1st September 2024 Current Affairs in Bengali | ১লা সেপ্টেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স || Daily Current Affairs Bengali
Daily Current Affairs : 1st September 2024
1.পশ্চিমবঙ্গে পুলিশ দিবস পালন করা হয় ১লা সেপ্টেম্বর।
2.প্রবীণ সৈনিক এবং তাদের পরিবারকে সহায়তা করার জন্য Project NAMAN চালু করেছে ইন্ডিয়ান আর্মি।
3.কোচিন আন্তর্জাতিক বিমানবন্দরে ভারতের বৃহত্তম Aero Lounge উদ্বোধন করেছেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
4.“Holiday Heist” ক্যাম্পেইনের জন্য Pacific Asia Travel Association (PATA) Gold Award 2024 জিতেছে কেরালার পর্যটন বিভাগ।
5.17th International Astronomy Olympiad অনুষ্ঠিত হয়েছে ব্রাজিলে।
6.FICCI কর্তৃক 'Youth Icons of India' সম্মানে সম্মানিত হলেন আয়ুষ্মান খুরানা ও নীরাজ চোপড়া।
7.12th India-South Africa Navy Staff Talks অনুষ্ঠিত হয়েছে নিউ দিল্লীতে।
8.প্যারালিম্পিকে দুটি স্বর্ণপদক জয়ী প্রথম ভারতীয় মহিলা হলেন অবনী লেখারা।
9.WHO স্বীকৃতি প্রাপ্ত এশিয়ার দ্বিতীয় এবং নেপালের প্রথম Healthy City হলো ধুলিখেল।
10."Heroes of the Indian Air Force" সিরিজের প্রথম কমিক বই লঞ্চ করেছেন ভি আর চৌধুরী।
No comments:
Post a Comment