অঙ্ক প্র্যাকটিস সেট PDF | Math Practice Set in Bengali PDF | Part-05
আজকের পোস্টে অঙ্ক প্র্যাকটিস সেট PDF টি শেয়ার করলাম। যেটিতে অঙ্ক বিষয়টি থেকে বাছাই করা ২৫টি প্রশ্ন দেওয়া আছে। যেগুলি তোমরা প্র্যাকটিসের মাধ্যমে আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে মজবুত করে তুলতে পারবে। সুতরাং প্রশ্নগুলি কুইজ আকারে দেখে নাও এবং অফলাইনে প্র্যাকটিস করার জন্য নীচ থেকে পিডিএফটি সংগ্রহ করে নাও।
অঙ্ক প্র্যাকটিস সেট
➤ পরপর দুটি সংখ্যার বর্গের পার্থক্য 81 হলে, বৃহত্তম সংখ্যাটি কত ?
39
40
41
42
➤ 200 এবং 300 এর মধ্যে কোন বৃহত্তম সংখ্যাকে 6, 8 ও 9 দ্বারা ভাগ করলে প্রতিক্ষেত্রে 5 অবশিষ্ট থাকবে ?
288
285
293
228
➤ 3000 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল 7,11 ও 13 দ্বারা বিভাজ্য হবে ?
998
1999
1998
1001
➤ এক ব্যক্তি 61 কিমি পথ 9 ঘণ্টায় অতিক্রম করে। এই যাত্রাপথের কিছু অংশ তিনি পদব্রজে 4 কিমি/ঘণ্টা বেগে এবং বাকি অংশ 9 কিমি/ঘণ্টা বেগে সাইকেলে অতিক্রম করেন। তিনি পদব্রজে কতটা দূরত্ব অতিক্রম করেছিলেন ?
12 কিমি
24 কিমি
20 কিমি
16 কিমি
➤ দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যার চেয়ে যথাক্রমে 20% এবং 50% বেশী। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার শতকরা কত ?
40
80
100
120
➤ একটি মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2; যদি মিশ্রণে জল অপেক্ষা দুধ 3 লিটার বেশী থাকে, তবে দুধের পরিমাণ কত ?
5 লিটার
9 লিটার
10 লিটার
15 লিটার
➤ কোন দ্রব্যের বিক্রয়মূল্য 616 টাকা হলে 12% লাভ হয়। ওই দ্রব্যটি 462 টাকায় বিক্রয় করলে কত টাকা ক্ষতি হবে ?
46 টাকা
88 টাকা
72 টাকা
64 টাকা
➤ কোন পরীক্ষায় পরীক্ষার্থীর 52% ইংরেজিতে ফেল করে, 46% অঙ্কে ফেল করে। যদি উভয় বিষয়ে ফেলের হার 21% হয়, তবে শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করেছিল ?
6%
23%
25%
35%
➤ একটি বাগানে যতগুলি সারি আছে প্রতি সারিতে ততগুলি গাছ আছে। বাগানে মোট গাছের সংখ্যা 5776 হলে, কতগুলি সারি আছে ?
76
78
86
106
➤ একটি ঘুড়ি ও লাটাইয়ের দাম একসাথে 1 টাকা 10 পয়সা, লাটাইয়ের দাম ঘুড়ি থেকে 1 টাকা বেশী হলে, ঘুড়ির দাম কত ?
5 পয়সা
10 পয়সা
20 পয়সা
25 পয়সা
➤ রাম, যদু ও আলি যথাক্রমে 800 টাকা, 600 টাকা ও 1000 টাকা দিয়ে একটি ব্যবসায় নামে। মোট 480 টাকা লাভ হলে যদুর লভ্যাংশ কত ?
120 টাকা
140 টাকা
160 টাকা
200 টাকা
➤ A ও B এর মাসিক বেতনের অনুপাত 3:5, প্রত্যেকের বেতন 200 টাকা করে বাড়লে অনুপাত হয় 13:21, A এর কত ছিল ?
2000 টাকা
2200 টাকা
2400 টাকা
2500 টাকা
➤ কত বছরে কোনও টাকা 18.75% বার্ষিক সরল সুদে দ্বিগুণ হবে ?
6 বছর 2 মাস
6 বছর 5 মাস
5 বছর 4 মাস
4 বছর 5 মাস
➤ প্রতি কুইন্টাল 136 টাকা ও প্রতি কুইন্টাল 126 টাকা দরের দুপ্রকার চিনি 1:4 অনুপাতে মেশানো হয়। মিশ্রিত চিনির প্রতি কুইন্টালের দাম কত ?
128 টাকা
130 টাকা
131 টাকা
132 টাকা
➤ দুটি সংখ্যার যোগফল ও বিয়োগফল যথাক্রমে 28 ও 16 হলে, তাদের গুণফল কত ?
56
112
132
144
➤ একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত 2:3:4 ও পরিসীমা 81 মিটার। বৃহত্তম বাহুটির দৈর্ঘ্য কত ?
36 মিটার
40 মিটার
50 মিটার
64 মিটার
➤10 টাকা দরে 11টি করে আপেল কিনে, 11 টাকা দরে 10টি আপেল বিক্রি করায় লাভের হার শতকরা কত হবে ?
10%
11%
15%
21%
➤ এক ব্যক্তি কোনও জিনিস বিক্রয় করে 10% লাভ করেন। যদি তিনি ওটিকে দ্বিগুণ দামে বিক্রয় করেন তাহলে লাভের হার কত হবে ?
80%
100%
110%
120%
➤ একটি নৌকার নির্দিষ্ট দূরত্ব যেতে অনুকূলে 10 ঘণ্টা এবং প্রতিকূলে 20 ঘণ্টা করে সময় লাগে। স্থির জলে নৌকার গতিবেগ ঘণ্টায় 9 কিলোমিটার হলে, স্থানটির দূরত্ব কত ছিল ?
60 কিমি
80 কিমি
120 কিমি
240 কিমি
➤ বার্ষিক পরীক্ষায় A 70% নম্বর পেয়ে প্রথম স্থান অধিকার করে এবং B পায় A এর প্রাপ্ত নম্বর অপেক্ষা 10% কম, দ্বিতীয় স্থানাধিকারী B এর প্রাপ্ত নম্বর 630 হলে, মোট কত নম্বরের পরীক্ষা হয়েছিল ?
850
900
950
1000
➤ 1995 সালের 1লা জানুয়ারি রবিবার। তাহলে 1995 সালে কটি রবিবার ছিল ?
50
51
52
53
➤ চার বছর পূর্বে পিতা, পুত্রের বয়সের গড় ছিল 27.5 বছর। বর্তমানে পুত্র এবং পিতার বয়সের অনুপাত 5:16, এখন পুত্রের বয়স কত ?
15
16
18
21
➤ তিনটি সংখ্যার অনুপাত 3:4:6 এবং তাদের ল.সা.গু. 180, ছোট সংখ্যাটি কত ?
20
25
35
45
➤ 12 জন ব্যক্তি 8 দিনে কোনও কাজ করতে পারেন। তারা কাজ শুরু করার 3 দিন পরে আরও 3 জন তাদের সঙ্গে যোগ দিলেন। কতদিনে বাকি কাজ শেষ হবে ?
2
4
6
8
➤ 18টি বস্তুর ক্রয়মূল্য 15টি বস্তুর বিক্রয়মূল্যের সমান। লাভের শতকরা হার কত ?
15
8
20
25
প্র্যাকটিস সেটটির পিডিএফ লিংক নীচে দেওয়া আছে
File Details:
PDF Name : Math Practice Set 05
Language : Bengali
Size : 01 mb
No. of Pages : 03
Download Link : Click Here To Download
দাদা আমি জিকে ভিডিও বানাই তো তুমার এখান থেকে কোশ্চেন নিয়ে কোশ্চেন বানালে কোন অসুবিধে হবে কি যদি না হয় প্লিজ দাদা একটু জানিও।
ReplyDeleteApnader practice set er solution kono platform thakle kindly bolben plz...
ReplyDeletePractice set gulo khub valo lage but agulo quiz akare timing onujayee thakla ithink valo hoto.
ReplyDelete