Breaking



Sunday 11 February 2024

বিভিন্ন পুরস্কার ও তার ক্ষেত্র তালিকা PDF | পুরস্কারের সূচনাকাল

বিভিন্ন পুরস্কার ও তার ক্ষেত্র তালিকা PDF | বিভিন্ন পুরস্কারের ক্ষেত্র ও সূচনাকাল তালিকা PDF

বিভিন্ন পুরস্কার ও তার ক্ষেত্র তালিকা PDF | বিভিন্ন পুরস্কারের ক্ষেত্র ও সূচনাকাল তালিকা PDF
বিভিন্ন পুরস্কার ও তার ক্ষেত্র তালিকা PDF | পুরস্কারের সূচনাকাল
কলম ✏ 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে বিভিন্ন পুরস্কার ও তার ক্ষেত্র তালিকা PDF | বিভিন্ন পুরস্কারের ক্ষেত্র ও সূচনাকাল তালিকা PDF টি শেয়ার করলাম। যেটিতে কোন ক্ষেত্রে কি পুরস্কার দেওয়া হয় তথা কোন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় তার সূচনাকাল সহ তালিকা দেওয়া আছে। 

অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? গ্র্যামি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? ইত্যাদি প্রশ্ন বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে থাকে। সুতরাং সময় অপচয় না করে তালিকাটি দেখে নাও এবং প্রয়োজনে পিডিএফটি সংগ্রহ করে নাও।

বিভিন্ন পুরস্কারের ক্ষেত্র ও সূচনাকাল

পুরস্কারের নাম ক্ষেত্র সূচনাকাল
নোবেল পুরস্কার সাহিত্য, চিকিৎসা শাস্ত্র, পদার্থ বিজ্ঞান, রসায়ন বিজ্ঞান, শান্তি ১৯০১
নোবেল পুরস্কার অর্থনীতি ১৯৬৯
পুলিৎজার পুরস্কার সাংবাদিকতা, সাহিত্য ও সঙ্গীত ১৯১৭
অস্কার পুরস্কার চলচ্চিত্র ১৯২৯
পরমবীর চক্র যুদ্ধক্ষেত্রে বিশেষ বীরত্ব প্রদর্শনের জন্য ১৯৪৭
বীর চক্র যুদ্ধক্ষেত্রে বীরত্বমূলক কাজের জন্য ১৯৪৭
মিস ইন্ডিয়া জাতীয় সৌন্দর্য ১৯৪৭
কলিঙ্গ পুরস্কার বিজ্ঞানের জনপ্রিয়তা ১৯৫২
অশোক চক্র সামরিক ক্ষেত্রে ১৯৫২
ভারতরত্ন শিল্পকলা, সাহিত্য, বিজ্ঞান এবং সমাজসেবা ১৯৫৪
পদ্মবিভূষণ সরকারী ক্ষেত্রে ব্যতিক্রমী অসাধারণ কাজের জন্য ১৯৫৪
পদ্মভূষণ সরকারী ক্ষেত্রে অসামান্য কাজের জন্য ১৯৫৪
পদ্মশ্রী সরকারী ক্ষেত্রে অসামান্য কাজের জন্য ১৯৫৪
সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার সাহিত্য সম্মাননা ১৯৫৪
শান্তি স্বরূপ ভাটনগর বিজ্ঞান ও প্রযুক্তি ১৯৫৮
রামন ম্যাগসেসাই পুরস্কার জনসেবা, সামাজিক নেতৃত্ব, সাংবাদিকতা, সাহিত্য, সৃজনশীল কলা ও আন্তর্জাতিকতা রোধের জন্য ১৯৫৮
আনন্দ পুরস্কার বাংলা সাহিত্যে অবদানের জন্য ১৯৫৮
গ্র্যামি পুরস্কার সঙ্গীত ১৯৫৯
অর্জুন পুরস্কার খেলাধুলা ১৯৬১
জ্ঞানপীঠ পুরস্কার সাহিত্য ১৯৬৫
জওহরলাল নেহেরু পুরস্কার আন্তর্জাতিকতাবোধ, বদান্যতা এবং বন্ধুত্বের ব্যাপারে অসামান্য কাজ ১৯৬৫
ম্যান বুকার পুরস্কার সাহিত্য ১৯৬৯
দাদা সাহেব ফালকে পুরস্কার চলচ্চিত্র ১৯৬৯
বোরলগ পুরস্কার কৃষি ১৯৭২
মূর্তিদেবী পুরস্কার সাহিত্য ১৯৮৩
দ্রোণাচার্য পুরস্কার খেলাধুলায় প্রশিক্ষণ ১৯৮৫
ইন্দিরা গান্ধী শান্তি পুরস্কার শান্তি, নিরস্ত্রীকরণ এবং উন্নয়নের জন্য ১৯৮৬
কবীর সম্মান সামাজিক-সাম্প্রদায়িক সম্প্রীতি অর্জনে অসামান্য কৃতিত্বের জন্য ১৯৮৬
সরস্বতী সম্মান অসামান্য সাহিত্যকর্মের জন্য ১৯৯১
ব্যাস সম্মান সাহিত্য ১৯৯১
মেজর ধ্যান চাঁদ খেলরত্ন (রাজীব গান্ধী খেলরত্ন) খেলাধুলা ১৯৯১-৯২
মহাত্মা গান্ধী শান্তি পুরস্কার শান্তি ও সমন্বয় ১৯৯৫
ইউনেস্কো শান্তি পুরস্কার আন্তর্জাতিক শান্তি রক্ষা ১৯৮৯
তানসেন সঙ্গীত ২০০০
ধ্যানচাঁদ পুরস্কার ক্রীড়া ক্ষেত্রে আজীবন অবদানের জন্য ২০০২
অ্যাবেল পুরস্কার গণিত ২০০৩
বিক্রম সারাভাই পুরস্কার মহাকাশ গবেষণার কাজে অবিস্মরণীয় কাজের জন্য ২০১৯
আর্যভট্ট পুরস্কার মহাকাশবিদ্যার জনপ্রিয়তা ***

তালিকাটির পিডিএফ লিংক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : বিভিন্ন পুরস্কারের ক্ষেত্র ও সূচনাকাল
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 03
Download Link : Click Here To Download

1 comment: