Sunday, 6 October 2024

5th October 2024 Current Affairs in Bengali | ৫ই অক্টোবর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স

5th October 2024 Current Affairs in Bengali | ৫ই অক্টোবর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স

5th October 2024 Current Affairs in Bengali | ৫ই অক্টোবর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
5th October 2024 Current Affairs in Bengali | ৫ই অক্টোবর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs : 5th October 2024

1.বিশ্ব শিক্ষক দিবস পালন করা হয় ৫ই অক্টোবর; এবছরের থিম হলো-"Valuing Teacher Voices: Towards a New Social Contract for Education".

2.২০২৫ সালে প্রথমবার অনুষ্ঠিত খো খো বিশ্বকাপ আয়োজন করবে ভারত।

3.সম্প্রতি প্রকাশিত ICC Test Bowler Rankings-এ প্রথম স্থানে রয়েছেন জসপ্রীত বুমরাহ।

4.সম্প্রতি বাংলা সহ পাঁচটি ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রীসভা।

5.Utkarsh Small Finance Bank-এর নন-এক্সিকিউটিভ চেয়ারম্যান পদে পুনরায় নিযুক্ত হলেন পারভীন কুমার গুপ্তা।

6.Ayush Medical Value Travel Summit 2024 অনুষ্ঠিত হলো মুম্বাইয়ে।

7.বিশ্বের শীর্ষস্থানীয় নৌ প্রতিরক্ষা প্রদর্শনী 'EURONAVAL 2024' অনুষ্ঠিত হবে প্যারিসে।

8.Pakistan's Inter-Services Intelligence (ISI)-এর ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন মুহাম্মদ আসিম মালিক।

9.সম্প্রতি আসাম উপজাতি দ্বারা ব্যবহৃত ৮টি জিনিস GI ট্যাগ পেয়েছে।

10.'Late Vasudeo Gaitonde Lifetime Achievement Award'-এ ভূষিত হবেন লক্ষ্মণ শ্রেষ্ঠা।

No comments:

Post a Comment