

  7. সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতিকে 'ইমপিচ' করা যায় ?

  8. 56 নং ধারা
    61 নং ধারা
    75 নং ধারা
    76 নং ধারা

  9. কোন ধরণের কয়লা সবচেয়ে কম পাওয়া যায় ?

  10. কাঠ
    কোক কয়লা
    হিরা
    চারকল

  11. বিক্রমশীলা মহাবিহার কে নির্মাণ করেন ?

  12. গোপাল
    দেবপাল
    ধর্মপাল
    বল্লাল সেন

  13. ভারতের সবচেয়ে বেশী জনঘনত্ববিশিষ্ট রাজ্য কোনটি ?

  14. দিল্লি
    কেরল
    উত্তরপ্রদেশ
    বিহার

  15. মানুষের লালারসে কোন উৎসেচক থাকে ?

  16. রেজিন
    টায়ালিন
    রেনিন
    টেনিন

  17. একটি তেজস্ক্রিয় মৌল হল -

  18. পারদ
    টিন
    রেডিয়াম
    প্ল্যাটিনাম

  19. পার্বত্য মৃত্তিকার অপর নাম হল -

  20. পডসল
    রেগুর
    সিরোজেম
    চারনোজেম


সঠিক উত্তরসমূহ 1. বৃহস্পতি || 2. লর্ড মেয়ো || 3. গলফ || 4. 61 নং ধারা || 5. হিরা || 6. ধর্মপাল || 7. বিহার || 8. টায়ালিন || 9. রেডিয়াম || 10. পডসল


1 comment: