ভারতের বিভিন্ন রাজবংশের সময়কাল তালিকা PDF | Indian Dynasties Timeline
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে ভারতের বিভিন্ন রাজবংশের সময়কাল তালিকা PDF টি শেয়ার করলাম। যেটির মধ্যে ভারতের বিভিন্ন ঐতিহাসিক রাজবংশ ও তাদের সময়কালের তালিকা দেওয়া আছে। বিভিন্ন পরীক্ষাতে চালুক্য বংশের সময়কাল কত? মৌর্য বংশের সময়কাল কত? মুঘল শাসনের সময়কাল কত ছিল? ইত্যাদি প্রশ্ন এসে থাকে।
ভারতের বিভিন্ন রাজবংশের সময়কাল
রাজবংশ | সময়কাল |
---|---|
হর্ষঙ্ক বংশ | ৫৪৪-৪১২ খ্রিস্টপূর্ব |
শিশুনাগ বংশ | ৪১৩-৩৪৫ খ্রিস্টপূর্ব |
নন্দ বংশ | ৩৪৩-৩২১ খ্রিস্টপূর্ব |
মৌর্য বংশ | ৩২২-১৮৪ খ্রিস্টপূর্ব |
শুঙ্গ বংশ | ১৮৫-৭৫ খ্রিস্টপূর্ব |
কান্ব বংশ | ৭৫-৩০ খ্রিস্টপূর্ব |
চোল বংশ | ৮৪৮-১২০০ খ্রিস্টাব্দ |
বকাটক বংশ | ২৫০-৫০০ খ্রিস্টাব্দ |
পল্লব বংশ | ৩৫০-৮৯১ খ্রিস্টাব্দ |
সাতবাহন বংশ | ১০০ খ্রিস্টপূর্ব – ২২৫ খ্রিস্টাব্দ |
গুপ্ত বংশ | ৩২০-৫৪০ খ্রিস্টাব্দ |
চালুক্য বংশ | ৫৪৩-৭৫৩ খ্রিস্টাব্দ |
পাল বংশ | ৭৫০-১১৩০ খ্রিস্টাব্দ |
সেন বংশ | ১০৯৬-১২০৬ খ্রিস্টাব্দ |
গুর্জর-প্রতিহার বংশ | ৭৩০-১০৩৬ খ্রিস্টাব্দ |
দাস বংশ | ১২০৬-১২৯০ খ্রিস্টাব্দ |
খলজি বংশ | ১২৯০-১৩২০ খ্রিস্টাব্দ |
তুঘলক বংশ | ১৩২০-১৪১৪ খ্রিস্টাব্দ |
সৈয়দ বংশ | ১৪১৪-১৪৫১ খ্রিস্টাব্দ |
লোদী বংশ | ১৪৫১-১৫২৬ খ্রিস্টাব্দ |
সালুভ বংশ | ১৪৮৫-১৫০৫ খ্রিস্টাব্দ |
তুলুভ বংশ | ১৫০৫-১৫৭০ খ্রিস্টাব্দ |
আড়বিডু বংশ | ১৫৭০-১৬৪৫ খ্রিস্টাব্দ |
মুঘল বংশ | ১৫২৬-১৮৫৭ খ্রিস্টাব্দ |
মারাঠা বংশ | ১৬৭৪-১৭২০ খ্রিস্টাব্দ |
তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া
File Details:
PDF Name : Indian Dynasties Timeline
Language : Bengali
Size : 01 mb
No. of Pages : 02
Download Link : Click Here To Download
No comments:
Post a Comment