Breaking







Monday 2 September 2024

2nd September 2024 Current Affairs in Bengali | ২রা সেপ্টেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স

 2nd September 2024 Current Affairs in Bengali | ২রা সেপ্টেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স || Daily Current Affairs Bengali

2nd September 2024 Current Affairs in Bengali | ২রা সেপ্টেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
2nd September 2024 Current Affairs in Bengali | ২রা সেপ্টেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs : 2nd September 2024

1.পশ্চিমবঙ্গের নতুন মুখ্য সচিব হিসেবে নিযুক্ত হলেন মনোজ পন্ত।

2.২০২৪ প্যারিস প্যারালিম্পিকে মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল (SH1) ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতেছেন রুবিনা ফ্রান্সিস।

3.প্যারিস প্যারালিম্পিক ২০২৪-এ মহিলাদের ১০০ মিটার দৌড়ের টি-৩৫ বিভাগে ব্রোঞ্জের পদক জিতেছে প্রীতি পাল।

4.ইন্ডিয়ান এয়ার ফোর্সের ডেপুটি চিফ অব দ্য এয়ার স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন এয়ার মার্শাল তেজিন্দর সিং।

5.বিহারের নতুন মুখ্য সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন অমৃত লাল মীনা।

6.ঝাড়খন্ডের প্রথম ট্রান্সজেন্ডার হিসেবে কমিউনিটি হেলথ অফিসার পদে নিযুক্ত হয়েছেন আমির মাহাতো।

7.সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন ওয়েস্ট ইন্ডিজের Shannon Gabriel.

8.সম্প্রতি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'X' ব্যান করেছে ব্রাজিল।

9.সম্প্রতি সর্বোচ্চ Heat Index (৮২.২°C) রেকর্ড হয়েছে দক্ষিণ ইরানের একটি গ্রামে।

10.‘Samudra Pratap’ নামে ভারতের প্রথম দেশীয় দূষণ নিয়ন্ত্রণ জাহাজ চালু হয়েছে গোয়াতে।

Also Check 

No comments:

Post a Comment