Breaking







Monday, 26 April 2021

General Knowledge in Bengali PDF Download

General Knowledge in Bengali PDF Download || জেনারেল নলেজ PDF || Part-05

General Knowledge in Bengali PDF Download
General Knowledge in Bengali PDF Download

কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, General Knowledge in Bengali PDF; যেটির মধ্যে বাছাই করা দেড়শোটি জেনারেল নলেজ প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। যেগুলি তোমাদের সমস্ত রকম চাকরির পরীক্ষার প্রস্তুতিতে ভীষণভাবে সাহায্য করবে।

         সুতরাং সময় অপচয় না করে নীচে দেওয়া পিডিএফের কিছু নমুনা দেখে নিয়ে নীচ থেকে সম্পূর্ণ প্রশ্নোত্তরের পিডিএফ ফাইলটি বিনামূল্যে ডাউনলোড করে নাও। 

 কিছু নমুনা প্রশ্নোত্তর ঃ

 রামমোহন রায়কে রাজা উপাধি কে দেন ?
উত্তরঃ দ্বিতীয় আকবর।

 পল্লবদের রাজধানী কোথায় ছিল ?
উত্তরঃ কাঞ্চি নগরে।

 ই-মেইল এর জনক কে ?
উত্তরঃ রে টমলিনসন।

 ফাদার মার্টিন কার ছদ্মনাম ?
উত্তরঃ মানবেন্দ্রনাথ রায়।

 কত সালে নৌ বিদ্রোহ ঘটে ?
উত্তরঃ ১৯৪৬ খ্রিস্টাব্দে। 

 জয়পুরের "গোলাপী শহর" কোন পাথর দ্বারা গঠিত ?
উত্তরঃ বেলেপাথর। 

 কোন অঙ্গানু শ্বসনে অংশ গ্রহণ করে ?
উত্তরঃ মাইট্রোকনডিয়া।

 বিখ্যাত বিবি-কা-মকবরা কোথায় অবস্থিত ?
উত্তরঃ ঔরঙ্গাবাদ। 

 সাংগাই উৎসব কোন রাজ্যে পালিত হয় ?
উত্তরঃ মণিপুর।  

 বাংলায় কে কৃষক প্রজা পার্টি প্রতিষ্ঠা করেছিলেন ?
উত্তরঃ ফজলুল হক। 

 কোন নদীর ওপর মেটুর বাঁধ নির্মিত হয়েছে ? 
উত্তরঃ কাবেরী।

 হোটেল ডু ল্যাক বইটি কে রচনা করেছিলেন ? 
উত্তরঃ অনিতা ব্রকনার।

 কে গান্ধি বুড়ি নামে খ্যাত ?
উত্তরঃ মাতঙ্গিনী হাজরা।

 "Fall of a Sparrow" বইটি কে লিখেছিলেন ?
উত্তরঃ সালিম আলী।  

 The Soul of India গ্রন্থটির রচয়িতা কে ?
উত্তরঃ বিপিন চন্দ্র পাল।

 কুচিপুরী কোন রাজ্যের লোকনৃত্য ?
উত্তরঃ অন্ধ্রপ্রদেশ।

 ইলবার্ট বিল আন্দোলন কবে হয়েছিল ?
উত্তরঃ ১৮৮৩ খ্রিস্টাব্দে। 

 কোন নদীর উপর নিউইয়র্ক শহরটি অবস্থিত ?
উত্তরঃ হাডসন। 

 কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত ? 
উত্তরঃ অসম।
File Details:
PDF Name : General Knowledge Part-05
Language : Bengali
Size : 01 mb 
No. of Pages : 07
Download Link : Click Here To Download

More PDFDownload Link
General Knowledge SAQ Part-04Click Here
General Knowledge MCQ Click Here

No comments:

Post a Comment