Breaking



Tuesday 20 June 2023

জাতীয় কংগ্রেসের অধিবেশন তালিকা PDF | সাল, স্থান ও সভাপতি

জাতীয় কংগ্রেসের অধিবেশন তালিকা PDF | Indian National Congress Sessions

জাতীয় কংগ্রেসের অধিবেশন তালিকা PDF | Indian National Congress Sessions
জাতীয় কংগ্রেসের অধিবেশন সমূহ
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে জাতীয় কংগ্রেসের অধিবেশন সমূহের তালিকা PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে কোন সালে কোথায় জাতীয় কংগ্রেস অধিবেশন হয়েছিল ও সেই অধিবেশনের সভাপতি কে ছিলেন তার একটি সুন্দর তালিকা দেওয়া আছে।

সুতরাং সময় অপচয় না করে তালিকাটি ভালো করে দেখে নাও এবং অফলাইনে যখন খুশি পড়ার জন্য তালিকাটির পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।

জাতীয় কংগ্রেসের অধিবেশন সমূহ

সাল অধিবেশন স্থল সভাপতি
১৮৮৫ বোম্বে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
১৮৮৬ কলকাতা দাদাভাই নৌরজি
১৮৮৭ মাদ্রাজ বদরুদ্দীন তৈয়াবজী
১৮৮৮ এলাহাবাদ জর্জ ইউল
১৮৮৯ বোম্বে উইলিয়াম উডারবার্ণ
১৮৯০ কলকাতা ফিরোজ শাহ মেহতা
১৮৯১ নাগপুর পি. আনন্দ চারলু
১৮৯২ এলাহাবাদ উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
১৮৯৩ লাহোর দাদাভাই নৌরজি
১৮৯৪ মাদ্রাজ আলফ্রেড ওয়েব
১৮৯৫ পুনা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
১৮৯৬ কলকাতা রহিমতুল্লা সায়ানি
১৮৯৭ অমরাবতী সি. শঙ্করান নায়ার
১৮৯৮ মাদ্রাজ এ. এম. বোস
১৮৯৯ লখনউ রমেশচন্দ্র দত্ত
১৯০০ লাহোর এন. জি. চন্দ্রভারকর
১৯০১ কলকাতা দিনশাহ ই. ওয়াচা
১৯০২ আহমেদাবাদ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
১৯০৩ মাদ্রাজ লালমোহন ঘোষ
১৯০৪ বোম্বে হেনরি কটন
১৯০৫ বেনারস গোপালকৃষ্ণ গোখলে
১৯০৬ কলকাতা দাদাভাই নৌরজি
১৯০৭ সুরাট রাসবিহারী ঘোষ
১৯০৮ মাদ্রাজ রাসবিহারী ঘোষ
১৯০৯ লাহোর মদন মোহন মালব্য
১৯১০ এলাহাবাদ উইলিয়াম উইডারবার্ণ
১৯১১ কলকাতা বিষণ নারায়ণ ধর
১৯১২ বাংকিপুর আর. এন. মুধোলকার
১৯১৩ করাচি সৈয়দ মহম্মদ
১৯১৪ মাদ্রাজ ভুপেন্দ্রনাথ বসু
১৯১৫ বোম্বে এস. পি. সিনহা
১৯১৬ লখনউ এ. সি. মজুমদার
১৯১৭ কলকাতা অ্যানি বেসান্ত
১৯১৮ দিল্লী মদন মোহন মালব্য
১৯১৯ অমৃতসর মতিলাল নেহেরু
১৯২০ কলকাতা লালা লাজপৎ রায়
১৯২১ আহমেদাবাদ চিত্তরঞ্জন দাশ
১৯২২ গয়া চিত্তরঞ্জন দাশ
১৯২৩ দিল্লী আবুল কালাম আজাদ
১৯২৪ বেলগাঁও মহাত্মা গান্ধী
১৯২৫ কানপুর সরোজিনী নাইডু
১৯২৬ গুয়াহাটি এস. শ্রীনিবাস আয়েঙ্গার
১৯২৭ মাদ্রাজ এম. এ. আনসারি
১৯২৮ কলকাতা মতিলাল নেহেরু
১৯২৯ লাহোর জওহরলাল নেহেরু
১৯৩১ করাচী সর্দার বল্লভভাই প্যাটেল
১৯৩২ দিল্লী অমৃত রাঞ্ছোরদাস শেঠ
১৯৩৩ কলকাতা নেলী সেনগুপ্ত
১৯৩৪ বোম্বে ড. রাজেন্দ্র প্রসাদ
১৯৩৭ ফৈজপুর জওহরলাল নেহেরু
১৯৩৮ হরিপুরা সুভাষচন্দ্র বসু
১৯৩৯ ত্রিপুরী সুভাষচন্দ্র বসু
১৯৪০ রামগড় আবুল কালাম আজাদ
১৯৪৬ মিরাট জে. বি. কৃপালিনী
১৯৪৮ জয়পুর পট্টভী সীতারামাইয়া

তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে
 
File Details:
PDF Name : জাতীয় কংগ্রেসের অধিবেশন
Language : Bengali
Size : 0.4 mb 
No. of Pages : 04
Download Link : Click Here To Download


■ Important Questions ::

প্রশ্নঃ ভারতীয় জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয় ?
উত্তরঃ ২৮শে ডিসেম্বর ১৮৮৫ সালে।

প্রশ্নঃ ভারতীয় জাতীয় কংগ্রেসের জনক কাকে বলা হয় ?
উত্তরঃ অ্যালান অক্টোভিয়ান হিউম।

প্রশ্নঃ কোথায় ভারতীয় জাতীয় কংগ্রেসের জন্ম হয় ?
উত্তরঃ বোম্বাইতে।

প্রশ্নঃ ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন ?
উত্তরঃ উমেশচন্দ্র ব্যানার্জী।

প্রশ্নঃ ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কবে হয়েছিল ?
উত্তরঃ ১৮৮৫ সালে।

প্রশ্নঃ ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন ?
উত্তরঃ অ্যানি বেসান্ত।

প্রশ্নঃ ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন ?
উত্তরঃ বদরুদ্দীন তৈয়াবজী।

প্রশ্নঃ জাতীয় কংগ্রেসের সুরাট অধিবেশন কত সালে হয় ?
উত্তরঃ ১৯০৭ সালে।

No comments:

Post a Comment