27th October 2024 Current Affairs in Bengali | ২৭শে অক্টোবর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs : 27th October 2024
1.ভারতে AI পরিকাঠামো স্থাপনের জন্য Nvidia-র সাথে পার্টনারশিপ করেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ।
2.Indian Cyber Crime Coordination Centre-এর ন্যাশনাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন অভিনেত্রী রশ্মিকা মান্দান্না।
3.হরিয়ানার মুখ্যমন্ত্রী হিসেবে দ্বিতীয়বার শপথ গ্রহণ করলেন ভারতীয় জনতা পার্টির নেতা নয়াব সিং সাইনি।
4.৩১টি MQ-9B Predator ড্রোন কেনার জন্য আমেরিকার সাথে চুক্তি স্বাক্ষর করলো ভারত।
5.ISSF World Cup Final 2024-এ রুপোর মেডেল জিতলেন ভারতের ভিভান কাপুর।
6.২১তম Livestock Census Operation চালু করবেন কেন্দ্রীয় মন্ত্রী শ্রী রাজীব রঞ্জন সিং।
7.আলবেনিয়ার তিরানায় অনুষ্ঠিত U23 World Wrestling Championships 2024-এ ব্রোঞ্জের মেডেল জিতলেন ভারতের অভিষেক ঢাকা।
8.2024 Sakharov Prize-এ ভূষিত হয়েছেন María Corina Machado এবং Edmundo González Urrutia.
9.Ship Incentives রুপায়ন করা ভারতের প্রথম বন্দর হলো গোয়ার মার্মাগাঁও বন্দর।
10.এবছর থেকে ধ্যানচাঁদ লাইফটাইম অ্যাচিফমেন্ট অ্যাওয়ার্ড-এর পরিবর্তে প্রদান করা হবে অর্জুন লাইফটাইম অ্যাওয়ার্ড।
No comments:
Post a Comment