Breaking



Monday 9 October 2023

ভারতে প্রথম সূত্রপাত | ভারতে প্রথম কখন কি শুরু হয়

ভারতে প্রথম সূত্রপাত | ভারতে প্রথম কখন কি শুরু হয়

ভারতে প্রথম সূত্রপাত | ভারতে প্রথম কখন কি শুরু হয়
ভারতে প্রথম সূত্রপাত | ভারতে প্রথম কখন কি শুরু হয়
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে স্ট্যাটিক জিকের একটি গুরুত্বপূর্ণ টপিক হিসাবে ভারতে প্রথম সূত্রপাত তথা ভারতে প্রথম কখন কি শুরু হয় তার একটি লিস্ট শেয়ার করলাম। যেটিতে সংবাদপত্র, বেতার, দূরদর্শন, সিনেমা, ছাপাখানা, রেলগাড়ি, টেলিফোন প্রভৃতি জিনিসগুলির প্রচলন ভারতে কবে শুরু হয় তা খুব সুন্দরভাবে উপস্থাপন করা আছে।

এছাড়াও এই টপিক গুলি থেকে পরীক্ষায় আসতে পারে সেরকম কতকগুলি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরও আলোচনা করা আছে। তাই দেরী না করে পোস্টটি দেখে নাও এবং নীচ থেকে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।

ভারতে প্রথম সূত্রপাত

■ ডাকটিকিটঃ
ভারতের সিন্ধু প্রদেশে ১৮৫২ সালে তদানীন্তন ইংরেজ শাসক প্রথম ডাক টিকিটের প্রবর্তন করে।  সর্বভারতীয় ভিত্তিতে ১৮৫৪ সালে এই ডাক টিকিটের প্রচলন হয়।

■ টেলিগ্রাফঃ
১৮৩৯ সালে কলকাতা ও ডায়মন্ড হারবারের মধ্যে সরকারী কাজে প্রথম টেলিগ্রাফের প্রচলন হয় এবং ১৮৫৩ সালে কলকাতা ও আগ্রার মধ্যে এটা চালু হয়। 

■ টেলিফোনঃ
১৮৮১ সালে কলকাতায় প্রথম টেলিফোন চালু হয়।

■ রেলগাড়িঃ
ভারতে প্রথম রেলগাড়ি চালু হয় ১৮৫৩ সালের ১৬ই এপ্রিল।  মুম্বাই থেকে থানে পর্যন্ত ছিল এই রেলপথ। 

■ বৈদ্যুতিক রেলগাড়িঃ
১৯২৫ সালের ৩রা ফেব্রুয়ারি মুম্বাই থেকে কুরলা পর্যন্ত সর্বপ্রথম বৈদ্যুতিক রেলগাড়ির প্রচলন হয়।

■ ছাপাখানাঃ 
ভারতের গোয়ায় ১৫৫৬ খ্রিস্টাব্দে প্রথম ছাপাখানা স্থাপিত হয়। 

■ সংবাদপত্রঃ
১৭৮০ সালের ২৯শে জানুয়ারি জেমস অগাস্টাস হিকি এর সম্পাদনায় ‘বেঙ্গল গেজেট’ নামে প্রথম সংবাদপত্র ছাপা হয়। 

■ ক্রিকেটঃ
১৭৯৩ খ্রিস্টাব্দে কলকাতায় সর্বপ্রথম ক্রিকেট খেলা শুরু হয়।  

■ ফুটবলঃ
১৮০২ সালে ভারতের বোম্বাই শহরে মিলিটারি বনাম বোম্বাই আইল্যান্ড এই দুই দলের মধ্যে ফুটবল খেলা শুরু হয়। 

■ বেতার বা রেডিওঃ
১৯২৭ সালে বোম্বাই শহরে প্রথম বেতার কেন্দ্র স্থাপিত হয়। 

■ দূরদর্শন বা টেলিভিশনঃ 
১৯৫৯ সালের ১৫ই সেপ্টেম্বর দিল্লীতে সর্বপ্রথম টেলিভিশন কেন্দ্রের উদ্বোধন হয়। 

■ সিনেমাঃ
১৮৯৬ সালে বোম্বাই শহরে সর্বপ্রথম নির্বাক চলচ্চিত্র প্রদর্শিত হয়। 

■ কৃত্রিম উপগ্রহঃ
সোভিয়েত রাশিয়ার সহযোগিতায় ১৯৭৫ সালে ভারতের তৈরি ‘আর্যভট্ট’ নামে কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করা হয়।

■ আণবিক বোমা বিস্ফোরণঃ
১৯৭৪ সালের ১৮ই মে রাজস্থানের মরু অঞ্চল পোখরানে পরীক্ষামূলকভাবে ভারতের প্রথম আণবিক বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

Important Questions ::

Qn. ভারতে প্রথম ডাকটিকিট কবে প্রচলন হয় ?
Ans. ১৮৫৪ সালে। 

Qn. ভারতের ডাকটিকিট কে প্রবর্তন করেন ?
Ans. লর্ড ডালহৌসি।

Qn. স্বাধীন ভারতে প্রথম ডাকটিকিট প্রকাশিত হয় কবে ?
Ans. ১৯৪৭ সালের ২১শে নভেম্বর। 

Qn. স্বাধীন ভারতের প্রথম ডাকটিকিটে কোন কথা লেখা ছিল ?
Ans. জয় হিন্দ। 

Qn. ভারতের প্রথম টেলিগ্রাফ কবে ও কোথায় চালু হয় ?
Ans. ১৮৩৯ সালে কলকাতা ও ডায়মন্ড হারবারে।

Qn. ভারতের প্রথম টেলিফোন কবে চালু হয় ?
Ans. ১৮৮১ সালে।

Qn. ভারতের প্রথম রেলপথ কে আবিষ্কার করেন ?
Ans. লর্ড ডালহৌসি।

Qn. ভারতের প্রথম রেলযাত্রা কবে হয় ?
Ans. ভারতে প্রথম রেলগাড়ি চালু হয় ১৮৫৩ সালের ১৬ই এপ্রিল। 

Qn. ভারতের প্রথম রেল কোথায় চালু হয় ?
Ans. মুম্বাই থেকে থানে পর্যন্ত।

Qn. ভারতে প্রথম ইলেকট্রিক ট্রেন কবে চালু হয় ?
Ans. ১৯২৫ সালের ৩রা ফেব্রুয়ারি মুম্বাই থেকে কুরলা পর্যন্ত সর্বপ্রথম বৈদ্যুতিক রেলগাড়ির প্রচলন হয়।

Qn. ভারতের কোথায় এবং কবে প্রথম ছাপাখানা স্থাপিত হয় ?
Ans. ভারতের গোয়ায় ১৫৫৬ খ্রিস্টাব্দে প্রথম ছাপাখানা স্থাপিত হয়। 

Qn. ভারতে কারা প্রথম ছাপাখানা স্থাপন করেছিলেন ?
Ans. পর্তুগিজরা। 

Qn. কলকাতায় প্রথম কে এবং কবে ছাপাখানা তৈরি করেছিলেন? 
Ans. জেমস অগাস্টাস হিকি ১৭৭৮ সালে কলকাতায় প্রথম ছাপাখানা তৈরি করেছিলেন। 

Qn. ভারতের প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি ?
Ans. বেঙ্গল গেজেট।

Qn. ভারতে প্রথম সংবাদপত্র কবে এবং কি নামে প্রকাশিত হয় ?
Ans. ১৭৮০ সালের ২৯শে জানুয়ারি ‘বেঙ্গল গেজেট’ নামে প্রকাশিত হয়।

Qn. ভারতে প্রথম ক্রিকেট খেলা কবে শুরু হয় ?
Ans. ১৭৯৩ খ্রিস্টাব্দে।

Qn. ভারতের প্রথম ক্রিকেট ক্লাবের নাম কি ?
Ans. ক্যালকাটা ক্রিকেট ক্লাব। 

Qn. ক্যালকাটা ক্রিকেট ক্লাব কবে প্রতিষ্ঠিত হয় ?
Ans. ১৭৯২ সালে ক্যালকাটা ক্রিকেট ক্লাব নামে ব্রিটিশরা এই ক্লাব প্রতিষ্ঠা করেন। 

Qn. ভারতে প্রথম ফুটবল খেলা কবে শুরু হয় ?
Ans. ১৮০২ সালে। 

Qn. ভারতের প্রথম বেতার কেন্দ্র কবে স্থাপিত হয় ?
Ans. ১৯২৭ সালে বোম্বাই শহরে।

Qn. ভারতে প্রথম দূরদর্শন কবে দেখা যায় ?
Ans. ১৯৫৯ সালের ১৫ই সেপ্টেম্বর।

Qn. ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয় কাকে ?
Ans. দাদাসাহেব ফালকে কে।

Qn. ভারতের প্রথম নির্বাক চলচ্চিত্রের নাম কি ?
Ans. রাজা হরিশচন্দ্র (১৯১৩)।

Qn. ভারতের প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি ?
Ans. আলম আরা।

Qn. বাংলা ভাষায় প্রথম নির্বাক চলচ্চিত্র কোনটি ?
Ans. বিল্বমঙ্গল (১৯১৯)।

Qn. বাংলা ভাষায় প্রথম সবাক চলচ্চিত্র কোনটি ?
Ans. জামাই ষষ্ঠী (১৯৩১)। 

Qn. ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি ?
Ans. আর্যভট্ট।

Qn. ভারত কত সালে প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় ?
Ans. ১৯৭৪ সালের ১৮ই মে।

Qn. ভারতের প্রথম পারমাণবিক বিস্ফোরণ কোথায় হয়
Ans. রাজস্থানের পোখরানে। 

Qn. কোন প্রধানমন্ত্রীর সময় ভারত প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায় ?
Ans. অটল বিহারী বাজপেয়ী।

Qn. ব্যাঙ্কের জাতীয়করণ কবে হয় ?
Ans. ১৯৬৯ সালে।

Qn. স্বাধীন ভারতের প্রথম নির্বাচন কবে হয়েছিল ?
Ans. ১৯৫১-৫২ তে।

Qn. স্বাধীন ভারতের সর্বপ্রথম জনগণনা কবে হয় ?
Ans. ১৯৫১ সালে।

Qn. ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র স্থাপিত হয় কবে ?
Ans. ১৯৬৯ সালে।

পোস্টটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : ভারতে প্রথম সূত্রপাত
Language : Bengali
Size : 0.5 mb 
No. of Pages : 03
Download Link : Click Here To Download


No comments:

Post a Comment