Breaking



Tuesday 12 July 2022

ঐতিহাসিক লিপি ও প্রশস্তি PDF | Historical Inscriptions of India

ঐতিহাসিক লিপি ও প্রশস্তি PDF | Historical Inscriptions of India Bengali PDF

ঐতিহাসিক লিপি ও প্রশস্তি PDF | Historical Inscriptions of India
ঐতিহাসিক লিপি ও প্রশস্তি PDF
কলম 
সুপ্রিয় বন্ধুরা,
বিভিন্ন রাজার আমলে বিভিন্ন লিপি ও প্রশস্তি ইতিহাসের এই টপিকটি থেকে বিভিন্ন চাকরির পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, আর তাই আজকের পোস্টে ঐতিহাসিক লিপি ও প্রশস্তি তালিকা PDF টি শেয়ার করলাম।

যেটির মধ্যে বিভিন্ন ঐতিহাসিক শিলালিপি, স্তম্ভলিপি, তাম্রলিপি ও প্রশস্তির নাম এবং সেই লিপি ও প্রশস্তি থেকে কোন রাজার সম্বন্ধে জানা যায় বা কোন রাজার কথা বর্ণিত আছে তার একটি সুন্দর তালিকা দেওয়া আছে।

ঐতিহাসিক লিপি ও প্রশস্তি

লিপি ও প্রশস্তি যার সম্বন্ধে জানা যায়
নাসিক লিপি গৌতমীপুত্র সাতকর্ণী
এলাহাবাদ প্রশস্তি সমুদ্রগুপ্ত
এরান লিপি দ্বিতীয় চন্দ্রগুপ্ত
গঞ্জাম লিপি শশাঙ্ক
নানাঘাট লিপি প্রথম সাতকর্ণী
আইহোল প্রশস্তি দ্বিতীয় পুলকেশী
হাতিগুম্ফা লিপি কলিঙ্গরাজ খারবেল
গোয়ালিয়র প্রশস্তি প্রথম ভোজরাজ
জুনাগড় লিপি রুদ্রদামন
সম্পত লিপি কণিষ্ক
ভিতারী স্তম্ভলিপি স্কন্দগুপ্ত
তাঞ্জোর লিপি প্রথম রাজেন্দ্র চোল
তিরুমালাই লিপি প্রথম রাজেন্দ্র চোল
খালিমপুর তাম্রলিপি ধর্মপাল
দেওপারা প্রশস্তি বিজয় সেন
হরহ লিপি ঈশান বর্মা
মান্দাসোর প্রশস্তি যশোবর্ধন
কাসাক্কুদি প্রশস্তি মহেন্দ্র বর্মন
ব্রাহ্মী লিপি অশোক
কৌশম্বি লিপি অশোক
কলিঙ্গ লিপি অশোক

তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে

File Details:
PDF Name : Historical Inscriptions of India
Language : Bengali
Size : 0.2 mb 
No. of Pages : 02
Download Link : Click Here To Download


■ প্রশ্নোত্তরে ঐতিহাসিক লিপি ও প্রশস্তিঃ

প্রশ্নঃ নাসিক প্রশস্তি থেকে কোন রাজার কথা জানা যায় ?
উত্তরঃ গৌতমীপুত্র সাতকর্ণী।

প্রশ্নঃ এলাহাবাদ প্রশস্তি কে রচনা করেন ?
উত্তরঃ হরিষেণ।

প্রশ্নঃ জুনাগড় লিপি থেকে কার সম্বন্ধে জানা যায় ?
উত্তরঃ রুদ্রদামন।

প্রশ্নঃ আইহোল শিলালিপি কে রচনা করেন ?
উত্তরঃ রবিকীর্তি।

প্রশ্নঃ আইহোল প্রশস্তি' থেকে কোন সম্রাট সম্পর্কে জানা যায় ?
উত্তরঃ দ্বিতীয় পুলকেশী।

প্রশ্নঃ নানাঘাট শিলালিপি রচয়িতা কে ?
উত্তরঃ রানি নয়নিকা।

প্রশ্নঃ নানাঘাট শিলালিপি থেকে কোন রাজার সম্বন্ধে জানা যায় ?
উত্তরঃ প্রথম সাতকর্ণী।

প্রশ্নঃ হাতিগুম্ফা লেখতে কোন রাজার কৃতিত্ব বর্ণিত হয়েছে ?
উত্তরঃ কলিঙ্গরাজ খারবেল।

প্রশ্নঃ তাঞ্জোর লিপি থেকে কোন রাজার সম্পর্কে জানা যায় ?
উত্তরঃ প্রথম রাজেন্দ্র চোল।

প্রশ্নঃ কৌশম্বি লিপি থেকে কোন রাজার সম্পর্কে জানা যায় ?
উত্তরঃ অশোক।

প্রশ্নঃ কলিঙ্গ লিপি থেকে কোন রাজার সম্পর্কে জানা যায় ?
উত্তরঃ অশোক।

প্রশ্নঃ কলিঙ্গরাজ খারবেল সম্পর্কে কোন লেখা থেকে জানা যায় ?
উত্তরঃ হাতিগুম্ফা লিপি থেকে।

No comments:

Post a Comment