Breaking







Sunday, 4 May 2025

মাধ্যমিক পাশ যোগ্যতায় বরোদা ব্যাঙ্কে অফিস অ্যাসিসট্যান্ট নিয়োগ 2025 | Bank of Baroda New Recruitment 2025

মাধ্যমিক পাশ যোগ্যতায় নতুন চাকরির বিজ্ঞপ্তি | ব্যাঙ্ক অফ বরোদায় অফিস অ্যাসিসট্যান্ট নিয়োগ 2025 | Bank of Baroda New Recruitment 2025

মাধ্যমিক পাশ যোগ্যতায় বরোদা ব্যাঙ্কে অফিস অ্যাসিসট্যান্ট নিয়োগ 2025 | Bank of Baroda New Recruitment 2025
মাধ্যমিক পাশ যোগ্যতায় বরোদা ব্যাঙ্কে অফিস অ্যাসিসট্যান্ট নিয়োগ 2025 | Bank of Baroda New Recruitment 2025
কলম ✏ 
সুপ্রিয় বন্ধুরা,
ব্যাঙ্ক অফ বরোদার পক্ষ থেকে মাধ্যমিক পাশ যোগ্যতায় কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে ৫০০টি শুন্যপদে অফিস অ্যাসিসট্যান্ট নিয়োগের কথা উল্লেখ করা আছে। এই পদে আবেদনের জন্য প্রয়োজনীয় যাবতীয় তথ্য নিম্নে আলোচনা করা হলো।

❏ পদের নাম:: অফিস অ্যাসিসট্যান্ট (পিয়ন)।

❏ শুন্যপদ:: ৫০০টি

❏ শিক্ষাগত যোগ্যতা:: যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে।

❏ বয়সসীমা:: ১লা মে ২০২৫ তারিখ অনুযায়ী ১৮ থেকে ২৬ বছরের মধ্যে বয়স হতে হবে। তবে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

❏ মাসিক বেতন:: ১৯,৫০০/- টাকা থেকে ৩৭,৮১৫/- টাকা পর্যন্ত।

❏ আবেদন পদ্ধতি:: অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

❏ আবেদন মূল্য:: ৬০০/- টাকা; তবে SC, ST, PwBD, EXS, DISXS ও মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ১০০/- টাকা।

❏ নিয়োগ পদ্ধতি:: লিখিত পরীক্ষা, স্থানীয় ভাষায় দক্ষতার পরীক্ষা ও ইন্টারভিউর মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে।

❏ গুরুত্বপূর্ণ তারিখ::

আবেদন প্রক্রিয়া শুরু ৩রা মে ২০২৫
আবেদন প্রক্রিয়া শেষ ২৩শে মে ২০২৫

***এই নিয়োগ বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।

❏ গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ::

অফিশিয়াল নোটিফিকেশন Download
আবেদন করুন Click Here
টেলিগ্রাম চ্যানেল Click Now

No comments:

Post a Comment