Monday, 5 May 2025

5th May 2025 Current Affairs in Bengali | ৫ই মে ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স

5th May 2025 Current Affairs in Bengali | ৫ই মে ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স

5th May 2025 Current Affairs in Bengali | ৫ই মে ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
5th May 2025 Current Affairs in Bengali | ৫ই মে ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs : 5th May 2025
 
1.India Semiconductor Mission (ISM) -এর CEO হিসেবে নিযুক্ত হলেন অমিতেশ কুমার সিনহা

2.'Babuji Vanam' নামে বিশ্বের প্রথম Energy Transmission Garden -এর উদ্বোধন করলেন তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেব ভার্মা

3.কলকাতায় ‘Corporate Bhavan’ উদ্বোধন করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন

4.World Press Freedom Index 2025 -এ ভারতের স্থান ১৫১; প্রথম স্থানে রয়েছে নরওয়ে

5.All India Football Federation Awards 2025 -এ Men’s Player of the Year নির্বাচিত হয়েছেন শুভাশীষ বোস

6.All India Football Federation Awards 2025 -এ Women’s Player of the Year নির্বাচিত হয়েছেন সৌম্য গুগুলোথ

7.কেরালার কোঝিকোড় শহরটিকে 'Age-Friendly City' হিসেবে স্বীকৃতি দিলো WHO

8.Indian Institute of Corporate Affairs (IICA) -এর DG এবং CEO হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন জ্ঞানেশ্বর কুমার সিং

9.India International Institute of Democracy and Election Management (IIIDEM) -এর ডিরেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব নিলেন রাকেশ ভার্মা

10.Bharat Petroleum Corporation Ltd (BPCL) -এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করলেন সঞ্জয় খান্না 


No comments:

Post a Comment