Breaking



Monday 22 January 2024

বিভিন্ন বৈজ্ঞানিক সূত্রের আবিষ্কর্তা তালিকা PDF | বিভিন্ন বৈজ্ঞানিক সূত্রের আবিষ্কারক

বিভিন্ন বৈজ্ঞানিক সূত্রের আবিষ্কর্তা তালিকা PDF | Inventors of Various Scientific Sources

বিভিন্ন বৈজ্ঞানিক সূত্রের আবিষ্কর্তা PDF | বিভিন্ন বৈজ্ঞানিক সূত্রের আবিষ্কারক
বিভিন্ন বৈজ্ঞানিক সূত্রের আবিষ্কর্তা PDF
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে বিভিন্ন বৈজ্ঞানিক সূত্রের আবিষ্কর্তা তালিকা PDF টি শেয়ার করলাম। যেটিতে বিভিন্ন বৈজ্ঞানিক সূত্র ও সেই সূত্রের আবিষ্কারকের একটি সুন্দর তালিকা দেওয়া আছে। সুতরাং সময় নষ্ট না করে তালিকাটি দেখে নাও এবং প্রয়োজনে পিডিএফটি সংগ্রহ করে নাও।

বিভিন্ন বৈজ্ঞানিক সূত্রের আবিষ্কর্তা

সূত্র আবিষ্কর্তা
ফাস্ট ফর্মাল ইউক্লিড
রেডিও অ্যাক্টিভিটি হেনরি বেকারেল
মহাকর্ষ সূত্র স্যার আইজ্যাক নিউটন
ইউরেনিয়াম ফিসন থিওরি অটো হন
পদার্থের স্থিতিস্থাপকতার সূত্র রবার্ট হুক
আবহাওয়ার চাপের সূত্র টরিসেলি
নোভাম অর্গানম তত্ত্ব ফ্রান্সিস বেকন
ল অব প্লেনেটরি মোশান জোহানেস কেপলার
জেনারেল এন্ড স্পেশাল থিওরি অব রিলেটিভিটি অ্যালবার্ট আইনস্টাইন
গ্যাসের চাপের সূত্র (চাপ ও ভর স্থির) চার্লস
গ্যাসের চাপের সূত্র (তাপমাত্রা স্থির) বয়েল
ল অব ইলেকট্রোলাইসিস মাইকেল ফ্যারাডে
তড়িৎ দিয়ে চুম্বক উৎপাদনের সূত্র মাইকেল ফ্যারাডে
তরল ও গ্যাসীয় পদার্থের গতির সূত্র বারনৌলি
পদার্থের ভাসনশীলতার সূত্র আর্কিমিডিস
পদার্থের আভ্যন্তরীণ ধর্মের সূত্র গ্যালিলিও গ্যালিলি
তাপীয় আয়নন তত্ত্ব মেঘনাদ সাহা
তরল ও গ্যাসীয় পদার্থের উপর চাপের সূত্র পাস্কেল
মলিকিউলার হাইপোথিসিস অ্যাভোগ্রাড্রো
শক্তির নিত্যতা সূত্র জুল প্রেস বার্ট
ল অব রিফ্রেকশন অব লাইফ স্নেল
কাস্কেড তত্ত্ব W. Heitler এবং হোমি জাহাঙ্গীর ভাবা

তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Inventors of Various Scientific Sources
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 02
Download Link : Click Here To Download


■ Important Questions ::

প্রশ্নঃ ফাস্ট ফর্মাল কে আবিষ্কার করেন ?
উত্তরঃ ইউক্লিড।

প্রশ্নঃ রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তার সূত্র কে আবিষ্কার করেন ?
উত্তরঃ হেনরি বেকারেল।

প্রশ্নঃ মহাকর্ষ সূত্র কে আবিষ্কার করেন ?
উত্তরঃ স্যার আইজ্যাক নিউটন।

প্রশ্নঃ ইউরেনিয়াম ফিসন থিওরি কে আবিষ্কার করেন ?
উত্তরঃ অটো হন।

প্রশ্নঃ পদার্থের স্থিতিস্থাপকতার সূত্র কে আবিষ্কার করেন ?
উত্তরঃ রবার্ট হুক।
প্রশ্নঃ আবহাওয়ার চাপের সূত্র কে আবিষ্কার করেন ?
উত্তরঃ টরিসেলি।

প্রশ্নঃ নোভাম অর্গানম তত্ত্ব কে আবিষ্কার করেন ?
উত্তরঃ ফ্রান্সিস বেকন।

প্রশ্নঃ ল অব প্লেনেটরি মোশান বা গ্রহের গতি সূত্র কে আবিষ্কার করেন ?
উত্তরঃ জোহানেস কেপলার।

প্রশ্নঃ জেনারেল এন্ড স্পেশাল থিওরি অব রিলেটিভিটি বা আপেক্ষিকতাবাদ তত্ত্ব কে আবিষ্কার করেন ?
উত্তরঃ অ্যালবার্ট আইনস্টাইন।

প্রশ্নঃ গ্যাসের চাপের সূত্র (চাপ ও ভর স্থির) কে আবিষ্কার করেন ?
উত্তরঃ চার্লস।
প্রশ্নঃ গ্যাসের চাপের সূত্র (তাপমাত্রা স্থির) কে আবিষ্কার করেন ?
উত্তরঃ বয়েল।

প্রশ্নঃ ল অব ইলেকট্রোলাইসিস বা তড়িৎ চুম্বকত্ব কে আবিষ্কার করেন ?
উত্তরঃ মাইকেল ফ্যারাডে।

প্রশ্নঃ তড়িৎ দিয়ে চুম্বক উৎপাদনের সূত্র কে আবিষ্কার করেন ?
উত্তরঃ মাইকেল ফ্যারাডে।

প্রশ্নঃ তরল ও গ্যাসীয় পদার্থের গতির সূত্র কে আবিষ্কার করেন ?
উত্তরঃ বারনৌলি।
প্রশ্নঃ পদার্থের ভাসনশীলতার সূত্র কে আবিষ্কার করেন ?
উত্তরঃ আর্কিমিডিস।

প্রশ্নঃ পদার্থের আভ্যন্তরীণ ধর্মের সূত্র কে আবিষ্কার করেন ?
উত্তরঃ গ্যালিলিও গ্যালিলি।

প্রশ্নঃ তাপীয় আয়নন তত্ত্ব কে আবিষ্কার করেন ?
উত্তরঃ মেঘনাদ সাহা।

প্রশ্নঃ তরল ও গ্যাসীয় পদার্থের উপর চাপের সূত্র কে আবিষ্কার করেন ?
উত্তরঃ পাস্কেল।

প্রশ্নঃ মলিকিউলার হাইপোথিসিস কে আবিষ্কার করেন ?
উত্তরঃ অ্যাভোগ্রাড্রো।

প্রশ্নঃ শক্তির নিত্যতা সূত্র কে আবিষ্কার করেন ?
উত্তরঃ জুল প্রেস বার্ট।

প্রশ্নঃ ল অব রিফ্রেকশন অব লাইফ বা আলোর প্রতিসরণের সূত্র কে আবিষ্কার করেন ?
উত্তরঃ স্নেল।

প্রশ্নঃ কাস্কেড তত্ত্ব কে আবিষ্কার করেন ?
উত্তরঃ W. Heitler এবং হোমি জাহাঙ্গীর ভাবা।

No comments:

Post a Comment