Breaking







Saturday, 28 December 2024

পিএসসি মোটর ভেহিকল ইন্সপেক্টর নিয়োগ ২০২৫ | WBPSC Motor Vehicle Inspector Recruitment 2025

পিএসসি মোটর ভেহিকল ইন্সপেক্টর নিয়োগ ২০২৫ | WBPSC Motor Vehicle Inspector Recruitment 2025

পিএসসি মোটর ভেহিকল ইন্সপেক্টর নিয়োগ ২০২৫ | WBPSC Motor Vehicle Inspector Recruitment 2025
পিএসসি মোটর ভেহিকল ইন্সপেক্টর নিয়োগ ২০২৫ | WBPSC Motor Vehicle Inspector Recruitment 2025
কলম ✏ 
সুপ্রিয় বন্ধুরা,
পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে মোটর ভেহিকল ইন্সপেক্টর নিয়োগের একটি শর্ট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শুন্যপদ, আবেদন শুরু ও শেষের তারিখ ইত্যাদি বিষয়গুলি খুব শীঘ্রই ডিটেইলড নোটিফিকেশন প্রকাশ করে জানানো হবে বলে ঘোষণা করা হয়েছে। 

পিএসসি মোটর ভেহিকল ইন্সপেক্টর নিয়োগের জন্য প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন ফি, নিয়োগ পদ্ধতি ইত্যাদি সাধারণ বিষয়গুলি নিম্নে উল্লেখ করা আছে।

WBPSC MVI নিয়োগ 2025

❏ পদের নাম:: মোটর ভেহিকল ইন্সপেক্টর।

❏ শিক্ষাগত যোগ্যতা:: যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন পাশ করতে হবে।

❏ বয়সসীমা:: আবেদনকারীর বয়স ৩৯ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সর্বোচ্চ বয়সে সরকারী নিয়ম অনুযায়ী ছাড় পাবেন।

❏ মাসিক বেতন:: ৩৭,৬০০/- টাকা।

❏ আবেদন পদ্ধতি:: অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

❏ আবেদন মূল্য:: আবেদন মূল্য ১৬০/- টাকা। তবে এসসি, এসটি এবং PwBD প্রার্থীদের কোনোরকম টাকা লাগবে না।

❏ নিয়োগ পদ্ধতি:: প্রিলিমিনারি এবং পার্সোনালিটি টেস্ট।

❏ গুরুত্বপূর্ণ লিঙ্ক সমূহ::

শর্ট নোটিফিকেশনDownload
অফিশিয়াল ওয়েবসাইটClick Here
টেলিগ্রাম চ্যানেলClick Now

***পিএসসি মোটর ভেহিকল ইন্সপেক্টর নিয়োগের পরীক্ষার ডিটেইলড নোটিফিকেশন এবং ফর্ম ফিলাপ কবে থেকে শুরু হবে ইত্যাদি নিয়োগ সংক্রান্ত বিভিন্ন আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান।

No comments:

Post a Comment