বিভিন্ন দেশের সীমান্তরেখা PDF | Important Boundary Lines
![]() |
বিভিন্ন দেশের সীমান্তরেখা PDF |
কলম ✏
নমস্কার বন্ধুরা,
বিভিন্ন দেশের সীমারেখা | বিভিন্ন দেশের সীমান্তরেখা এই টপিকটি থেকে চাকরির পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, আর তাই আজকের পোস্টে বিভিন্ন দেশের সীমান্তরেখা PDF টি শেয়ার করলাম।
যার মধ্যে বিভিন্ন সীমারেখা ও সেট কোন কোন দেশকে পৃথক করেছে, তার একটি সুন্দর তালিকা দেওয়া আছে। তাই দেরী না করে তালিকাটি দেখে নাও ও পিডিএফটি সংগ্রহ করে নাও।
বিভিন্ন দেশের সীমান্তরেখা
সীমারেখা | অবস্থান |
---|---|
র্যাডক্লিফ লাইন | ভারত ও পাকিস্তান |
ম্যাকমোহন লাইন | ভারত ও চীন |
তিন বিঘা করিডোর | ভারত ও বাংলাদেশ |
গ্রেট চ্যানেল | ভারত (আন্দামান, নিকোবর) ও সুমাত্রা |
পক প্রণালী | ভারত ও শ্রীলঙ্কা |
জিব্রাল্টার প্রণালী | ইউরোপ ও আফ্রিকা |
মালাক্কা প্রণালী | মালয়েশিয়া ও সুমাত্রা |
লোহিত সাগর | এশিয়া ও আফ্রিকা |
ম্যাগিনট লাইন | জার্মানি ও ফ্রান্স |
সিগফ্রেড লাইন | জার্মানি ও ফ্রান্স |
ডুরান্ড লাইন | পাকিস্তান ও আফগানিস্তান |
ইংলিশ চ্যানেল | ইংল্যান্ড ও ফ্রান্স |
লাইন অফ কন্ট্রোল | ভারত ও পাকিস্তান |
ম্যানারহেম রেখা | রাশিয়া ও ফিনল্যান্ড |
হিনডেন বার্গ লাইন | জার্মানি ও পোল্যান্ড |
ওডার-নাইসে লাইন | পূর্বতন পূর্ব জার্মানি ও পোল্যান্ড |
লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল | ভারত ও চীন |
১৬তম প্যারালাল | নামিবিয়া ও অ্যাঙ্গোলা |
১৭তম প্যারালাল | উত্তর ভিয়েতনাম ও দক্ষিণ ভিয়েতনাম |
২৪তম প্যারালাল | ভারত ও পাকিস্তান |
২৮তম প্যারালাল | ভারত ও পাকিস্তান |
৩৭তম প্যারালাল | ভারত ও মায়ানমার |
৩৮তম প্যারালাল | উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া |
৪৯তম প্যারালাল | মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা |
সাত-এল-আরব | ইরাক ও ইরান |
৮⁰ চ্যানেল | ভারত (মিনিকয় দ্বীপ) ও মালদ্বীপ |
৯⁰ চ্যানেল | লাক্ষাদ্বীপ ও মিনিকয় |
১০⁰ চ্যানেল | আন্দামান ও নিকোবর |
ডানকান প্যাসেজ | গ্রেট আন্দামান ও লিটন আন্দামান |
সমব্রেরো চ্যানেল | আন্দামান ও নিকবোর দ্বীপপুঞ্জ |
লাইন অফ ডিমারকেশন | পর্তুগাল ও স্পেন |
তালিকাটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া আছে
File Details:
PDF Name : Important Boundary Lines
Language : Bengali
Size : 0.3 mb
No. of Pages : 02
Download Link : Click Here To Download
No comments:
Post a Comment