Breaking







Friday, 20 September 2024

ভারতের বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল তালিকা PDF | Samadhi Sthal of Famous Indian Persons

ভারতের বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল তালিকা PDF | Samadhi Sthal of Famous Indian Persons

ভারতের বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল তালিকা PDF | Samadhi Sthal of Famous Indian Persons
ভারতের বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল তালিকা PDF | Samadhi Sthal of Famous Indian Persons
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে ভারতের বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল তালিকা PDF টি শেয়ার করলাম। যেটিতে ভারতের বিখ্যাত ব্যক্তি এবং তাঁদের সমাধিস্থলের তালিকা দেওয়া আছে। বিভিন্ন পরীক্ষাতে অভয় ঘাট কার সমাধিস্থল? রাজীব গান্ধীর সমাধিস্থল কোথায়? রাজঘাট কার সমাধি? ইত্যাদি প্রশ্ন এসে থাকে।

বিখ্যাত ব্যক্তিদের সমাধিস্থল

ব্যক্তি সমাধিস্থল
বি.আর. আম্বেদকর চৈত্যভূমি
ড. রাজেন্দ্র প্রসাদ মহাপ্রয়াণ ঘাট
এ.পি.জে আব্দুল কালাম রামেশ্বরম
অটল বিহারী বাজপেয়ী স্মৃতিস্থল
জওহরলাল নেহেরু শান্তিবন
মহাত্মা গান্ধী রাজঘাট
রবীন্দ্রনাথ ঠাকুর নিমতলা ঘাট
রাজা রামমোহন রায় ব্রিস্টল
গুলজারিলাল নন্দ নারায়ণ ঘাট
লাল বাহাদুর শাস্ত্রী বিজয় ঘাট
জগজীবন রাম সমতাস্থল
রাজীব গান্ধী বীরভূমি
ইন্দিরা গান্ধী শক্তিস্থল
চন্দ্রশেখর ঐকতাস্থল
চরণ সিং কিষাণ ঘাট
মোরারজী দেশাই অভয় ঘাট
নানাসাহেব মরভি
শেরশাহ সাসারাম
বাবর কাবুল
জাহাঙ্গীর লাহোর
আলেকজান্ডার মিশর
আকবর সেকেন্দ্রা
শাহজাহান ও মমতাজ তাজমহল
হুমায়ুন দিল্লী
আর.কে. নারায়ণ উদয় ভূমি
উত্তমকুমার কলকাতা
সুচিত্রা সেন কেওড়াতলা
সুষমা স্বরাজ দিল্লীর লোধী

তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Samadhi Sthal of Famous Indian Persons
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 02
Download Link : Click Here To Download


No comments:

Post a Comment