কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রশ্ন উত্তর PDF | Kolkata Police Constable GK Part-02
![]() |
কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রশ্ন উত্তর PDF |
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার উপযোগী কিছু জিকে প্রশ্ন উত্তর শেয়ার করলাম। যেগুলি তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে। সুতরাং সময় অপচয় না করে প্রশ্নগুলি দেখে নাও এবং প্রয়োজনে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।
Kolkata Police GK Questions 02 :
২১. ২০২২ সালের মেজর ধ্যাঁনচাদ খেলরত্ন পুরস্কার কে জয় লাভ করেন ?
উত্তরঃ টেবিল টেনিস খেলোয়াড় শরথ কমল আচন্ত।
২২. ২০২২ সালের চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার কে জয়লাভ করেন ?
উত্তরঃ সুইডেনের বাসিন্দা সান্তে প্যাবো।
২৩. কোন তামা ও টিনের মিশ্রণে কোন ধাতুর সৃষ্টি হয় ?
উত্তরঃ পিতল।
২৪. ভারতের পার্লামেন্টের কয়টি কক্ষ আছে ?
উত্তরঃ ২টি।
২৫. ভারতের পূর্ব উপকূল কি নামে পরিচিত ?
উত্তরঃ করমন্ডল উপকূল।
২৬. ভারতের কোথায় প্রথম ক্রিকেট খেলা শুরু হয় ?
উত্তরঃ মুম্বাইয়ে।
২৭. সাক্ষী মালিক কোন খেলার সাথে যুক্ত ?
উত্তরঃ ফ্রী স্টাইল কুস্তি।
২৮. পূর্ণ বয়স্ক মানুষের রক্তে শর্করার পরিমাণ কত ?
উত্তরঃ ৮০-১২০ গ্রাম।
২৯. অস্কার পুরস্কার প্রাপ্ত একমাত্র বাংলা চলচ্চিত্র কোনটি?
উত্তরঃ পথের পাঁচালি।
৩০. সমষ্টি উন্নয়ন কর্মসূচিটি ভারতে কোন সালে চালু হয়েছিল ?
উত্তরঃ ১৯৫২ সালে।
৩১. কে বা কারা ভারতবর্ষেপঞ্চবার্ষিকী পরিকল্পনার খসড়া চূড়ান্তভাবে অনুমোদন করেন ?
উত্তরঃ জাতীয় উন্নয়ন পরিষদ।
৩২. ৭৪তম প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি হিসেবে কে উপস্থিত ছিলেন ?
উত্তরঃ মিশরের রাষ্ট্রপতি আব্দেল ফাতেহ আল-সিসি।
৩৩. ফিফা বর্ষসেরা খেলোয়াড় কে নির্বাচিত হয়েছেন ?
উত্তরঃ লিওনেল মেসি।
৩৪. সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ?
উত্তরঃ মঙ্গল পান্ডে।
৩৫. ভারতবর্ষে প্রথম কোন ইংরেজ আসেন ?
উত্তরঃ টমাস স্টিফেনসন।
৩৬. জাতীয় আইন দিবস হিসেবে পালিত হয় কোন দিনটি ?
উত্তরঃ ২৬শে নভেম্বর।
৩৭. ভারতীয় সংবিধানে কয়টি তফসিলের উল্লেখ আছে ?
উত্তরঃ ১২টি।
৩৮. 'দেবানং প্রিয় প্রিয়দর্শী' উপাধি কে গ্রহণ করেন ?
উত্তরঃ অশোক।
৩৯. কম্পিউটার কে আবিষ্কার করেন ?
উত্তরঃ চার্লস ব্যাবেজ।
৪০. ল্যাপটপ কথাটির সঙ্গে সকলেই পরিচিত এখানে 'ল্যাপ' কথাটির অর্থ কি ?
উত্তরঃ কোল।
প্রশ্নোত্তরগুলির পিডিএফ লিঙ্ক নীচে দেওয়া আছে
File Details:
PDF Name : Kolkata Police GK Questions 02
Language : Bengali
Size : 0.3 mb
No. of Pages : 04
Download Link : Click Here To Download
No comments:
Post a Comment