Breaking



Friday 4 August 2023

ভারতের প্রতিবেশী দেশের সীমান্তবর্তী রাজ্য PDF | Neighbouring Countries & Indian States

ভারতের প্রতিবেশী দেশের সীমান্তবর্তী রাজ্য PDF | Neighbouring Countries & Indian States

ভারতের প্রতিবেশী দেশের সীমান্তবর্তী রাজ্য PDF | Neighbouring Countries & Indian States
ভারতের প্রতিবেশী দেশের সীমান্তবর্তী রাজ্য PDF
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
ভারতের প্রতিবেশী দেশ ও তাদের সীমান্তবর্তী রাজ্য সমূহের তালিকা ভূগোলের এই টপিকটি থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, আর তাই আজ ভারতের প্রতিবেশী দেশের সীমান্তবর্তী রাজ্য তালিকা PDF টি শেয়ার করলাম।

যেটির মধ্যে ভারতের প্রতিবেশী দেশ এবং তাদের সীমান্তবর্তী রাজ্যের একটি সুন্দর তালিকা দেওয়া আছে। সুতরাং দেরী না করে তালিকাটি দেখে নাও এবং পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নাও।

ভারতের প্রতিবেশী দেশ এবং তাদের সীমান্তবর্তী রাজ্য সমূহ

দেশ সীমান্তবর্তী রাজ্য
বাংলাদেশ পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম
চীন অরুণাচল প্রদেশ, সিকিম, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ, লাদাখ
পাকিস্তান জম্মু-কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, গুজরাট ও লাদাখ
নেপাল সিকিম, পশ্চিমবঙ্গ, বিহার, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড
মায়ানমার অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম
ভুটান অরুণাচল প্রদেশ, সিকিম, আসাম, পশ্চিমবঙ্গ
আফগানিস্তান লাদাখ

তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া

File Details:
PDF Name : Neighbouring Countries & Indian States
Language : Bengali
Size : 0.1 mb 
No. of Pages : 01
Download Link : Click Here To Download


No comments:

Post a Comment