Breaking



Tuesday 26 March 2024

নতুন সংসদ ভবন সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF | New Parliament GK Questions in Bengali

নতুন সংসদ ভবন জিকে প্রশ্ন উত্তর PDF | New Parliament GK Questions in Bengali PDF

নতুন সংসদ ভবন সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF | New Parliament GK Questions in Bengali
নতুন সংসদ ভবন সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF | New Parliament GK Questions in Bengali
কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
আজকের পোস্টে ভারতের নতুন সংসদ ভবন প্রশ্ন উত্তর PDF | New Parliament GK Questions in Bengali PDF টি শেয়ার করলাম। যেটিতে ভারতের নতুন সংসদ ভবন সম্পর্কিত গুরুত্বপূর্ণ কতকগুলি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। চাকরির পরীক্ষাতে এখান থেকে প্রশ্ন আসতে পারে, সুতরাং প্রশ্নোত্তরগুলি ভালো করে দেখে নাও এবং প্রয়োজনে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।

নতুন সংসদ ভবন জিকে প্রশ্ন উত্তর

০১. ভারতের নতুন সংসদ ভবনের নাম কি?
উত্তরঃ পার্লামেন্ট হাউস অফ ইন্ডিয়া।

০২. নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় কবে?
উত্তরঃ ২০২০ সালের ১০ ডিসেম্বর।

০৩. ভারতের নতুন সংসদ ভবন উদ্বোধন করা হয় কবে?
উত্তরঃ ২০২৩ সালের ২৮শে মে।

০৪. ভারতের নতুন সংসদ ভবন উদ্বোধন করেছেন কে?
উত্তরঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

০৫. ভারতের নতুন সংসদ ভবন কোথায় অবস্থিত?
উত্তরঃ নিউ দিল্লী।

০৬. নতুন সংসদ ভবনের আকৃতি কীরূপ?
উত্তরঃ ত্রিভুজাকার আকৃতির।

০৭. ভারতের নতুন সংসদ ভবনের নকশা কে তৈরি করেন?
উত্তরঃ বিমল প্যাটেল।

০৮. ভারতের সংসদের নতুন ভবনের দায়িত্বে থাকা স্থপতির নাম কি?
উত্তরঃ বিমল প্যাটেল।

০৯. নতুন সংসদ ভবন নির্মাণ করেছে কোন কোম্পানি?
উত্তরঃ টাটা প্রজেক্টস লিমিটেড।

১০. কোন প্রোজেক্টের আওতায় নতুন সংসদ ভবনটি নির্মাণ করা হয়েছে?
উত্তরঃ সেন্ট্রাল ভিস্তা রিডেভেলপমেন্ট প্রজেক্টের অংশ হিসেবে, নতুন দিল্লিতে একটি নতুন সংসদ ভবন নির্মাণ করা হয়েছে।

১১. নতুন সংসদ ভবনটি তৈরির জন্য কোন আর্কিটেকচার ফার্ম কাজ করেছে?
উত্তরঃ গুজরাটের এইচসিপি ডিজাইন, প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড।

১২. নতুন সংসদ ভবনটি তৈরি করতে কত টাকা বরাদ্দ করা হয়েছিল?
উত্তরঃ ৮৬২ কোটি টাকা।

১৩. কবে নতুন সংসদ ভবনের উপরে জাতীয় প্রতীকের উন্মোচন করেন নরেন্দ্র মোদী?
উত্তরঃ ২০২২ সালের ১১ই জুলাই।

১৪. জাতীয় প্রতীকটির ওজন কত?
উত্তরঃ ৯,৫০০ কেজি।

১৫. নতুন সংসদ ভবনেটির মোট আয়তন কত?
উত্তরঃ ৬৫,০০০ বর্গ মিটার।

১৬. নতুন সংসদ ভবনটি তৈরী করতে কত দিন লেগেছে?
উত্তরঃ প্রায় আড়াই বছর।

১৭. নতুন সংসদ ভবনটি কত তলা বিশিষ্ট?
উত্তরঃ চার তলা।

১৮. নতুন সংসদ ভবনে লোকসভায় কতগুলি সিট ক্যাপাসিটি রয়েছে?
উত্তরঃ লোকসভা চেম্বারে ৮৮৮টি আসন রয়েছে।

১৯. নতুন সংসদ ভবনে রাজ্যসভায় কতগুলি সিট ক্যাপাসিটি রয়েছে?
উত্তরঃ রাজ্যসভা চেম্বারে ৩৮৪টি আসন রয়েছে।

২০. নতুন লোকসভা কক্ষটির থিম কি?
উত্তরঃ ময়ূর। 

২১. নতুন রাজ্যসভা কক্ষটির থিম কি?
উত্তরঃ পদ্ম। 

২২. সেঙ্গল কি? 
উত্তরঃ সেঙ্গল বা সেংগোল হল একটি ঐতিহাসিক সোনার রাজদণ্ড বা ধর্মদণ্ড। এটি ব্রিটিশরাজ থেকে মুক্তি এবং স্বাধীন ভারতে ক্ষমতা হস্তান্তরের প্রতীক হিসাবে স্বাধীন রাষ্ট্রের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর হাতে তুলে দেওয়া হয়েছিল।

২৩. ভারতীয় সংসদে সেঙ্গল কি?
উত্তরঃ সেঙ্গল হল একটি সোনার ধাতুপট্টাবৃত, রৌপ্য রাজদণ্ড যা বর্তমানে ভারতের নিউ দিল্লীতে নতুন সংসদ ভবনে স্থাপিত।

২৪. সেঙ্গল অর্থ কি?
উত্তরঃ সেঙ্গল শব্দটি তামিল শব্দ সেম্মাই থেকে এসেছে, যার অর্থ ন্যায়।

২৫. বর্তমানে এই সেঙ্গলটি নতুন সংসদ ভবনের কোথায় স্থাপন করা হয়েছে?
উত্তরঃ লোকসভার স্পিকারের চেয়ারের সামনে।

২৬. নতুন সংসদ ভবনটির জীবন সীমা কত বছর নির্ধারণ করা হয়েছে?
উত্তরঃ ১৫০ বছর।

২৭. নতুন সংসদের প্রবেশ দ্বার কয়টি?
উত্তরঃ ছয়টি এবং এই ছয়টি দ্বার হল গজ দ্বার, অশ্ব দ্বার, গরুড় দ্বার, মকর দ্বার, শার্দুল দ্বার এবং হংস দ্বার। 

২৮. নতুন সংসদ ভবনে কয়টি কমিটি রুম রয়েছে?
উত্তরঃ ছয়টি।

২৯. মন্ত্রী পরিষদের অফিস হিসাবে কয়টি রুম রয়েছে?
উত্তরঃ ৯২টি। 

৩০. ভারতের নতুন সংসদ ভবনের বিশেষত্ব কি কি?
উত্তরঃ গ্রীন কনস্ট্রাকশন টেকনিক ব্যবহার করা হয়েছে, রেনওয়াটার হার্ভেস্টিং সিস্টেম, সৌর শক্তির উৎপাদন ও ব্যবহার, এনার্জি সেভিং ডিভাইসের ব্যবহারে ৩০ শতাংশ বিদ্যুৎ খরচ কম হবে, ভূমিকম্প প্রতিরোধী ডিজাইন, ব্যক্তিদের জন্য অনুকূল ব্যবস্থা। 

৩১. নতুন সংসদ ভবনের উদ্বোধন উপলক্ষ্যে কত টাকার কয়েন লঞ্চ করা হয়েছে?
উত্তরঃ ৭৫ টাকার।

প্রশ্নোত্তরগুলির পিডিএফ লিংক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : New Parliament GK
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 02
Download Link : Click Here To Download


No comments:

Post a Comment