Breaking







Wednesday, 17 May 2023

Kolkata Police Constable Practice Set PDF

কলকাতা পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট PDF | Kolkata Police Constable Preliminary Practice Set PDF

Kolkata Police Constable Practice Set PDF
Kolkata Police Constable Practice Set PDF
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষার একটি প্র্যাকটিস সেট শেয়ার করলাম। যেটির মধ্যে শুধুমাত্র জেনারেল নলেজ বিষয়টি থেকে ৪০টি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া আছে। যেটি তোমাদের আগত কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।

সুতরাং সময় অপচয় না করে প্র্যাকটিস সেটের প্রশ্নগুলি দেখে নাও এবং অফলাইনে ভালোভাবে প্র্যাকটিসের জন্য নীচ থেকে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।

Kolkata Police Constable Practice Set 01

০১. ভারতের বর্তমান উপরাষ্ট্রপতির নাম কি ?
ⓐ জগদীপ ধনখড়
ⓑ ভেঙ্কাইয়া নাইডু 
ⓒ মহম্মদ হামিদ আনসারি 
ⓓ রামনাথ কোবিন্দ

০২. সুপ্রিম কোর্টের বর্তমান প্রধান বিচারপতির নাম কি ?
ⓐ উদয় উমেশ ললিত 
ⓑ ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়
ⓒ হীরালাল জে. কানিয়া 
ⓓ কমল নারায়ণ সিং

০৩. UPSC এর বর্তমান চেয়ারম্যান কে ?
ⓐ ড. মনোজ সোনি
ⓑ প্রদীপ কুমার যোশী 
ⓒ অরবিন্দ সাক্সেনা 
ⓓ বিনয় মিত্তাল

০৪. বিশ্ব সঙ্গীত দিবস কবে পালিত হয় ?
ⓐ ২১শে মে
ⓑ ২১শে জুন
ⓒ ২১শে জুলাই
ⓓ ২১শে আগস্ট

০৫. ঘূর্ণিঝড় মোকা (Mocha) নামকরণ করেছে কোন দেশ ?
ⓐ ইয়েমেন
ⓑ বাংলাদেশ 
ⓒ ওমান 
ⓓ ইরান

০৬. প্রয়াত কেশব দত্ত কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন ?
ⓐ ক্রিকেট
ⓑ ব্যাডমিন্টন
ⓒ হকি
ⓓ টেনিস

০৭. পৃথিবীর দীর্ঘতম বালির দুর্গ কোথায় তৈরি হলো ?
ⓐ ইতালি
ⓑ ফ্রান্স
ⓒ রাশিয়া
ⓓ ডেনমার্ক

০৮. প্রতি বছর কোন দিনে বিশ্ব রেড ক্রস দিবস পালিত হয় ?
ⓐ ৬ই মে
ⓑ ৭ই মে
ⓒ ৮ই মে
ⓓ ৯ই মে

০৯. IFC এর সদর দপ্তর কোথায় ?
ⓐ জেনেভা
ⓑ ম্যানিলা
ⓒ ওয়াশিংটন ডিসি  
ⓓ নিউ ইয়র্ক

১০. ২০২৩ সালের আন্তর্জাতিক নার্স দিবসের থিম কি ছিল ?
ⓐ Our Nurses. Our Future
ⓑ Nursing the World to Health
ⓒ Health for All
ⓓ Health is a Human Right

১১. অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন ?
ⓐ লর্ড ওয়েলেসলি
ⓑ লর্ড ক্লাইভ
ⓒ লর্ড হেস্টিংস
ⓓ লর্ড কর্ণওয়ালিশ

১২. আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন ?
ⓐ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
ⓑ মধুসূদন দত্ত
ⓒ দয়ানন্দ সরস্বতী
ⓓ রাজা রামমোহন রায়

১৩. খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতে কতগুলো জনপদ গড়ে উঠেছিল ?
ⓐ ১২টি
ⓑ ১৪টি 
ⓒ ১৬টি
ⓓ ১৮টি

১৪. হকিক-ই-হিন্দ গ্রন্থের রচয়িতা কে ?
ⓐ বাবর
ⓑ কলহন
ⓒ আলবিরুণী
ⓓ আবুল ফজল

১৫. কংগ্রেস সমাজতন্ত্রী দল কোথায় গড়ে উঠেছিল ?
ⓐ কলকাতা
ⓑ দিল্লী
ⓒ মুম্বাই
ⓓ গুজরাট

১৬. ভারতে খনিজ টেল উৎপাদন কোথায় বেশি হয় ?
ⓐ আসাম
ⓑ মহারাষ্ট্র
ⓒ কর্ণাটক
ⓓ গুজরাট

১৭. ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয় ?
ⓐ দুর্গাপুর
ⓑ চেন্নাই
ⓒ আহমেদাবাদ
ⓓ মুম্বাই

১৮. কচ্ছের রণ কোন রাজ্যে অবস্থিত ?
ⓐ গুজরাট
ⓑ পশ্চিমবঙ্গ
ⓒ মধ্যপ্রদেশ
ⓓ আসাম

১৯. রান ও ধান্দ কোন রাজ্যে দেখা যায় ?
ⓐ রাজস্থান  
ⓑ হিমাচল প্রদেশ
ⓒ উত্তরপ্রদেশ
ⓓ মধ্যপ্রদেশ

২০. কিরু জলবিদ্যুৎ ভারতের কোন রাজ্যে অবস্থিত ?
ⓐ কর্ণাটক
ⓑ আসাম
ⓒ পশ্চিমবঙ্গ
ⓓ জম্মু ও কাশ্মীর

২১. One Life is Not Enough - আত্মজীবনটি কে রচনা করেন ?
ⓐ নটবর সিং
ⓑ সঞ্জয় বাবু
ⓒ ব্রজেশ মিশ্র
ⓓ অর্জুন সিং

২২. ইনকিলাব জিন্দাবাদ স্লোগান কে দিয়েছিলেন ?
ⓐ সুভাষ চন্দ্র বোস
ⓑ গান্ধিজী
ⓒ ইকবাল
ⓓ ভগত সিং  

২৩. স্পিরিট অফ ইসলাম গ্রন্থটি কে লিখেছেন ?
ⓐ সৈয়দ আহমেদ
ⓑ আব্দুল ওয়াহাব
ⓒ সৈয়দ আমীর আলি
ⓓ মহসিন উলমুলক

২৪. মেঘনাদ বধ কাব্যটি কে রচনা করেন ?
ⓐ রবীন্দ্রনাথ ঠাকুর
ⓑ বাল্মীকি
ⓒ মাইকেল মধুসূদন দত্ত
ⓓ প্রমথ চৌধুরী 

২৫. গৌড়ীয় ব্যাকরণ কে রচনা করেন ?
ⓐ রামমোহন রায়
ⓑ মধুসূদন দত্ত
ⓒ দেবেন্দ্রনাথ ঠাকুর
ⓓ বিদ্যাসাগর 

২৬. ভারতীয় সংবিধানের প্রস্তাবনার কয়টি অংশ ?
ⓐ একটি
ⓑ দুটি
ⓒ তিনটি
ⓓ চারটি

২৭. কত নং ধারায় সংবিধান সংশোধনের কথা বলা হয়েছে ?
ⓐ ৯৩ নং ধারায়
ⓑ ৩৬৮ নং ধারায়
ⓒ ৩৫২ নং ধারায়
ⓓ ৯০ নং ধারায় 

২৮. স্পীকারকে পদচ্যুত করতে গেলে কতদিন আগে সংসদে নোটিশ দিতে হয় ?
ⓐ ৭ দিন
ⓑ ১৪ দিন
ⓒ ২১ দিন
ⓓ ৩০ দিন 

২৯. জেলা পরিষদের কার্যকাল কত বছর ?
ⓐ ৩ বছর
ⓑ ৫ বছর
ⓒ ৭ বছর
ⓓ ৯ বছর

৩০. ভারতীয় সংবিধানের কত নং ধারায় অর্থবিল আলোচিত হয়েছে ?
ⓐ ১৩০ নং ধারায়
ⓑ ১২০ নং ধারায়
ⓒ ১১০ নং ধারায়
ⓓ ১০০ নং ধারায়

৩১. জাতীয় ক্রীড়া দিবস কবে পালিত হয় ?
ⓐ ২৭শে আগস্ট
ⓑ ২৮শে আগস্ট
ⓒ ২৯শে আগস্ট
ⓓ ৩০শে আগস্ট

৩২. রহি সার্নাবত কোন খেলার সঙ্গে যুক্ত ?
ⓐ গলফ
ⓑ শ্যুটিং
ⓒ ব্যাডমিন্টন
ⓓ অ্যাথলেটিক্স

৩৩. তীরন্দাজি কোন দেশের জাতীয় খেলা ?
ⓐ ভারত 
ⓑ বাংলাদেশ 
ⓒ ভুটান
ⓓ উবা

৩৪. অস্কার পুরস্কার জয়ী প্রথম অভিনেত্রীর নাম কি ?
ⓐ জ্যানেট গেনর
ⓑ নর্মা শিয়েরার
ⓒ মারি ড্রেসলার 
ⓓ হেলেন হেইস

৩৫. উদ্ভিদ কোষ গঠনে অপরিহার্য শর্করাটি হল –
ⓐ সেলুলোজ
ⓑ সুক্রোজ
ⓒ স্টার্চ 
ⓓ লিগনিন

৩৬. এক্স-রে রশ্মি কে আবিষ্কার করেন ?
ⓐ উইলহেম রনজেন
ⓑ জে জে থমসন
ⓒ উইলিয়াম ক্রুকস
ⓓ কার্ল ফার্ডিনান্ড ব্রাউন

৩৭. কম্পিউটার কে আবিষ্কার করেন ?
ⓐ বিল গেটস
ⓑ চার্লস ব্যাবেজ
ⓒ মার্ক জুকারবার্গ 
ⓓ মাইকেল ফ্যারাডে

৩৮. কম্পিউটার এর প্রোগ্রামিং ত্রুটিকে কি বলা হয় ?
ⓐ ভাইরাস
ⓑ স্প্যাম
ⓒ ফলিস
ⓓ বাগস

৩৯. ঘড়িতে দম দিলে কোন শক্তি সঞ্চিত হয় ?
ⓐ স্থিতিশক্তি
ⓑ যান্ত্রিক শক্তি
ⓒ সক্রিয়ন শক্তি
ⓓ কোনটিই নয়

৪০. ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ কোনটি ?
ⓐ স্পুটনিক 
ⓑ আর্যভট্ট
ⓒ অস্ত্র
ⓓ এক্সপ্লোর


প্র্যাকটিস সেটটির পিডিএফ লিংক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Kolkata Police Constable GK Practice Set 01
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 05
Download Link : Click Here To Download


No comments:

Post a Comment