Breaking







Monday 28 October 2024

বিভিন্ন দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন তালিকা PDF

বিভিন্ন দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন তালিকা PDF | Official Residences

বিভিন্ন দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন তালিকা PDF
বিভিন্ন দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন তালিকা PDF
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে বিভিন্ন দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন তালিকা PDF টি শেয়ার করলাম। যেটিতে বিভিন্ন দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সরকারির বাসভবনের তালিকা দেওয়া আছে। বিভিন্ন পরীক্ষাতে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সরকারি বাসভবন এই টপিক থেকে প্রশ্ন এসে থাকে।

বিভিন্ন দেশের রাষ্ট্রপতির সরকারি বাসভবন

দেশ সরকারি বাসভবন
ভারত রাষ্ট্রপতি ভবন
বাংলাদেশ বঙ্গভবন
আমেরিকা হোয়াইট হাউস
পাকিস্তান আইওয়ান-ই-সদর
নেপাল শীতল নিবাস
শ্রীলঙ্কা প্রেসিডেন্ট’স হাউস
ফ্রান্স এলিসি প্রসাদ
আফগানিস্তান দ্য আর্গ
ইতালি কুইরিনাল প্যালেস
মিশর আবেদিন প্রাসাদ
ফিলিপাইন মালকানাং প্রাসাদ
দক্ষিণ কোরিয়া ব্লু হাউস
ইন্দোনেশিয়া বোগোর প্যালেস
জার্মানি বিউলিভ প্যালেস
তুরস্ক ক্যানকায়া কোজকু
আর্জেন্টিনা দ্য পিংক হাউস
তুর্কি প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্স
ব্রাজিল প্যালাসিও দ্য অ্যালভোরাদা
ভেনিজুয়েলা প্যালেসিও ডা মিরাফ্লোর্স
রাশিয়া ক্রেমলিন
আফ্রিকা গ্রোয়েটে স্কুর
দক্ষিণ আফ্রিকা মহলোম্বা ডেলাপফু
সিঙ্গাপুর ইস্তানা
বেলজিয়াম এগমন্ট প্রাসাদ
মালদ্বীপ মিউলিয়াগে
ঘানা জুবিলি হাউস
ইরান সা’দাবাদ প্যালেস
মেক্সিকো লস পিনোস
চীন ঝংনানহাই
বলিভিয়া প্যালেসিও কিউম্যাডো
আইসল্যান্ড বেসাস্তাদির

বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন

দেশ সরকারি বাসভবন
ভারত লোক কল্যাণ মার্গ
বাংলাদেশ গণভবন
অস্ট্রেলিয়া কিরিবিলি হাউস
ব্রিটেন ১০ নং ডাউনিং স্ট্রিট
থাইল্যান্ড বান পিটসানুলক
জার্মানি বুন্ডেসকানজালারম্যাট
ইতালি চিগি প্যালেস
শ্রীলঙ্কা টেম্পল ট্রিস
সুইডেন সাগর হাউস
কানাডা ২৪ সাসেক্স ড্রাইভ

তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের সরকারি বাসভবন
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 03
Download Link : Click Here To Download


■ সরকারি বাসভবন সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরঃ

প্রশ্নঃ ভারতের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম কি ?
উত্তরঃ লোক কল্যাণ মার্গ।

প্রশ্নঃ ভারতের রাষ্ট্রপতির বাসভবনের নাম কী ?
উত্তরঃ রাষ্ট্রপতি ভবন।

প্রশ্নঃ রাশিয়ার প্রেসিডেন্টের বাসভবনের নাম ?
উত্তরঃ ক্রেমলিন।

প্রশ্নঃ নেপালের প্রেসিডেন্টের বাসভবনের নাম কি ?
উত্তরঃ শীতল নিবাস।

প্রশ্নঃ ইংল্যান্ডের রানি যে প্রাসাদে বাস করেন তার নাম কী ?
উত্তরঃ বাকিংহাম প্যালেস।

No comments:

Post a Comment