Breaking



Thursday 26 May 2022

Kolkata Police Constable 2022 Syllabus in Bengali PDF | Full Details

Kolkata Police Constable 2022 Syllabus in Bengali PDF | কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার সিলেবাস

Kolkata Police Constable 2022 Syllabus in Bengali PDF | Full Details
Kolkata Police Constable 2022 Syllabus in Bengali PDF
কলম 
সুপ্রিয় ছাত্রছাত্রী,
কলম ডট ইন ওয়েবসাইটে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই পোস্টে Kolkata Police Constable 2022 Syllabus in Bengali PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার নিয়োগ পদ্ধতি, পরীক্ষার ধরণ ও সিলেবাস প্রভৃতি সমস্ত কিছু বাংলা ভাষায় দেওয়া আছে।

সুতরাং দেরী না করে সিলেবাসটি দেখে নাও এবং নীচ থেকে সিলেবাসটির পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও, পিডিএফের মধ্যে আরও সুন্দর করে সিলেবাসটি দেওয়া আছে।

কলকাতা পুলিশ কনস্টেবল সিলেবাস

▣ নিয়োগ প্রক্রিয়াঃ
কলকাতা পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবল নিয়োগের পক্রিয়াগুলি হল -
 প্রিলিমিনারি পরীক্ষা
 PMT & PET
 মেন পরীক্ষা
 ইন্টারভিউ
 ডকুমেন্ট ভেরিফিকেশন ও মেডিক্যাল

❏ প্রিলিমিনারি পরীক্ষাঃ
কলকাতা পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষা ১০০ নম্বরের হবে এবং মোট ৩টি বিষয় থেকে প্রশ্ন আসবে, প্রশ্নগুলি MCQ টাইপ হবে ও একটি প্রশ্নের ৪টি করে বিকল্প উত্তর দেওয়া থাকবে।  নীচে আরও বিস্তারিতভাবে দেওয়া হল -
 মোট প্রশ্ন সংখ্যা : ১০০টি (৪০টি জিকে, ৩০টি অঙ্ক ও ৩০টি রিজনিং) 
 মোট নম্বর : ১০০
 সময় : ১ ঘণ্টা
 প্রশ্নের ধরন : MCQ
 প্রতিটি প্রশ্নের মান : ১
 নেগেটিভ মার্কিং :  -০.২৫

❏ PMT :
 পুরুষদের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা হতে হবে ১৬৭ সেমি ও ওজন হতে হবে ৫৭ কেজি (গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী ও ST দের ক্ষেত্রে ১৬০ সেমি ও ওজন হতে হবে ৫৩ কেজি)।
 মহিলাদের ক্ষেত্রে ন্যূনতম উচ্চতা হতে হবে ১৬০ সেমি ও ওজন হতে হবে ৪৯ কেজি (গোর্খা, গাড়োয়ালি, রাজবংশী ও ST দের ক্ষেত্রে ১৫২ সেমি ও ওজন হতে হবে ৪৫ কেজি)।

❏ PET :
 পুরুষদের ক্ষেত্রে ৬ মিনিট ৩০ সেকেন্ডে ১৬০০ মিটার দৌড়োতে হবে।
 মহিলাদের ক্ষেত্রে ৪ মিনিট ৩০ সেকেন্ডে ৮০০ মিটার দৌড়োতে হবে।

❏ মেন পরীক্ষাঃ
কলকাতা পুলিশ কনস্টেবল ও লেডি কনস্টেবল মেন পরীক্ষা হবে ৮৫ নম্বরের এবং মোট ৪টি বিষয় থেকে প্রশ্ন আসবে, প্রশ্নগুলি MCQ টাইপ হবে ও একটি প্রশ্নের ৪টি করে বিকল্প উত্তর দেওয়া থাকবে।  নীচে আরও বিস্তারিতভাবে দেওয়া হল -
 মোট প্রশ্ন সংখ্যা : ৮৫টি (২৫টি জিকে, ১০টি ইংরেজি, ২৫টি অঙ্ক ও ২৫টি রিজনিং)
 মোট নম্বর : ৮৫
 সময় : ১ ঘণ্টা
 প্রশ্নের ধরন : MCQ
 প্রতিটি প্রশ্নের মান : ১
নেগেটিভ মার্কিং :  -০.২৫

❏ ইন্টারভিউঃ
যোগ্যতা অনুযায়ী সীমিত সংখ্যাক প্রার্থীদের ইন্টারভিউর জন্য ডাকা হবে এবং এই ইন্টারভিউটি হবে ১৫ নম্বরের।

❏ সিলেবাসের বিষয়বস্তুঃ
অ. জেনারেল নলেজঃ
 সাধারণ জ্ঞান
 কারেন্ট অ্যাফেয়ার্স 
 ভারতের অর্থনীতি 
 ভারতের ইতিহাস
 ভারতীয় সংস্কৃতি
 ভারতীয় সাহিত্য
 জীবন বিজ্ঞান 
 ভৌত বিজ্ঞান
 ভারতীয় সংবিধান
 খেলাধুলা
 পুরস্কার
 চলচ্চিত্র 
 কম্পিউটার

আ. ইংরেজিঃ 
 Grammar
 Unseen Passages
 Error Correction
 Idioms & Phrases
 Comprehension
 Fill in the Blanks
 Sentence Rearrangement
 Subject-Verb Agreement
 Synonyms
 Articles
 Adverb
 Vocabulary
 Tenses
 Antonyms
 Verb

ই. গণিতঃ 
 অনুপাত ও সমানুপাত
 অংশীদারি কারবার
 গড়
 সময় ও কার্য
 নল ও চৌবাচ্চা
 সময় ও দূরত্ব
 ট্রেন সংক্রান্ত সময় ও দূরত্ব
 নৌকা ও স্রোত
 শতকরা
 লাভ ও ক্ষতি
 সরল সুদ
 চক্রবৃদ্ধি ও সমাহার বৃদ্ধি বা হ্রাস
 মিশ্রণ
 ইত্যাদি 

ঈ. রিজনিংঃ 
 সংখ্যা শ্রেনি
 বর্ণ শ্রেনি
 শ্রেনিবিভাজন
 সাদৃশ্য
 সাংকেতিকরণ এবং অসাংকেতিকরণ
 দিকনির্ণয় সংক্রান্ত সমস্যা
 ভেনচিত্র
 লুপ্ত সংখ্যা নির্ণয়
 ম্যাট্রিক্স কোডিং
 বর্ণমালা সংক্রান্ত সমস্যা
 সংখ্যা ও সময়ের ক্রমবিন্যাস
 গাণিতিক ক্রিয়া
 যুক্তি অনুযায়ী শব্দের বিন্যাস
 রক্তের সম্পর্ক
 আসন বিন্যাস 
 বিবৃতি ও অনুমান
 চিত্রদল গঠন
 জ্যামিতিক চিত্র গণনা

সিলেবাসটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Kolkata Police Constable Syllabus 2022
Language : Bengali
Size : 0.4 mb 
No. of Pages : 04
Download Link : Click Here To Download

■ Official Notification 2022 : Download

■ Official Website : Click Here


4 comments:

  1. Computer er most important McQ chaichi....

    ReplyDelete
  2. Kolkata police er ki age math hobe naki exam age hobe sir

    ReplyDelete