ভারতের ঐতিহাসিক ষড়যন্ত্র মামলা সমূহ তালিকা PDF | List of Famous Conspiracy Cases during British Rule in India
ভারতের ঐতিহাসিক ষড়যন্ত্র মামলা সমূহ তালিকা PDF |
কলম ✏
সুপ্রিয় বন্ধুরা,
আজকের পোস্টে ভারতের ঐতিহাসিক ষড়যন্ত্র মামলা সমূহ তালিকা PDF টি শেয়ার করলাম। যেটিতে ভারতে ব্রিটিশ শাসনের সময় সংঘটিত বিভিন্ন ষড়যন্ত্র মামলা এবং তাদের সময়কাল ও মূল অভিযুক্তদের একটি তালিকা দেওয়া আছে।
বিভিন্ন পরীক্ষাতে মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত ছিলেন কে কে? লাহোর ষড়যন্ত্র মামলায় কে কে যুক্ত ছিলেন? আলিপুর ষড়যন্ত্র মামলা কবে হয়েছিল? ইত্যাদি প্রশ্ন এসে থাকে।
ভারতের ঐতিহাসিক ষড়যন্ত্র মামলা সমূহ
ষড়যন্ত্র মামলা | সাল | মূল অভিযুক্ত |
---|---|---|
মুজফ্ফরপুর ষড়যন্ত্র মামলা | ১৯০৮ | ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকী |
আলিপুর বোমা মামলা | ১৯০৮-০৯ | অরবিন্দ ঘোষ, বারীন্দ্র ঘোষ সহ মোট ৩৪ জন |
হাওড়া-শিবপুর ষড়যন্ত্র মামলা | ১৯১০ | যতীন মুখোপাধ্যায় ও নরেন্দ্রনাথ ভট্টাচার্য |
নাসিক ষড়যন্ত্র মামলা | ১৯১০-১১ | অনন্তলক্ষণ কানহেরে, কৃষ্ণগোপাল কার্ভে, নারায়ণ দেশপাণ্ডে |
তিনভেলি ষড়যন্ত্র মামলা | ১৯১১-১৫ | চিদাম্বরণ পিল্লাই, সুব্রহ্মনীয় শিব, ধর্মরাজ আইয়ার, ভেঙ্কটেশ্বর আইয়ার সহ ১৪ জন |
রাজাবাজার বোমা ষড়যন্ত্র মামলা | ১৯১৩ | অমৃতলাল হাজরা, দীনেশ চন্দ্ৰ সেনগুপ্ত, চন্দ্রশেখর দে, কালীপদ ঘোষ, উপেন্দ্রনাথ রায় চৌধুরী, খগেন্দ্রনাথ চৌধুরী |
দিল্লি ষড়যন্ত্র মামলা | ১৯১২-১৪ | বসন্ত বিশ্বাস, আমীরচাঁদ, অবোধবিহারী, রাসবিহারী বসু |
বরিশাল ষড়যন্ত্র মামলা | ১৯১৩-১৫ | মদনমোহন ভৌমিক, ত্রৈলক্যনাথ চক্রবর্তী, প্রতুল চন্দ্র গাঙ্গুলি, রমেশচন্দ্র চৌধুরী |
হিন্দু ষড়যন্ত্র মামলা | ১৯১৪ | লালা হরদয়াল |
লাহোর ষড়যন্ত্র মামলা (প্রথম) | ১৯১৫ | রাসবিহারী বসু, কাতার সিং, বিষ্ণু গণেশ পিংলে সহ ১৭ জন |
ইন্দো-জার্মান ষড়যন্ত্র মামলা | ১৯১৫ | বাঘাযতীন, নীরেন্দ্রনাথ দাশগুপ্ত ও মনোরঞ্জন সেনগুপ্ত, জ্যোতিষ পাল |
বারানসী ষড়যন্ত্র মামলা | ১৯১৫-১৬ | শচীন্দ্রনাথ সান্যাল, গিরিজা দত্ত, নলিনী মুখোপাধ্যায় |
রেশমি রুমাল ষড়যন্ত্র মামলা | ১৯১৬ | বরকতুল্লা, মৌলানা ওবেদুল্লা, মহেন্দ্র প্রতাপ, মামুদ হাসান, আবুল কালাম আজাদ |
কানপুর ষড়যন্ত্র মামলা | ১৯২৪ | মুজফফর আহমেদ, এস এ ডাঙ্গে, সওকত উসমানি, নলিনী গুপ্ত |
কাকোরি ষড়যন্ত্র মামলা | ১৯২৫ | রামপ্রসাদ বিসমিল, আসফাকুল্লা, রাজেন্দ্রনাথ লাহিড়ী, যোগেশ চট্টোপাধ্যায়, শচীন্দ্রনাথ সান্যাল |
দক্ষিণেশ্বর বোমা মামলা | ১৯২৫ | অনন্তহরি মিত্র ও প্রমোদরঞ্জন চৌধুরী |
ঢাকা ষড়যন্ত্র মামলা | ১৯২৮ | পুলিনবিহারী দাস, ভূপেশ চন্দ্র নাগ, শ্যামসুন্দর চক্রবর্তী, কৃষ্ণকুমার মিত্র, সুবোধ মল্লিক, অশ্বিনী দত্ত |
লাহোর ষড়যন্ত্র মামলা (দ্বিতীয়) | ১৯২৯-৩০ | ভগৎ সিং, শুকদেব, রাজগুরু, বটুকেশ্বর দত্ত |
মিরাট ষড়যন্ত্র মামলা | ১৯২৯-৩৩ | এস এ ডাঙ্গে, মুজফফর আহমেদ, এস এস জোশ সহ ৩২ জন |
তালিকাটির পিডিএফ লিংক নীচে দেওয়া আছে
File Details:
PDF Name : List of Famous Conspiracy Cases during British Rule in India
Language : Bengali
Size : 01 mb
No. of Pages : 02
Download Link : Click Here To Download
No comments:
Post a Comment