ভারতীয় সংবিধানের ১২টি তফসিল তালিকা PDF | 12 Schedules of Indian Constitution
ভারতীয় সংবিধানের ১২টি তফসিল তালিকা PDF |
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে ভারতীয় সংবিধানের ১২টি তফসিল তালিকা PDF টি শেয়ার করলাম। যেটিতে ভারতের সংবিধানের ১২টি তফসিলের বিষয়বস্তু সমূহ উল্লেখিত আছে। ভারতীয় সংবিধানের প্রথম তফসিলে কি আছে? সংবিধানের অষ্টম তফসিলে আলোচ্য বিষয় কি? ভারতীয় সংবিধানের তফসিল সংখ্যা কত? ইত্যাদি প্রশ্ন বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে থাকে।
ভারতীয় সংবিধানের ১২টি Schedules
তপসিল | বিষয়বস্তু |
---|---|
প্রথম | রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের এলাকা নিয়ে আলোচনা |
দ্বিতীয় | রাষ্ট্রপতি, রাজ্যপাল, লোকসভার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপ্রিমকোর্ট ও হাইকোর্টের বিচারক, ভারতের কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল এর বেতন, ভাতা ও বিশেষ সুযোগ সুবিধা বিষয়ক আলোচনা |
তৃতীয় | কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ, সুপ্রিম কোর্টের বিচারপতি, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, রাজ্যমন্ত্রী, বিধানসভার সদস্য এবং হাইকোর্টের বিচারপতিগণের শপথ ও প্রতিজ্ঞাপূর্বক কথন |
চতুর্থ | বিভিন্ন অঙ্গরাজ্য ও কেন্দ্রীয় অঞ্চলের রাজ্যসভার আসন বণ্টন |
পঞ্চম | তপশিলি জাতি ও উপজাতিদের শাসনব্যবস্থা ও অধিকার নিয়ে আলোচনা |
ষষ্ঠ | ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় এবং আসামের উপজাতিদের শাসন অধিকার নিয়ে আলোচনা |
সপ্তম | কেন্দ্রীয় তালিকা, রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা অনুযায়ী কেন্দ্র ও রাজ্যের মধ্যে ক্ষমতার বণ্টন ব্যবস্থা |
অষ্টম | সরকারী ভাষাসমূহ |
নবম | ভূমি সংস্কার ও জমিদারী প্রথার বিলোপ |
দশম | বিধায়ক ও সাংসদদের দলত্যাগ রোধ সংক্রান্ত আইন |
একাদশ | রাজ্য ও পঞ্চায়েত ব্যবস্থায় ক্ষমতার বিলিকরণ |
দ্বাদশ | রাজ্য ও কর্পোরেশন ব্যবস্থায় ক্ষমতার বিলগ্নীকরণ |
তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া
File Details:
PDF Name : 12 Schedules of Indian Constitution
Language : Bengali
Size : 01 mb
No. of Pages : 01
Download Link : Click Here To Download
No comments:
Post a Comment