Breaking







Thursday, 19 September 2024

19th September 2024 Current Affairs in Bengali | ১৯শে সেপ্টেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স

19th September 2024 Current Affairs in Bengali | ১৯শে সেপ্টেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স

19th September 2024 Current Affairs in Bengali | ১৯শে সেপ্টেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
19th September 2024 Current Affairs in Bengali | ১৯শে সেপ্টেম্বর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
Daily Current Affairs : 19th September 2024

1.প্রথম মহিলা ফাইটার পাইলট হিসেবে LCA Tejas Fighter Fleet চালাতে চলেছেন স্কোয়াড্রন লিডার মোহনা সিং।

2.‘Zorawar’ নামে প্রথম মাউন্টেন ট্যাঙ্ক উন্মোচন করলো ভারত।

3.Amazon India-র নতুন কান্ট্রি ম্যানেজার হিসেবে নিযুক্ত হলেন সমীর কুমার।

4.মেলবোর্ন বিশ্ববিদ্যালয় তার প্রথম মেলবোর্ন গ্লোবাল সেন্টার খুলেছে দিল্লীতে।

5.Sashastra Seema Bal (SSB)-এর ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হয়েছেন অমৃত মোহন প্রসাদ।

6.Chamran-1-নামে রিসার্চ স্যাটেলাইট উৎক্ষেপণ করলো ইরান।

7.7th India-Argentina Foreign Office Consultations অনুষ্ঠিত হলো আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসে।

8.প্রথম পাকিস্তানি মহিলা হিসেবে ICC ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট আম্পায়ার প্যানেলে মনোনীত হয়েছেন সালিমা ইমতিয়াজ।

9.ভারতীয় সিনিয়র মহিলা ফুটবল দলের হেড কোচ পদে নিযুক্ত হলেন সন্তোষ কাশ্যপ।

10.ফ্রান্সে অনুষ্ঠিত World Skills 2024-এ ১৬টি মেডেল জিতলো ভারত।

No comments:

Post a Comment