কলকাতা পুলিশ প্রশ্ন উত্তর PDF | Kolkata Police GK Questions
![]() |
কলকাতা পুলিশ প্রশ্ন উত্তর PDF |
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে গুরুত্বপূর্ণ কতকগুলি জিকে প্রশ্ন ও উত্তর শেয়ার করলাম, যেগুলি তোমাদের কলকাতা পুলিশ এর বিভিন্ন পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে। সুতরাং সময় অপচয় না করে প্রশ্নগুলি দেখে নাও এবং প্রয়োজনে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।
Kolkata Police GK Questions :
০১. পিঁপড়া ও মৌমাছির কামড়ে কোন এসিড থাকে ?
উত্তরঃ ফরমিক এসিড/মিথানয়িক এসিড।
০২. ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহ ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলেছেন কে ?
উত্তরঃ বিনায়ক দামোদর সাভারকর।
০৩. অযোধ্যায় সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দেন কে ?
উত্তরঃ মৌলভী আহমদ উল্লাহ।
০৪. শেয়ার বাজার নিয়ন্ত্রণ সংস্থার নাম কি ?
উত্তরঃ SEBI.
০৫. ভারতে লোকসভার প্রধান কার্যপরিচালক কে ?
উত্তরঃ লোকসভার অধ্যক্ষ।
০৬. ভারতের লোকসভার বর্তমান স্পিকার কে ?
উত্তরঃ ওম বিড়লা।
০৭. সুয়েজ খাল সংযুক্ত করেছে -
উত্তরঃ ভূমধ্যসাগর ও লোহিত সাগর।
০৮. সারনাথের 'Lion Capital' টি কোন রাজা নির্মাণ করেন ?
উত্তরঃ অশোক।
০৯. ঋগ্বেদর যুগে আর্যরা ভারতের কোথায় বাস করতেন ?
উত্তরঃ সপ্তসিন্ধু এলাকায়।
১০. আর্যরা কবে ভারতে আসে ?
উত্তরঃ ১৫০০ খ্রিস্টপূর্বাব্দের দিকে।
১১. রেগুর মৃত্তিকা অপর নাম কি ?
উত্তরঃ কৃষ্ণ মৃত্তিকা।
১২. মরু অঞ্চলের মৃত্তিকার অপর নাম কি ?
উত্তরঃ সিরোজেম।
১৩. গুজরাটের অগভীর জলাভূমিকে কি বলে ?
উত্তরঃ রণ।
১৪. ভারতে অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?
উত্তরঃ কাঞ্চনজঙ্ঘা।
১৫. দক্ষিণ রেলপথের সদর দফতর কোথায় আছে ?
উত্তরঃ চেন্নাইতে।
১৬. বনচাঁড়ালের পাতার চলনকে কী বলে ?
উত্তরঃ প্রকরণ বক্রচলন।
১৭. মূত্রে রক্তের উপস্থিতিকে কী বলা হয় ?
উত্তরঃ হিমাচুরিয়া।
১৮. ইন্ডিয়া হাউস কে প্রতিষ্ঠা করেন ?
উত্তরঃ শ্যামজি কৃষ্ণ বর্মা।
১৯. হান্টার কমিশন কত সালে গঠিত হয় ?
উত্তরঃ ১৮৮২ সালে।
২০. আন্তর্জাতিক অহিংস দিবস পালন করা হয় কবে ?
উত্তরঃ ২রা অক্টোবর।
প্রশ্ন উত্তর গুলির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে
File Details:
PDF Name : Kolkata Police GK Questions 01
Language : Bengali
Size : 0.3 mb
No. of Pages : 04
Download Link : Click Here To Download
No comments:
Post a Comment