Breaking







Saturday 28 September 2024

28th September 2024 Current Affairs in Bengali | ২৮শে সেপ্টেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স

28th September 2024 Current Affairs in Bengali | ২৮শে সেপ্টেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স

28th September 2024 Current Affairs in Bengali | ২৮শে সেপ্টেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
28th September 2024 Current Affairs in Bengali | ২৮শে সেপ্টেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs : 28th September 2024

1.বিশ্ব জলাতঙ্ক দিবস পালন করা হয় ২৮শে সেপ্টেম্বর; এই বছরের থিম হল - "Breaking rabies boundaries".

2.World Telecommunication Standardisation Assembly (WTSA-2024) অনুষ্ঠিত হবে ভারতে।

3.6th Session of India-Egypt Joint Trade Committee (JTC) অনুষ্ঠিত হলো নিউ দিল্লীতে।
 
4.মধ্যপ্রদেশ হাইকোর্টের ২৮তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করলেন সুরেশ কুমার কাইত।

5.Global Innovation Index (GII) 2024 -এ ভারতের স্থান ৩৯; প্রথম স্থানে রয়েছে সুইজারল্যান্ড।

6.সম্প্রতি টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন বাংলাদেশের ক্রিকেটার সাকিব আল হাসান।

7.কম্বোডিয়ায় ভারতের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হলেন B Vanlalvawna.

8.জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন শিগেরু ইশিবা।

9.ব্যাঙ্গালুরুতে 5G Open RAN (O-RAN) টেস্টিং ল্যাবের উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া।

10.5th Goa Maritime Symposium (GMS-24) -এর আয়োজন করলো ইন্ডিয়ান নেভি। 

No comments:

Post a Comment