ভারতের বিভিন্ন রাজ্যের রাজধানী ও ভাষা তালিকা PDF | 28 States of India and their Capitals and Languages
![]() |
বিভিন্ন রাজ্যের রাজধানী ও ভাষা তালিকা PDF |
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে ভারতের বিভিন্ন রাজ্যের রাজধানী ও ভাষা তালিকা PDF টি শেয়ার করলাম। যেটিতে ভারতের সমস্ত রাজ্য এবং তাদের রাজধানী ও সরকারী ভাষার একটি সুন্দর তালিকা দেওয়া আছে। বিভিন্ন চাকরির পরীক্ষায় পশ্চিমবঙ্গের রাজ্যের রাজধানীর নাম কি? অন্ধ্রপ্রদেশের রাজধানীর নাম কি? মিজোরামের সরকারী ভাষার নাম কি? ইত্যাদি প্রশ্ন এসে থাকে।
বিভিন্ন রাজ্যের রাজধানী ও ভাষা
রাজ্য | রাজধানী | সরকারী ভাষা |
---|---|---|
পশ্চিমবঙ্গ | কলকাতা | বাংলা |
আসাম | দিসপুর | অসমিয়া |
ত্রিপুরা | আগরতলা | বাংলা, ইংরেজি, ককবরক |
ঝাড়খণ্ড | রাঁচি | হিন্দি |
বিহার | পাটনা | হিন্দি |
মণিপুর | ইম্ফল | মণিপুরি |
পাঞ্জাব | চণ্ডীগড় | পাঞ্জাবি |
রাজস্থান | জয়পুর | হিন্দি |
অরুণাচল প্রদেশ | ইটানগর | ইংরেজি |
তামিলনাড়ু | চেন্নাই | তামিল |
অন্ধ্রপ্রদেশ | অমরাবতী | তেলেগু |
গোয়া | পানাজি | কোঙ্কনি |
ছত্তিশগড় | রায়পুর | হিন্দি |
কেরালা | তিরুবন্তপুরম | মালয়ালম |
গুজরাট | গান্ধীনগর | গুজরাটি |
হরিয়ানা | চণ্ডীগড় | হিন্দি |
হিমাচল প্রদেশ | শিমলা | হিন্দি |
মিজোরাম | আইজল | মিজো, হিন্দি, ইংরেজি |
কর্ণাটক | বেঙ্গালুরু | কন্নড় |
তেলেঙ্গানা | হায়দ্রাবাদ | তেলেগু |
মধ্যপ্রদেশ | ভোপাল | হিন্দি |
নাগাল্যান্ড | কোহিমা | ইংরেজি |
মহারাষ্ট্র | মুম্বাই | মারাঠি |
মেঘালয় | শিলং | ইংরেজি |
উত্তরপ্রদেশ | লখনউ | হিন্দি |
ওড়িশা | ভুবনেশ্বর | ওড়িয়া |
সিকিম | গ্যাংটক | ইংরেজি |
উত্তরাখণ্ড | গাইরসান (গ্রীষ্মকালীন) দেরাদুন (শীতকালীন) |
হিন্দি |
তালিকাটির পিডিএফ লিংক নীচে দেওয়া আছে
File Details:
PDF Name : 28 States of India and their Capitals and Languages
Language : Bengali
Size : 01 mb
No. of Pages : 02
Download Link : Click Here To Download
No comments:
Post a Comment