Breaking







Sunday, 25 April 2021

GK Album Part-97

GK Album Part-97 || জিকে অ্যালবাম 

GK Album Part-97
GK Album Part-97

কলম ✏ 
নমস্কার বন্ধুরা,
আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি, GK Album Part-97; যেটির মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি জিকে প্রশ্ন ও উত্তর দেওয়া আছে। আর এই পর্বগুলির মাধ্যমে তোমরা তোমাদের জিকে ভাণ্ডারকে ধীরে ধীরে বাড়িয়ে তুলতে সক্ষম হবে।

GK Album Part-97

 কুমারসম্ভবম্‌ গ্রন্থটি কার রচিত ? 
উত্তরঃ কালিদাস।

 কাকে ভারতীয় টাকার প্রথম প্রচলনকারী বলে মানা হয় ? 
উত্তরঃ শের শাহ সুরী।

 গোবর গ্যাসের মধ্যে কি থাকে ? 
উত্তরঃ মিথেন।

 রমন এফেক্ট কে আবিষ্কার করেন ? 
উত্তরঃ চন্দ্রশেখর ভেঙ্কট রমন।

 বরফমুক্ত পর্বতচূড়াকে কী বলে ? 
উত্তরঃ নুনাটকস।

 কোন মৃত্তিকাকে কৃষ্ণ কার্পাস মৃত্তিকা বা Black Cotton Soil বলা হয় ? 
উত্তরঃ কৃষ্ণ মৃত্তিকা।

 পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তরটি হলো কোনটি ? 
উত্তরঃ গ্রাম পঞ্চায়েত।

 ভারতের এটর্নি জেনারেল কার দ্বারা নিযুক্ত হন ? 
উত্তরঃ রাষ্ট্রপতি।

 জার্ম প্লাজম (Germ Plasm) তত্ত্বটি কে প্রবর্তন করেন ? 
উত্তরঃ অগাস্ট ভাইসম্যান।

 মাম্পস রোগের শরীরের কোন অংশ আক্রান্ত্র হয় ? 
উত্তরঃ গলা ও গাল।

No comments:

Post a Comment