4th October 2024 Current Affairs in Bengali | ৪ঠা অক্টোবর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স
![]() |
4th October 2024 Current Affairs in Bengali | ৪ঠা অক্টোবর ২০২৪ কারেন্ট অ্যাফেয়ার্স |
Daily Current Affairs : 4th October 2024
1.বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন করা হয় ৪ঠা অক্টোবর; এবছরের থিম হলো-"The world is their home too".
2.Urban Governance Index (UGI) 2024-এ শীর্ষস্থানে রয়েছে কেরালা।
3.ঝাড়খণ্ডের হাজারিবাগে Dharti Aaba Janjatiya Gram Utkarsh Abhiyan (DAJGUA) চালু করেছেন নরেন্দ্র মোদী।
4.বাংলাদেশকে ২-০ গোলে পরাজিত করে SAFF U-17 Championship 2024 জিতলো ভারত।
5.LinkedIn's Top Startups India List 2024-এ পুনরায় শীর্ষস্থান অর্জন করলো Zepto কোম্পানি।
6.NATO-এর সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নেদারল্যান্ডসের প্রাক্তন প্রধানমন্ত্রী Mark Rutte.
7.25th Lal Bahadur Shastri National Award-এ ভূষিত হলেন রাজশ্রী বিড়লা।
8.ISSF Junior World Championship 2024-এ দুটি স্বর্ণপদক জিতেছেন পার্থ রাকেশ মানে।
9.মেক্সিকোর প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেন Claudia Sheinbaum.
10.তেলেঙ্গানায় Women Entrepreneurship Platform (WEP)-এর প্রথম চ্যাপ্টার লঞ্চ করলো NITI Aayog.
No comments:
Post a Comment