Breaking







Monday, 28 October 2024

28th October 2024 Current Affairs in Bengali | ২৮শে অক্টোবর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স

28th October 2024 Current Affairs in Bengali | ২৮শে অক্টোবর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স

28th October 2024 Current Affairs in Bengali | ২৮শে অক্টোবর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
28th October 2024 Current Affairs in Bengali | ২৮শে অক্টোবর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs : 28th October 2024

1.NAFED-এর ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হলেন দীপক আগরওয়াল।

2.Mahatma Gandhi Leadership Award 2024-এ ভূষিত হলেন দারাসিং খুরানা।

3.ICRISAT-এর Director General Designate হিসেবে নিযুক্ত হয়েছেন হিমাংশু পাঠক।

4.সম্প্রতি প্রকাশিত FIFA র‌্যাঙ্কিংয়ে প্রথম স্থানে রয়েছে আর্জেন্টিনা।

5.Jamia Millia Islamia (JMI)-এর ভাইস চ্যান্সেলর হিসেবে নিযুক্ত হয়েছেন মাজহার আসিফ।

6.Airbus ভারত ও দক্ষিণ এশিয়ার সদর দপ্তর উদ্বোধন করলো নিউ দিল্লীতে

7.সম্প্রতি ৭১ বছর বয়সে মারা গেলেন পদ্মশ্রী জয়ী পদার্থবিদ রোহিনী এম গডবোলে।

8.নিউ দিল্লীতে 7th Intergovernmental Consultations আয়োজন করেছে ভারত এবং জার্মানি।

9.World Steel Association (WorldSteel)-এর চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন Tata Steel কোম্পানির MD এবং CEO টি ভি নরেন্দ্রন।

10.কয়লা থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ করা প্রথম দেশ যুক্তরাজ্য (UK)।

No comments:

Post a Comment