পিএসসির মাধ্যমে সরকারি স্কুলে শিক্ষক নিয়োগ ২০২৫ | WBPSC Assistant Masters and Mistress Recruitment 2025
![]() |
পিএসসির মাধ্যমে সরকারি স্কুলে শিক্ষক নিয়োগ ২০২৫ | WBPSC Assistant Masters and Mistress Recruitment 2025 |
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন সরকারি স্কুলে শিক্ষক ও শিক্ষিকা নিয়োগের একটি শর্ট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শুন্যপদ, আবেদন শুরু ও শেষের তারিখ ইত্যাদি বিষয়গুলি খুব শীঘ্রই ডিটেইলড নোটিফিকেশন প্রকাশ করে জানানো হবে বলে ঘোষণা করা হয়েছে।
পিএসসির মাধ্যমে সরকারি স্কুলে শিক্ষক নিয়োগের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি, নিয়োগ পদ্ধতি ইত্যাদি সাধারণ বিষয়গুলি নিম্নে উল্লেখ করা আছে।
❏ পদের নাম:: Assistant Masters and Mistress
❏ বাংলা মাধ্যমে যে সকল বিষয়ে শিক্ষিকা নিয়োগ করা হবে, সেগুলি হলো:: (I) Bengali, (II) English, (III) Physics, (IV) Chemistry, (V) Mathematics, (VI) Life Science, (VII) Political Science, (VIII) Philosophy, (IX) Statistics, (X) Economics, (XI) History, (XII) Geography, (XIII) Nutrition, (XIV) HMFR, (XV) Education, (XVI) Sanskrit, (XVII) Coma & (XVIII) Coms
❏ বাংলা মাধ্যমে যে সকল বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে, সেগুলি হলো:: (I) Bengali, (II) English, (III) Physics, (IV) Chemistry, (V) Mathematics, (VI) Life Science, (VII) Political Science, (VIII) Philosophy, (IX) Statistics, (X) Economics, (XI) History, (XII) Geography, (XIII) Education, (XIV) Sanskrit, (XV) Coma, (XVI) Coms & (XVII) commerce
❏ ইংরেজি মাধ্যমে যে সকল বিষয়ে শিক্ষিকা নিয়োগ করা হবে, সেগুলি হলো:: (I) Bengali, (II) English, (III) Physics, (IV) Chemistry, (V) Mathematics, (VI) Life science, (VII) Political science, (VIII) Philosophy, (IX) Statistics, (X) Economics, (XI) History & (XII) Geography
❏ ইংরেজি মাধ্যমে যে সকল বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে, সেগুলি হলো:: (I) Bengali, (II) English, (III) Physics, (IV) Chemistry, (V) Mathematics, (VI) Life Science, (VII) Political Science, (VIII) Philosophy, (IX) Statistics, (X) Economics, (XI) History, (XII) Geography & (XIII) Hindi
❏ শিক্ষাগত যোগ্যতা:: NCTE -এর নিয়ম অনুযায়ী প্রার্থীর যোগ্যতা থাকতে হবে অর্থাৎ প্রার্থীকে যেকোন বিষয়ে স্নাতক হতে হবে এবং B.Ed করা থাকতে হবে।
❏ বয়সসীমা:: আবেদনকারীর বয়স ৩৬ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সর্বোচ্চ বয়সে সরকারী নিয়ম অনুযায়ী ছাড় পাবেন।
❏ আবেদন পদ্ধতি:: অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
❏ নিয়োগ পদ্ধতি:: লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ।
❏ গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ::
শর্ট নোটিফিকেশন | Download |
অফিশিয়াল ওয়েবসাইট | Click Here |
টেলিগ্রাম চ্যানেল | Click Now |
***পিএসসির মাধ্যমে সরকারি স্কুলে শিক্ষক নিয়োগের পরীক্ষার ডিটেইলড নোটিফিকেশন এবং ফর্ম ফিলাপ কবে থেকে শুরু হবে ইত্যাদি নিয়োগ সংক্রান্ত বিভিন্ন আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান।
No comments:
Post a Comment