Breaking







Tuesday, 27 April 2021

GK Album Part-98

GK Album Part-98 || জিকে অ্যালবাম

GK Album Part-98
GK Album Part-98

কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-98; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। আর এই পর্বগুলির মাধ্যমে তোমরা তোমাদের জিকে ভাণ্ডারকে ধীরে ধীরে বাড়িয়ে তুলতে সক্ষম হবে।

GK Album Part-98

 আঙ্কোরভাট মন্দির কোথায় অবস্থিত ? 
উত্তরঃ কম্বোডিয়া।

 মানুষের বৃক্কের সংখ্যা কয়টি ? 
উত্তরঃ দুটি। 

 মানুষের বৃক্কের রঙ কি ? 
উত্তরঃ লালচে বাদামী।

 সার্ভে অফ ইণ্ডিয়ার সদর দফতর কোথায় অবস্থিত ? 
উত্তরঃ দেরাদুন।

 হিমবাহ উপত্যকার আকৃতি কীসের মতো হয় ? 
উত্তরঃ ইংরেজি U অক্ষরের মতো।

 ক্লোরোফিলের বর্তমান ধাতব মৌলটি কি ? 
উত্তরঃ Mg. 

 ক্লোরোফিল বিহীন একটি উদ্ভিদের নাম – 
উত্তরঃ স্বর্ণলতা।

 গ্রামীণ রোজগার সৃজন যোজনা কত সালে আরম্ভ হয় ? 
উত্তরঃ ১৯৯৫ সালে।

 পশ্চিমবঙ্গের লোকসভা আসন সংখ্যা কয়টি ? 
উত্তরঃ ৪২টি। 

 কাকাতীয় রাজবংশের রাজধানী কোথায় ছিল ? 
উত্তরঃ ওয়ারাঙ্গাল।

No comments:

Post a Comment