27th September 2024 Current Affairs in Bengali | ২৭শে সেপ্টেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs : 27th September 2024
1.বিশ্ব পর্যটন দিবস পালন করা হয় ২৭শে সেপ্টেম্বর; এবছরের থিম-"Tourism and Peace".
2.7th Global Aerospace Summit 2024 অনুষ্ঠিত হলো আবু ধাবিতে।
3.নেপালের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার (Trading Partner) হলো ভারত।
4.উচ্চ শিক্ষায় মেধাবী স্টুডেন্টদের সহায়তা করতে CM-SATH স্কিম লঞ্চ করেছে ত্রিপুরা।
5.ভারতীয় বিমান বাহিনীর পরবর্তী ভাইস চিফ হিসেবে নিযুক্ত হলেন এয়ার মার্শাল এসপি ধরকার।
6.IBSF World 6-Red Snooker Championship 2024-এ সোনার মেডেল জিতলেন কমল চাওলা।
7.গ্রেটার নয়ডায় দ্বিতীয় Uttar Pradesh International Trade Show (UPITS)-এর উদ্বোধন করলেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকর।
8.সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ অ্যাকাডেমির নতুন ডিরেক্টর হিসেবে নিযুক্ত হয়েছেন অমিত গর্গ।
9.হিমাচলপ্রদেশ হাইকোর্টের ২৯তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করলেন রাজীব শাকধের।
10.২০২৪-২৭ মেয়াদের জন্য Asian Organisation of Supreme Audit Institutions (ASOSAI)-এর চেয়ারপারসন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ভারতের CAG গিরিশ চন্দ্র মুর্মু।
No comments:
Post a Comment