Breaking



Wednesday 17 April 2024

অযোধ্যা রাম মন্দির প্রশ্ন উত্তর PDF | Ayodhya Ram Mandir GK Question Answer in Bengali

অযোধ্যা রাম মন্দির সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF | Ayodhya Ram Mandir GK Question Answer in Bengali

অযোধ্যা রাম মন্দির সম্পর্কিত প্রশ্ন উত্তর PDF | Ayodhya Ram Mandir GK Question Answer in Bengali
অযোধ্যা রাম মন্দির প্রশ্ন উত্তর PDF
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে অযোধ্যা রাম মন্দির প্রশ্ন উত্তর PDF টি শেয়ার করলাম। যেটিতে অযোধ্যা রাম মন্দির সম্পর্কিত কতকগুলি গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলি তোমাদের আগত বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে। সুতরাং সময় অপচয় না করে প্রশ্নগুলি দেখে নাও এবং প্রয়োজনে পিডিএফটি সংগ্রহ করে নাও।

অযোধ্যা রাম মন্দির জিকে প্রশ্ন উত্তর

০১. অযোধ্যা রাম মন্দির কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ উত্তরপ্রদেশ। 

০২. অযোধ্যার প্রাচীন নাম কি?
উত্তরঃ ফৈজাবাদ।

০৩. অযোধ্যা কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ সরযূ।

০৪. অযোধ্যা রাম মন্দির উদ্বোধনের তারিখ? 
উত্তরঃ ২০২৪ সালের ২২শে জানুয়ারি।

০৫. অযোধ্যায় রাম মন্দির নির্মাণ করেছে কোন কোম্পানি?
উত্তরঃ লারসেন অ্যান্ড টুব্রো (L&T)। 

০৬. রাম মন্দিরের মোট বাজেট কত?
উত্তরঃ অযোধ্যা রাম মন্দির নির্মাণে মোট বাজেট ১৮০০ কোটি টাকা। 

০৭. রাম মন্দির তৈরি করতে কত টাকা খরচ হয়েছে?
উত্তরঃ শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের রিপোর্ট অনুযায়ী ২০২৩ সালের ৩১শে মার্চ পর্যন্ত ৯০০ কোটি টাকা খরচ হয়েছে। এখনও ৩ হাজার কোটি টাকা থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে রয়েছে। 

০৮. অযোধ্যা রাম মন্দিরের নকশা কে তৈরি করেছেন?
উত্তরঃ চন্দ্রকান্ত সোমপুরা।

০৯. রাম মন্দির নির্মাণ শুরু হয় কোন সালে?
উত্তরঃ ২০২০ সালের মে মাসে। 

১০. অযোধ্যা রাম মন্দিরের ভূমি পূজন কবে হয়?
উত্তরঃ ২০২০ সালের ৫ই আগস্ট।

১১. অযোধ্যায রাম মন্দিরের ট্রাস্টের চেয়ারম্যান কে?
উত্তরঃ নৃত্যগোপাল দাস।

১২. শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের সাধারণ সম্পাদক কে?
উত্তরঃ চম্পত রায়। 

১৩. অযোধ্যা রাম মন্দিরের ট্রাস্ট এর নাম কি?
উত্তরঃ শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট।

১৪. রাম মন্দির প্রাণ প্রতিষ্ঠা কে করছে?
উত্তরঃ বারাণসীর পুরোহিত লক্ষ্মী কান্ত দীক্ষিত।

১৫. অযোধ্যা রাম মন্দিরে কোথাকার পাথর ব্যবহার করা হয়েছে?
উত্তরঃ রাজস্থানের বান্সি পাহাড়পুর এলাকার।

১৬. অযোধ্যা রাম মন্দিরের দৈর্ঘ্য কত?
উত্তরঃ ৩৮০ ফুট।

১৭. অযোধ্যা রাম মন্দিরের প্রস্থ কত?
উত্তরঃ ২৫০ ফুট।

১৮. অযোধ্যা রাম মন্দিরের উচ্চতা কত?
উত্তরঃ ১৬১ ফুট।

১৯. অযোধ্যা রাম মন্দিরটি কত তল বিশিষ্ট?
উত্তরঃ তিনতলা। 

২০. অযোধ্যা রাম মন্দির কোন পাথর দিয়ে তৈরি হয়েছে?
উত্তরঃ বেলেপাথর।

২১. অযোধ্যা রাম মন্দিরের স্থানের এলাকা কত?
উত্তরঃ মন্দির এলাকা প্রায় ২.৭ একর জমি জুড়ে।

২২. অযোধ্যায় বিতর্কিত জমির আয়তন কত?
উত্তরঃ ২.৭৭ একর। 

২৩. অযোধ্যা রাম মন্দির তৈরি করতে কতদিন সময় লেগেছে?
উত্তরঃ প্রায় সাড়ে তিন বছর।

২৪. অযোধ্যা রাম মন্দিরের মামলার ফলাফল কবে ঘোষণা করা হয়?
উত্তরঃ ২০১৯ সালের ৯ই নভেম্বর। 

২৫. অযোধ্যা রাম মন্দির মামলার জন্য কতজন বিচারপতির বেঞ্চ গঠন করা হয়েছিল?
উত্তরঃ পাঁচজন। পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে হয়েছিল মামলার শুনানি। এই পাঁচ বিচারপতি হলেন- রঞ্জন গগৈ, এসএ বোবদে, ডিওয়াই চন্দ্রচূড়, অশোক ভূষণ, আবদুল নাজির। 

২৬. অযোধ্যা রাম মন্দির মামলার প্রধান বিচারপতি কে ছিলেন?
উত্তরঃ রঞ্জন গগৈ।  

২৭. রাম মন্দিরের শিলান্যাস কবে সম্পূর্ণ হয়েছে?
উত্তরঃ ২০২০ সালের ৫ই আগস্ট। 

২৮. রামমন্দিরের ভিত্তি প্রস্তর কে স্থাপন করেন?
উত্তরঃ নরেন্দ্র মোদী।

২৯. বাবরি মসজিদ কে তৈরি করেছিলেন? 
উত্তরঃ বাবরের সেনাপতি মীর বাকি।

৩০. বাবরি মসজিদ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৫২৮ সালে।

৩১. বাবরি মসজিদ কত সালে ভাঙ্গা হয়?
উত্তরঃ ১৯৯২ সালের ৬ই ডিসেম্বর।

প্রশ্নোত্তরের পিডিএফ লিংক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Ayodhya Ram Mandir GK
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 02
Download Link : Click Here To Download


No comments:

Post a Comment