Breaking







Monday, 7 October 2024

6th October 2024 Current Affairs in Bengali | ৬ই অক্টোবর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স

6th October 2024 Current Affairs in Bengali | ৬ই অক্টোবর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স

6th October 2024 Current Affairs in Bengali | ৬ই অক্টোবর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
6th October 2024 Current Affairs in Bengali | ৬ই অক্টোবর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs : 6th October 2024

1.ভারতের প্রথম সুপার ক্যাপাসিটর উৎপাদন কেন্দ্র তৈরি করা হয়েছে কেরালার কান্নুরে।

2.Reserve Bank of India (RBI)-এর Executive Director হিসেবে নিযুক্ত হলেন অভিরাল জৈন।

3.সম্প্রতি ৭০ বছর বয়সে মারা গেলেন মালায়ালম অভিনেতা মোহন রাজ।

4.ISSF Junior World Championship 2024-এ মহিলাদের ২৫মিটার পিস্তল ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন দিবাংশী।

5.15th Irani Cup শিরোপা জিতলো মুম্বাই।

6.India’s Maritime Decarbonization Conference অনুষ্ঠিত হলো নিউ দিল্লীতে।

7.17th India-Germany Military Cooperation Sub Group (MCSG) Meeting অনুষ্ঠিত হয়েছে জার্মানির বার্লিনে।

8.ISSF Junior World Championship 2024-এ মহিলাদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন ইভেন্টে ব্রোঞ্জের মেডেল জিতলেন ভারতীয় শ্যুটার খুশি।

9.World Green Economy Forum উদ্বোধন করা হয়েছে দুবাইয়ে।

10.আসামে চারটি বায়ো-গ্যাস ইউনিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

No comments:

Post a Comment